রবিবার, ১৮ মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
Dhaka Prokash

নির্বাচন বিলম্বিত হচ্ছে, দেশও অস্থিরতার দিকে যাচ্ছে: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করেছেন, নির্বাচন যত বিলম্বিত হচ্ছে, দেশ ততই অস্থিরতার দিকে ধাবিত হচ্ছে। রবিবার রাজধানীর গুলশানে হোটেল সারিনায় সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে আয়োজিত এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, সরকার কার্যত এমনভাবে পরিচালিত হচ্ছে যেন তারা একটি নির্বাচিত সরকার। তারা বারবার ‘সংস্কার’ ও ‘ঐক্যমত্য’র কথা বললেও বাস্তবে কোথাও সেই ঐক্যমতের প্রতিফলন দেখা যাচ্ছে না। এই সরকার একটি অন্তর্বর্তীকালীন সরকার হওয়ায় তাদের দায়িত্ব ছিল অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করে ক্ষমতা একটি নির্বাচিত সরকারের হাতে তুলে দেওয়া। কিন্তু বর্তমানে বাংলাদেশ এক অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। সবাই মিলে একসময় স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছিল, অথচ এখন সেই গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে দেশ সরে যাচ্ছে।

তিনি আরও বলেন, জাতি আজ গভীর শঙ্কার মধ্যে রয়েছে। নির্বাচন না দিয়ে সরকার নানা ইস্যুতে মনোযোগ সরিয়ে নিচ্ছে— করিডর, বিনিয়োগ সম্মেলন, বন্দর ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এসব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের কে দিয়েছে?

দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সংক্রান্ত প্রসঙ্গ টেনে তিনি বলেন, আদালতের আদেশ থাকা সত্ত্বেও তা বাস্তবায়ন হচ্ছে না। প্রতিনিয়ত বিভিন্ন ধরনের লোককে দায়িত্ব দেওয়া হচ্ছে, কিন্তু তারা কারা— এ প্রশ্ন ওঠে জনমনে।

সংস্কার প্রসঙ্গে আমীর খসরু বলেন, এটি হতে হবে জনগণের মতামত ও গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিত্তিতে। দলীয় পর্যায়ে নতুন সদস্য সংগ্রহ নিয়ে তিনি বলেন, নতুন সদস্য নেওয়ার ক্ষেত্রে আমরা তার সামাজিক গ্রহণযোগ্যতাকে গুরুত্ব দিচ্ছি। আমরা সংঘাত নয়, বরং একটি স্থিতিশীল ও সহাবস্থানের রাজনীতি চাই। যারা এই রাজনৈতিক ধারা থেকে আমাদের বিচ্যুত করতে চান, তাদের আমরা প্রতিহত করব।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন যেন নিয়মিত রুটিন কার্যক্রমে পরিণত হয় এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হয়। সরকারের প্রতি আস্থার অভাব জাতির জন্য দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, দুই মাস আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে লিখিতভাবে জানানো হয়েছে। এরপরও সরকার যে নাটক করছে, তা মানুষের মনে প্রশ্ন তৈরি করছে।

সবশেষে তিনি বলেন, বন্দরে বিদেশি অপারেটর আনার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জনমত নেওয়া উচিত ছিল। বিনিয়োগের বিষয় ছাড়াও এর সঙ্গে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব জড়িত। সরকার নির্বাচন বাদে সবকিছু করছে, অথচ তাদের এসব সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কে দিয়েছে— এই প্রশ্ন রেখেছেন বিএনপির এই নেতা।

Header Ad
Header Ad

পুলিশের ১২ কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের উচ্চপদস্থ ১২ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। রবিবার (১৮ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. তৌহিদ বিন হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সুপিরিয়র সিলেকশন বোর্ড বিসিএস (পুলিশ) ক্যাডারের ১২ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতির সুপারিশ করে, যা প্রধান উপদেষ্টা কর্তৃক অনুমোদিত হয়েছে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা এতদিন অতিরিক্ত আইজিপি, ডিআইজি বা সমমর্যাদার পদে কর্মরত ছিলেন। পদোন্নতির ফলে তাদের দায়িত্ব ও মর্যাদা আরও বৃদ্ধি পেয়েছে।

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে আছেন পুলিশ সদর দপ্তর, বিভিন্ন রেঞ্জ ও বিশেষায়িত ইউনিটে কর্মরত অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তারা, যাঁরা দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

 

Header Ad
Header Ad

মেঘনায় মিলল বিশাল আকৃতির বিগহেড, ওজন ২৯ কেজি!

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদী থেকে ধরা পড়েছে ২৯ কেজি ওজনের একটি বিশাল বিগহেড মাছ। রোববার (১৮ মে) বেলা ১১টার দিকে উপজেলার চরলাপাং এলাকায় মাছটি জালে আটকা পড়ে স্থানীয় জেলে পরিতোষ বর্মনসহ কয়েকজন জেলের।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গোপীনাথপুর (মনতলা) গ্রামের জেলে পরিতোষ বর্মন, হরিমন বর্মন, সত্যগুন বর্মন ও মনোরঞ্জন বর্মন মেঘনা নদীতে মাছ ধরতে যান। নৌকা থেকে জাল ফেলার কিছুক্ষণ পরই জালে আটকা পড়ে বিশাল এই বিগহেড মাছটি। পরে মাছটি তীরে নিয়ে আসার পর তা দেখতে ভিড় জমে স্থানীয়দের মধ্যে। মাছটির ওজন মাপে ২৯ কেজি পাওয়া যায়।

