নওগাঁ সীমান্তে মাঠ থেকে মালিকবিহীন ৬০৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার

ছবি : ঢাকাপ্রকাশ
নওগাঁর পত্নীতলা উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ৬০৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। রোববার (১৮ মে) ভোরে বিশেষ অভিযানে এই মাদকদ্রব্যগুলো মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।
বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কালুপাড়া বিওপি’র টহল কমান্ডার সুবেদার মোঃ আইয়ুব আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৭১/৭-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাদদিঘী গ্রামের একটি মাঠে অভিযান পরিচালনা করে। সেখানে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় ৬০৯ বোতল ভারতীয় ফেন্সিডিল, যার বাজারমূল্য আনুমানিক ২ লাখ ৪৩ হাজার টাকা।
পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, "নওগাঁ ও জয়পুরহাট সীমান্ত এলাকায় গরু ও মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।"
উল্লেখ্য, সীমান্ত এলাকাগুলোতে বিজিবির সক্রিয় নজরদারির ফলে সাম্প্রতিক সময়ে মাদক ও চোরাচালান রোধে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। তবুও বিভিন্ন চক্র বারবার সীমান্ত ব্যবহার করে মাদক পাচারের চেষ্টা চালিয়ে যাচ্ছে, যা প্রতিরোধে আরও কঠোর নজরদারির প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
