রবিবার, ১৮ মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
Dhaka Prokash

দুই লাখ ৩০ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট চূড়ান্ত

ছবি: সংগৃহীত

২০২৫-২৬ অর্থবছরের জন্য ২ লাখ ৩০ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) চূড়ান্ত করেছে পরিকল্পনা কমিশন। রোববার (১৮ মে) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এডিপির খসড়া অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের মূল এডিপির আকার ছিল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা, যা সংশোধিত হয়ে দাঁড়ায় ২ লাখ ১৬ হাজার কোটিতে। সেখান থেকে ৩৫ হাজার কোটি টাকা কমিয়ে আগামী অর্থবছরের উন্নয়ন বাজেট নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ব্যয় হবে ১ লাখ ৪৪ হাজার কোটি এবং বৈদেশিক ঋণ থেকে আসবে ৮৬ হাজার কোটি টাকা। এডিপির আওতায় মোট ১ হাজার ১৪২টি প্রকল্পে ২ লাখ ১৫ হাজার ৫১৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

উন্নয়ন বাজেটে বরাবরের মতো এবারও সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতে। এই খাতে বরাদ্দ রাখা হয়েছে ৫৮ হাজার ৯৭৩ কোটি টাকা, যা মোট বাজেটের ২৫.৬৪ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ হাজার ৩৯২ কোটি টাকা (১৪.০৮ শতাংশ) বরাদ্দ পেয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাত। এছাড়া শিক্ষা খাতে বরাদ্দ রাখা হয়েছে ২৮ হাজার ৫৫৭ কোটি টাকা (১২.৪২ শতাংশ), গৃহায়ন ও কমিউনিটি সুবিধা খাতে ২২ হাজার ৭৭৬ কোটি টাকা (৯.৯০ শতাংশ) এবং স্বাস্থ্য খাতে বরাদ্দ ১৮ হাজার ১৪৮ কোটি টাকা (৭.৮৯ শতাংশ)।

এছাড়াও স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে বরাদ্দ রাখা হয়েছে ১৩ হাজার ৪৭২ কোটি, কৃষি খাতে ১০ হাজার ৭৯৫ কোটি, পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ খাতে ১০ হাজার ৬৪১ কোটি টাকা। শিল্প ও অর্থনৈতিক সেবা খাতে বরাদ্দ ৫ হাজার ৩৮ কোটি, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিতে ৩ হাজার ৮৯৪ কোটি, ধর্ম, সংস্কৃতি ও বিনোদনে ৩ হাজার ৬৭৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। জনশৃঙ্খলা ও সুরক্ষা খাতে বরাদ্দ ২ হাজার ৭৭৭ কোটি, সামাজিক সুরক্ষা খাতে ২ হাজার ১৮ কোটি এবং সাধারণ সরকারি সেবা খাতে এক হাজার ৮৭৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রতিরক্ষা খাতে বরাদ্দ মাত্র ৪৭৫ কোটি টাকা।

পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে মোট ২ লাখ ৫৪ হাজার কোটি টাকার প্রকল্পের চাহিদা পাওয়া গিয়েছিল। তবে বাস্তবতা বিবেচনায় এবং অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে বাস্তবায়নযোগ্য প্রকল্পগুলোকেই প্রাধান্য দিয়ে এডিপির আকার নির্ধারণ করা হয়েছে। বরাদ্দ কম হলেও সংশোধিত এডিপির তুলনায় এটি ১৪ হাজার কোটি টাকা বেশি, যা সরকারের উন্নয়ন পরিকল্পনায় গতি আনার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Header Ad
Header Ad

গাজায় ‘ব্যাপক’ স্থল হামলা শুরু করল ইসরায়েল

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ‘ব্যাপক’ স্থল হামলা শুরু করেছে দখলদার ইসরায়েল। রোববার (১৮ মে) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তারা জানায়, ‘অপারেশন গিডিয়ন চ্যারট’-এর অংশ হিসেবে দক্ষিণ কমান্ডের স্থায়ী ও রিজার্ভ সেনারা গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে এই অভিযান চালাচ্ছে।