মাছটি বিক্রি করা হয় স্থানীয় মাছ ব্যাপারী সুমন মিয়ার কাছে। তিনি প্রতি কেজি ৮৫০ টাকা দরে মোট ২৪ হাজার ৬৫০ টাকায় মাছটি কিনে নেন। ব্যতিক্রমী এই দৃশ্য দেখতে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনার কমতি ছিল না। অনেকে মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করেন।

স্থানীয় বাসিন্দা শ্যামল বর্মন শিমুল বলেন, “এতো বড় বিগহেড মাছ এই এলাকায় অনেকদিন পর ধরা পড়েছে। এমন বড় মাছ নদীতে ধরা পড়া সত্যিই দুর্লভ ঘটনা।”

উল্লেখ্য, চলতি বছরের ৩ মার্চ তিতাস নদী থেকে ধরা পড়ে ২৬ কেজির একটি বিগহেড মাছ, ২৮ এপ্রিল মেলে ২৫ কেজির একটি বোয়াল মাছ এবং সর্বশেষ ১০ মে মেঘনা থেকেই ধরা পড়ে ১৯ কেজির একটি কাতলা মাছ। একের পর এক বড় আকারের মাছ ধরা পড়ায় স্থানীয় জেলেদের মাঝে আনন্দের পাশাপাশি নদী নির্ভর জীবিকার প্রতি উৎসাহও বাড়ছে।

স্থানীয়রা মনে করছেন, সরকারের সচেতনতা কার্যক্রম এবং নদী রক্ষায় গৃহীত পদক্ষেপগুলোই এখন মাছের প্রাচুর্য ফিরিয়ে আনছে।

Header Ad
Header Ad

গুলিস্তানে আ. লীগের ঝটিকা মিছিল, অভিযানে আটক ১১ জন

ছবি: সংগৃহীত

সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও রাজধানীর গুলিস্তানে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার (১৮ মে) দুপুরে মিছিলটি আয়োজন করা হয়। তবে দ্রুতই ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “গুলিস্তানে হঠাৎ করে মিছিলের চেষ্টা চালালে আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে আটক করে গোয়েন্দা পুলিশ।”

প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১২ মে সরকার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করে।

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারপ্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রকাশনা, গণমাধ্যমে প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে কোনো ধরনের কার্যক্রম নিষিদ্ধ থাকবে।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ঘটে যাওয়া ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতা হারায়। জাতিসংঘের তথ্যমতে, ওই সময়কার সহিংসতায় নিরাপত্তা বাহিনী ও আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডারদের হামলায় প্রায় ১,৪০০ জন নিহত হন এবং হাজারো মানুষ আহত হন। অনেকেই স্থায়ীভাবে পঙ্গু হয়ে পড়েন, কেউ কেউ হারিয়েছেন দৃষ্টিশক্তি।

দলের শীর্ষ নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনের মুখে দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়।

আটককৃতদের বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

পুলিশের ১২ কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি
মেঘনায় মিলল বিশাল আকৃতির বিগহেড, ওজন ২৯ কেজি!
গুলিস্তানে আ. লীগের ঝটিকা মিছিল, অভিযানে আটক ১১ জন
গাজায় ‘ব্যাপক’ স্থল হামলা শুরু করল ইসরায়েল
নির্বাচন বিলম্বিত হচ্ছে, দেশও অস্থিরতার দিকে যাচ্ছে: আমীর খসরু
ঢাকা ওয়াসার এমডির দায়িত্বেও দক্ষিণ সিটির প্রশাসক শাহজাহান মিয়া
টাঙ্গাইলে লেয়ার মুরগির খামারের এক কর্মচারীকে জবাই করে হত্যা
ডেথ ওভারে ডট বলের বিশ্বরেকর্ড করে ইতিহাস গড়লেন মোস্তাফিজ
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সোনা লুট, ঘটনায় জড়িত চার পুলিশ সদস্য
অশ্লীলতা ছড়ানোর দায়ে উপস্থাপিকাকে লিগ্যাল নোটিশ
হিযবুত তাহরীরের সঙ্গে প্রশাসক এজাজের জড়িত থাকার অভিযোগ ভিত্তিহীন: ডিএনসিসি
সমকামিতা-ট্রান্সজেন্ডার প্রমোটে আমাদের বাধা হয়ে দাঁড়াতে হবে : সারজিস
দুই লাখ ৩০ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট চূড়ান্ত
বাংলাদেশি পণ্যে ভারতের নিষেধাজ্ঞা, বাণিজ্যিক ক্ষতির শঙ্কায় ভারতীয় ব্যবসায়ীরা
আমন্ত্রণ পেয়েও ফ্রান্স-স্পেন সফরে যাচ্ছেন না প্রধান উপদেষ্টা
নওগাঁ সীমান্তে মাঠ থেকে মালিকবিহীন ৬০৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার
বেনাপোল কাস্টমস হাউজে কলম বিরতি অব্যাহত, স্বাভাবিক আমদানি-রপ্তানি
ভারতে বিয়ের আসরে হৃদরোগে আক্রান্ত হয়ে বরের মৃত্যু
গাইবান্ধা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সা.সম্পাদক শাহীন
সুড়ঙ্গ থেকে হামাস নেতা সিনওয়ারসহ সহযোগীদের মরদেহ উদ্ধার: রিপোর্ট