রবিবার, ১৮ মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
Dhaka Prokash

ক্ষুদ্রঋণই ব্যাংকিংয়ের ভবিষ্যৎ : প্রধান উপদেষ্টা

ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, মাইক্রোক্রেডিটই ব্যাংকিংয়ের ভবিষ্যৎ। তিনি মাইক্রোক্রেডিটের জন্য আলাদা আইন করার আহবান জানিয়ে বলেছেন, এনজিও ভাবনা থেকে বেরিয়ে এসে মাইক্রোক্রেডিটকে ব্যাংকিংয়ের ধারণা গ্রহণ করতে হবে। আর এ ধারণা গ্রহণ করেই ঋণগ্রহীতাকে সেবা দিতে হবে।

তিনি আরো বলেন, ‘মাইক্রোক্রেডিট এখনো এনজিও। এই এনজিও থেকে উত্তরণ ঘটাতে হবে। এনজিও পর্যায়ে থেকে গেলে ব্যাংকিং মেজাজ আসবে না। ব্যাংকিং মেজাজে আসতে হলে এটাকে ব্যাংক হতে হবে। মাইক্রোক্রেডিটের জন্য আলাদা আইন করতে হবে।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) নতুন ভবন উদ্বোধনকালে এ কথা বলেন।

গ্রামীণ ব্যাংকের শুরুর সময়কার স্মৃতিচারণা করে প্রফেসর ইউনূস বলেন, ‘আমরা যখন গ্রামীণ ব্যাংক করলাম, তখন আপত্তি উঠল এটাকে ব্যাংক বলা যাবে কি না। আমরা বললাম, আমাদেরটাই প্রকৃত ব্যাংক, তোমাদেরটা লোকদেখানো। ব্যাংক যে শব্দ থেকে উৎপন্ন হয়েছে সেটা হলো ট্রাস্ট, তোমরা যেটা করছো সেটা ডিসট্রাস্ট।

আমাদের ব্যাংকিং মানুষের বিশ্বাসের ভিত্তিতে হয়েছে। জামানতবিহীন ব্যাংক, বিশ্বাসের ভিত্তিতে আমরা টাকা দিই।’
তিনি বলেন, ‘আজ এমন সময় আমরা আলাপ করছি যখন জামানতওয়ালা ব্যাংক, যারা নিজেদের প্রকৃত ব্যাংক বলে দাবি করত তাদের অনেকে আজ হাওয়া। টাকা নিয়ে লোপাট। ব্যাংক শেষ।

প্রধান উপদেষ্টা জানান, নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কে হবে এ নিয়ে শুধু বাংলাদেশ না, যে দেশেই মাইক্রোক্রেডিট হয়েছে সে দেশই সমস্যায় পড়েছে।

তিনি বলেন, ‘আমি তাদের বারবার বলে এসেছি, তোমাদের এত কিছু চিন্তা করতে হবে না। কারণ বাংলাদেশ এর সমাধান দিয়ে দিয়েছে। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি শুধু যে বাংলাদেশের জন্য কাজ করেছে তা না, এটা আন্তর্জাতিকভাবে অনেক দেশের জন্য সহায়ক হয়েছে।’

 

 

Header Ad
Header Ad

বাংলাদেশি পণ্যে ভারতের নিষেধাজ্ঞা, বাণিজ্যিক ক্ষতির শঙ্কায় ভারতীয় ব্যবসায়ীরা

ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য স্থলবন্দর দিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। এতে ক্ষতির আশঙ্কায় পড়েছেন দেশটির উত্তর-পূর্বাঞ্চল ও সীমান্তবর্তী স্থলবন্দরের ব্যবসায়ীরা। সম্প্রতি ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর (ডিজিএফটি) এই নির্দেশনা জারি করে।

নির্দেশনায় জানানো হয়, বাংলাদেশের তৈরি রেডিমেড পোশাক, ফলের স্বাদযুক্ত কার্বনেটেড পানীয়, প্রক্রিয়াজাত খাদ্যসামগ্রী, তুলা ও তুলাজাতীয় বর্জ্য, প্লাস্টিক ও পিভিসি পণ্য, রঙ ও প্লাস্টিসাইজার, কাঠের আসবাবপত্রসহ বেশ কিছু পণ্য ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম এবং পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা ও ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে প্রবেশ করতে পারবে না। তবে এসব পণ্য সমুদ্রবন্দর— যেমন কলকাতা বা মুম্বাইয়ের নাভা শেভা বন্দরের মাধ্যমে আমদানি করা যাবে।

এ নিষেধাজ্ঞা থেকে মাছ, এলপিজি, ভোজ্যতেল এবং চূর্ণ পাথর মুক্ত থাকবে। একইসঙ্গে বাংলাদেশ থেকে নেপাল বা ভুটানে যাওয়া পণ্যের ওপরও নিষেধাজ্ঞা কার্যকর হবে না।

পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, "রেডিমেড পোশাক আমদানির ক্ষেত্রে সবচেয়ে বড় প্রভাব পড়বে। এর ফলে কলকাতা বা মুম্বাই বন্দর ব্যবহার বাধ্যতামূলক হওয়ায় পরিবহন ব্যয় ও সময় অনেক বেড়ে যাবে।"