আইডিএফ-এর বিবৃতিতে বলা হয়, হামাসের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযানের অংশ হিসেবে এই স্থল হামলা পরিচালনা করা হচ্ছে। এই হামলার সমন্বয়ে গত এক সপ্তাহে ইসরায়েলি বিমানবাহিনী গাজায় হামাসের অন্তত ৬৭০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল হামাসের গোপন সেল, সুড়ঙ্গপথ এবং ট্যাংকবিধ্বংসী অবস্থান। ইসরায়েলি বাহিনীর দাবি অনুযায়ী, এ অভিযানে হামাসের একাধিক সদস্য ও অবকাঠামো ধ্বংস করা হয়েছে। তারা আরও জানায়, গাজার কিছু ‘গুরুত্বপূর্ণ অঞ্চল’ এরই মধ্যে তাদের দখলে এসেছে।

ইসরায়েলি বাহিনী জানিয়েছে, ‘অবৈধ বসতি স্থাপনকারীদের রক্ষা করতে’ এই অভিযান প্রয়োজন অনুযায়ী চালিয়ে যাওয়া হবে এবং বিমানবাহিনী এতে সহায়তা করবে।

এদিকে, গত এক সপ্তাহে ইসরায়েলি বিমান হামলায় গাজায় প্রাণ হারিয়েছেন ৫০০-এর বেশি মানুষ, যার মধ্যে অধিকাংশই নারী ও শিশু। যদিও ইসরায়েল বলছে, তারা হামাস সদস্যদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে; বাস্তবে, নিহতদের অধিকাংশই নিরীহ বেসামরিক নাগরিক।

শুধুমাত্র আজ রোববার গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৩৫ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি আক্রমণের ফলে গাজার উত্তরাঞ্চলের সব হাসপাতাল বন্ধ হয়ে গেছে। এতে করে আহতদের যথাযথ চিকিৎসা না মেলায় মৃত্যুহার বেড়ে যাচ্ছে।

জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এরই মধ্যে গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ইসরায়েলের এ ধরনের হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন বলেও মত দিয়েছেন বিভিন্ন বিশ্লেষক ও মানবাধিকারকর্মীরা।

সূত্র: আলজাজিরা

Header Ad
Header Ad

নির্বাচন বিলম্বিত হচ্ছে, দেশও অস্থিরতার দিকে যাচ্ছে: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করেছেন, নির্বাচন যত বিলম্বিত হচ্ছে, দেশ ততই অস্থিরতার দিকে ধাবিত হচ্ছে। রবিবার রাজধানীর গুলশানে হোটেল সারিনায় সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে আয়োজিত এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, সরকার কার্যত এমনভাবে পরিচালিত হচ্ছে যেন তারা একটি নির্বাচিত সরকার। তারা বারবার ‘সংস্কার’ ও ‘ঐক্যমত্য’র কথা বললেও বাস্তবে কোথাও সেই ঐক্যমতের প্রতিফলন দেখা যাচ্ছে না। এই সরকার একটি অন্তর্বর্তীকালীন সরকার হওয়ায় তাদের দায়িত্ব ছিল অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করে ক্ষমতা একটি নির্বাচিত সরকারের হাতে তুলে দেওয়া। কিন্তু বর্তমানে বাংলাদেশ এক অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। সবাই মিলে একসময় স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছিল, অথচ এখন সেই গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে দেশ সরে যাচ্ছে।

তিনি আরও বলেন, জাতি আজ গভীর শঙ্কার মধ্যে রয়েছে। নির্বাচন না দিয়ে সরকার নানা ইস্যুতে মনোযোগ সরিয়ে নিচ্ছে— করিডর, বিনিয়োগ সম্মেলন, বন্দর ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এসব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের কে দিয়েছে?

দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সংক্রান্ত প্রসঙ্গ টেনে তিনি বলেন, আদালতের আদেশ থাকা সত্ত্বেও তা বাস্তবায়ন হচ্ছে না। প্রতিনিয়ত বিভিন্ন ধরনের লোককে দায়িত্ব দেওয়া হচ্ছে, কিন্তু তারা কারা— এ প্রশ্ন ওঠে জনমনে।

সংস্কার প্রসঙ্গে আমীর খসরু বলেন, এটি হতে হবে জনগণের মতামত ও গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিত্তিতে। দলীয় পর্যায়ে নতুন সদস্য সংগ্রহ নিয়ে তিনি বলেন, নতুন সদস্য নেওয়ার ক্ষেত্রে আমরা তার সামাজিক গ্রহণযোগ্যতাকে গুরুত্ব দিচ্ছি। আমরা সংঘাত নয়, বরং একটি স্থিতিশীল ও সহাবস্থানের রাজনীতি চাই। যারা এই রাজনৈতিক ধারা থেকে আমাদের বিচ্যুত করতে চান, তাদের আমরা প্রতিহত করব।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন যেন নিয়মিত রুটিন কার্যক্রমে পরিণত হয় এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হয়। সরকারের প্রতি আস্থার অভাব জাতির জন্য দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, দুই মাস আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে লিখিতভাবে জানানো হয়েছে। এরপরও সরকার যে নাটক করছে, তা মানুষের মনে প্রশ্ন তৈরি করছে।

