ফার্স্ট সিকিউরিটি থেকে ১১০০ কোটি টাকা আত্মসাৎ, এস আলমসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা

এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম। ছবি: সংগৃহীত
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে প্রায় ১১০০ কোটি টাকা ঋণের নামে আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমসহ ৪৩ জনের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিগত সরকারের আমলে এস আলমের নিয়ন্ত্রণাধীন এ ব্যাংক থেকে এই বিশাল অঙ্কের অর্থ লুটপাটের ঘটনায় দেশের আর্থিক খাতে তীব্র ধস নেমেছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
সোমবার (১৯ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন দুদকের জনসংযোগ কর্মকর্তা ও সহকারী পরিচালক তানজীর আহমেদ। তিনি জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট ৪৩ জনকে আসামি করে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
বিএফআইইউ (বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট) থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দুদক জানায়, এস আলম গ্রুপ অন্তত চারটি ব্যাংক থেকে প্রায় ১ লাখ ৭৮ হাজার কোটি টাকা সরিয়ে নিয়েছে। সরকার পরিবর্তনের পর তদন্তে নেমে পাওয়া যাচ্ছে ভয়াবহ ব্যাংক লুটপাটের প্রমাণ।
অভিযোগ রয়েছে, পতিত আওয়ামী লীগ সরকারের সময় প্রভাব খাটিয়ে একে একে একাধিক ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় এস আলম গ্রুপ। পরে নামমাত্র প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে তারা। এসব অর্থ লোপাটের মাধ্যমে দেশের আর্থিক খাতকে চরম ঝুঁকির মুখে ফেলে দেয় এই শিল্পগোষ্ঠীটি।
এদিকে, পৃথক আরেক অনুসন্ধানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী আলি আখতার হোসেন, সাবেক প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমানসহ তিনজনের বিরুদ্ধেও দুর্নীতির প্রমাণ সংগ্রহে মাঠে নেমেছে দুদক। সংশ্লিষ্টদের বিরুদ্ধে বড় ধরনের অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে বলেও জানিয়েছেন দুদক কর্মকর্তারা।
ব্যাংকিং খাতের এই দুর্নীতির ঘটনাগুলো দেশের অর্থনৈতিক নিরাপত্তার ওপর সরাসরি আঘাত হিসেবে দেখছে বিশ্লেষকরা। তারা বলছেন, এসব ঘটনার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার না হলে সাধারণ মানুষের ব্যাংকে আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
