ভারতে বিয়ের আসরে হৃদরোগে আক্রান্ত হয়ে বরের মৃত্যু

ছবি: সংগৃহীত
ভারতের কর্ণাটক রাজ্যের বাগালকোট জেলার জামখান্ডি শহরে বিয়ের আনন্দঘন পরিবেশ মুহূর্তেই পরিণত হলো চরম বেদনায়। মঙ্গলসূত্র পরানোর কয়েক মিনিটের মধ্যেই বর প্রবীণ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করে মঞ্চেই লুটিয়ে পড়েন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ মে) প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, ২৫ বছর বয়সী প্রবীণের এই আকস্মিক মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়েছেন দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং উপস্থিত অতিথিরা। বিয়ের রীতিনীতির আনুষ্ঠানিকতা চলাকালীন এমন হৃদয়বিদারক ঘটনা কেউ কল্পনাও করতে পারেননি।
বিয়েতে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী জানান, ঘটনার সঙ্গে সঙ্গেই প্রবীণকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা নিশ্চিত করেন। পুলিশ জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এই ঘটনা নতুন নয় ভারতে। তরুণদের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা দিন দিন বাড়ছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে মধ্যপ্রদেশে এক বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করার সময় ২৩ বছর বয়সী এক তরুণী হৃদরোগে আক্রান্ত হয়ে মঞ্চেই মারা যান। আর গত বছরের ডিসেম্বরে উত্তরপ্রদেশের আলিগড়ে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্র দৌড়ের অনুশীলনের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারায়।
