ভারতে যাওয়ার সময় কেন্দ্রীয় যুবলীগ নেতা জামিল বেনাপোলে গ্রেফতার

ভারতে যাওয়ার সময় স্টপলিস্টে থাকা কেন্দ্রীয় যুবলীগ নেতা জামিল বেনাপোলে গ্রেফতার। ছবি : ঢাকাপ্রকাশ
ভারতে চিকিৎসার উদ্দেশ্যে যাত্রাকালে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে গ্রেফতার হয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক জামিল আহম্মেদ (৪২)। সোমবার (১৯ মে) সকাল ১১টার দিকে বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশের পর পাসপোর্ট যাচাইয়ের সময় তার নাম স্টপলিস্টে থাকার বিষয়টি ধরা পড়ে।
জানা যায়, জামিল আহম্মেদ ভারতগামী ভ্রমণের জন্য বেনাপোল ইমিগ্রেশন ভবনে প্রবেশ করে নিয়ম অনুযায়ী পাসপোর্ট জমা দেন। এ সময় ইমিগ্রেশন কর্মকর্তারা অনলাইনে তথ্য যাচাইয়ের সময় তার বিরুদ্ধে মামলা সংক্রান্ত তথ্য পান এবং তিনি স্টপলিস্টে রয়েছেন বলে নিশ্চিত হন। এরপর তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহমেদ জানান, "পাসপোর্ট নম্বর AO-3566539 ব্যবহার করে জামিল আহম্মেদ যখন বহির্গমন কার্যক্রম সম্পন্ন করতে আসেন, তখনই আমরা তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানার একটি মামলার তথ্য পাই। তার বিরুদ্ধে দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রয়েছে, যার মধ্যে বিস্ফোরক দ্রব্য আইনের ধারা ৩/৩(এ)/৪ উল্লেখযোগ্য।"
গোবিন্দগঞ্জ থানার মামলা নং ৯/৪০৭, তারিখ ০৭/১১/২০২৪ অনুসারে তার বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে—অবৈধ অনুপ্রবেশ, মারধর, চুরি, ভাঙচুর, অগ্নিসংযোগ ও হুমকিসহ বিস্ফোরক দ্রব্য ব্যবহারের অভিযোগ।
পরে আইনি প্রক্রিয়া অনুসরণ করে জামিল আহম্মেদকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
