পলাতকদের অর্থ জব্দ, লুটের টাকা গরিবের কল্যাণে ব্যবহার হবে: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। ছবি: সংগৃহীত
পলাতক ব্যক্তিদের কিছু অর্থ জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, দুর্নীতির মাধ্যমে যারা ব্যাংক থেকে টাকা নিয়েছে, সেই অর্থ ফেরত আনা হবে। আর নন-ব্যাংকিং খাতে থাকা অর্থ সাধারণ মানুষের কল্যাণে ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
সোমবার (১৯ মে) দুপুরে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা জানান গভর্নর। তিনি বলেন, কীভাবে ডিপোজিটরদের স্বার্থ রক্ষা করা যায়, সেই বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরে দুর্নীতির বিষয়ে গভর্নর জানান, এ ধরনের ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করবে এবং নিজস্ব আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। তিনি আরও বলেন, লুট হওয়া অর্থ ফেরত আনার ক্ষেত্রে এখন পর্যন্ত দেশের অভিজ্ঞতা নেই, তবে আন্তর্জাতিক সহযোগিতা পেলে বিদেশি ব্যাংক হিসাবও ফ্রিজ করা সম্ভব।
নগদ সম্পর্কিত দুর্নীতির প্রসঙ্গে গভর্নর বলেন, নগদের পরিচালনা বোর্ডে থাকা ব্যক্তিরা ৬৫০ কোটি টাকা আত্মসাৎ করেছে। এই কারণে, তাদের হাতে পুনরায় নগদের দায়িত্ব ফিরিয়ে দেওয়া উচিত নয়। গভর্নর আশঙ্কা প্রকাশ করেন, যারা এসব অপকর্মে যুক্ত ছিল, তারা প্রমাণ মুছে ফেলার চেষ্টা করতে পারে।
ব্রিফিংয়ে উপস্থিত প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা বলেছেন—লুট হওয়া টাকা দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে ব্যয় করতে একটি বিশেষ তহবিল (ফান্ড) গঠনের উদ্যোগ নেওয়া হবে।
বাংলাদেশ ব্যাংকের এই পদক্ষেপে অর্থনৈতিক অপরাধ দমন ও স্বচ্ছতা নিশ্চিত করার ব্যাপারে নতুন আশার আলো দেখছেন অর্থনীতিবিদ ও সাধারণ মানুষ।
