ক্ষমা চাইতে হাসনাতকে এক সপ্তাহের আলটিমেটাম কুমিল্লা জেলা বিএনপির

কুমিল্লা প্রেসক্লাবে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র হাসনাত আব্দুল্লাহর একটি বক্তব্যকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুমিল্লা বিভাগ। বিএনপির পক্ষ থেকে তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য এক সপ্তাহের আলটিমেটাম দেওয়া হয়েছে।
সোমবার (১৯ মে) কুমিল্লা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া বলেন, "হাসনাত আব্দুল্লাহ বলেছেন বিএনপির নেতারা আওয়ামী লীগের টাকায় রাজনীতি করেন- এ ধরনের মন্তব্য শিশুসুলভ ও অপরিপক্ব। আমরা মনে করি, তার মানসিক চিকিৎসা প্রয়োজন।"
তিনি আরও বলেন, "এই বক্তব্যে কুমিল্লার বিএনপি নেতাকর্মীরা চরমভাবে ক্ষুব্ধ। যদি তিনি প্রকাশ্যে ক্ষমা না চান ও তার বক্তব্য প্রত্যাহার না করেন, তাহলে তাকে কুমিল্লায় কোনো রাজনৈতিক অনুষ্ঠানে অংশ নিতে দেওয়া হবে না। এমনকি কুমিল্লার মাটিতে পা রাখতেও দেওয়া হবে না।"
সংবাদ সম্মেলনে সেলিম ভুঁইয়া অভিযোগ করেন, সরকার পরিকল্পিতভাবে এমন ‘ছেলেমানুষি’ নেতাদের মাঠে নামিয়ে রাজনীতিকে বিতর্কিত করছে। তিনি বলেন, "সরকার যদি নির্বাচন বিলম্বিত করে, তবে জনগণের আস্থা আরও হারাবে।"
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিন-উর-রশিদ ইয়াছিন, কেন্দ্রীয় নেতা মোস্তাক মিয়া, জাকারিয়া তাহের সুমন, আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, উৎবাতুল বারী আবু প্রমুখ।
উল্লেখ্য, গত ১৬ মে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, "বিএনপির রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে।" তার এই বক্তব্য ঘিরেই শুরু হয় বিতর্ক ও বিএনপির তীব্র প্রতিক্রিয়া।