সবশেষে তিনি বলেন, বন্দরে বিদেশি অপারেটর আনার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জনমত নেওয়া উচিত ছিল। বিনিয়োগের বিষয় ছাড়াও এর সঙ্গে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব জড়িত। সরকার নির্বাচন বাদে সবকিছু করছে, অথচ তাদের এসব সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কে দিয়েছে— এই প্রশ্ন রেখেছেন বিএনপির এই নেতা।

Header Ad
Header Ad

ঢাকা ওয়াসার এমডির দায়িত্বেও দক্ষিণ সিটির প্রশাসক শাহজাহান মিয়া

ছবি: সংগৃহীত

ঢাকা ওয়াসার নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়া।

রোববার (১৮ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আকবর হোসেনের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, মো. শাহজাহান মিয়াকে স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন অনুবিভাগে বদলি করা হয়েছে। তিনি এই দায়িত্বের পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন: ওয়াসার পানিতে পোকা-ময়লা, নগরবাসীর ভোগান্তি চরমে

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।

নতুন দায়িত্ব পাওয়া প্রসঙ্গে মো. শাহজাহান মিয়া গণমাধ্যমকে বলেন, ‘দায়িত্ব পেয়েছি, এবার কাজ শুরু করব। দায়িত্ব পেলে তো অবহেলা করার সুযোগ নেই। সেই দায়িত্ব যেখানেই হোক।’

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

গাজায় ‘ব্যাপক’ স্থল হামলা শুরু করল ইসরায়েল
নির্বাচন বিলম্বিত হচ্ছে, দেশও অস্থিরতার দিকে যাচ্ছে: আমীর খসরু
ঢাকা ওয়াসার এমডির দায়িত্বেও দক্ষিণ সিটির প্রশাসক শাহজাহান মিয়া
টাঙ্গাইলে লেয়ার মুরগির খামারের এক কর্মচারীকে জবাই করে হত্যা
ডেথ ওভারে ডট বলের বিশ্বরেকর্ড করে ইতিহাস গড়লেন মোস্তাফিজ
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সোনা লুট, ঘটনায় জড়িত চার পুলিশ সদস্য
অশ্লীলতা ছড়ানোর দায়ে উপস্থাপিকাকে লিগ্যাল নোটিশ
হিযবুত তাহরীরের সঙ্গে প্রশাসক এজাজের জড়িত থাকার অভিযোগ ভিত্তিহীন: ডিএনসিসি
সমকামিতা-ট্রান্সজেন্ডার প্রমোটে আমাদের বাধা হয়ে দাঁড়াতে হবে : সারজিস
দুই লাখ ৩০ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট চূড়ান্ত
বাংলাদেশি পণ্যে ভারতের নিষেধাজ্ঞা, বাণিজ্যিক ক্ষতির শঙ্কায় ভারতীয় ব্যবসায়ীরা
আমন্ত্রণ পেয়েও ফ্রান্স-স্পেন সফরে যাচ্ছেন না প্রধান উপদেষ্টা
নওগাঁ সীমান্তে মাঠ থেকে মালিকবিহীন ৬০৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার
বেনাপোল কাস্টমস হাউজে কলম বিরতি অব্যাহত, স্বাভাবিক আমদানি-রপ্তানি
ভারতে বিয়ের আসরে হৃদরোগে আক্রান্ত হয়ে বরের মৃত্যু
গাইবান্ধা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সা.সম্পাদক শাহীন
সুড়ঙ্গ থেকে হামাস নেতা সিনওয়ারসহ সহযোগীদের মরদেহ উদ্ধার: রিপোর্ট
শাহজালাল বিমানবন্দরে অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক
আমি বাংলাদেশ ছেড়ে চলে যাব : সালমান মুক্তাদির
নতুন লুকে শাকিব খানের তাণ্ডব শুরু, জয়া আসছেন ভিন্ন চরিত্রে