তিনি জানান, পেট্রাপোল, ঘোজাডাঙ্গা, মহদীপুর- এই বন্দরে এখনো কিছু পণ্যের প্রবেশে অনুমতি থাকলেও চ্যাংড়াবান্ধা ও ফুলবাড়ীর মতো গুরুত্বপূর্ণ স্থলবন্দরে নিষেধাজ্ঞা বাণিজ্যের ওপর বড় ধাক্কা হয়ে এসেছে। এতে কয়েক হাজার শ্রমিক ও বহু লজিস্টিক কোম্পানি ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করছেন তিনি।

বাংলাদেশের পক্ষ থেকেও ভারতীয় তুলা আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ এবং তৃতীয় দেশে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের প্রেক্ষিতে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফলে দুই দেশের মধ্যকার স্থলবন্দরভিত্তিক পণ্যবাণিজ্যে নতুন অনিশ্চয়তা দেখা দিয়েছে।

বাণিজ্য বিশ্লেষকদের মতে, এই নিষেধাজ্ঞাগুলো দীর্ঘমেয়াদে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সীমান্ত অঞ্চলের অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। বিষয়টি নিয়ে দুই দেশের উচ্চপর্যায়ে আলোচনার প্রয়োজন রয়েছে।

Header Ad
Header Ad

আমন্ত্রণ পেয়েও ফ্রান্স-স্পেন সফরে যাচ্ছেন না প্রধান উপদেষ্টা

ছবি: সংগৃহীত

জাতিসংঘের তৃতীয় ওশেন কনফারেন্সে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে ফ্রান্স সরকার।

অন্যদিকে, স্পেন সরকার প্রধান উপদেষ্টাকে জাতিসংঘের ফিন্যান্সিং ফর ডেভলপমেন্ট (এফএফডি৪) কনফারেন্সে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছে। তবে বহুপক্ষীয় দুটি ফোরামে যোগ না দেওয়ায় ফ্রান্স ও স্পেন সফর করা হচ্ছে না সরকারপ্রধানের।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ৯ থেকে ১৩ জুন ফ্রান্সের নিস শহরে তৃতীয় ওশেন কনফারেন্স অনুষ্ঠিত হবে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ওশেন কনফারেন্সে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছেন। প্রধান উপদেষ্টা কনফারেন্সে যোগ দেবেন না। তবে বাংলাদেশ থেকে একটি অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের নেতৃত্বে প্রতিনিধিদল কনফারেন্সে যাবেন।

এ ছাড়া, আগামী ৩০ জুন থেকে ৩ জুলাই স্পেনে জাতিসংঘের ফিন্যান্সিং ফর ডেভলপমেন্ট (এফএফডি৪) কনফারেন্স হবে। ওই কনফারেন্সে যোগ দিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছে স্পেন সরকার। আমন্ত্রণ পেলেও প্রধান উপদেষ্টা কনফারেন্সে যোগ দিচ্ছেন না। বাংলাদেশ কনফারেন্সে প্রতিনিধি পাঠাবে। আশা করা হচ্ছে, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) থেকে একটি প্রতিনিধিদল কনফারেন্সে যাবেন।

ফ্রান্সে প্রধান উপদেষ্টার ওশেন কনফারেন্সে না যাওয়া প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পর কয়েকটি বহুপক্ষীয় ফোরামে যোগ দিতে বিদেশ সফর করেছেন। সেই সফরগুলোতে বাংলাদেশের চাওয়া-পাওয়ার বিষয় বিবেচনায় থাকে। ফ্রান্সের প্রেসিডেন্ট আমন্ত্রণ জানানোর পর বাংলাদেশ কনফারেন্সে যোগ দেওয়ার পাশাপাশি দ্বিপক্ষীয় বৈঠক চেয়েছে। কিন্তু ফ্রান্সের দিক থেকে সম্মতি পাওয়া যায়নি। শুধু একটা কনফারেন্সের যাওয়া তো ঠিক হবে না।

আগামী ৯-১৩ জুন ফ্রান্সের নিস শহরে তৃতীয় ওশেন কনফারেন্স অনুষ্ঠিত হবে। ফ্রান্স ও কোস্টারিকা কনফারেন্সের কো-হোস্টের দায়িত্ব পালন করছে।

স্পেন সফর নিয়ে আরেক কর্মকর্তা জানান, প্রধান উপদেষ্টা স্পেন সফরে যাবেন না। ইআরডি থেকে একটি প্রতিনিধিদল কনফারেন্সে যাওয়ার কথা শুনতেছি।

Header Ad
Header Ad

নওগাঁ সীমান্তে মাঠ থেকে মালিকবিহীন ৬০৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার

ছবি : ঢাকাপ্রকাশ

নওগাঁর পত্নীতলা উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ৬০৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। রোববার (১৮ মে) ভোরে বিশেষ অভিযানে এই মাদকদ্রব্যগুলো মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।

বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কালুপাড়া বিওপি’র টহল কমান্ডার সুবেদার মোঃ আইয়ুব আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৭১/৭-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাদদিঘী গ্রামের একটি মাঠে অভিযান পরিচালনা করে। সেখানে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় ৬০৯ বোতল ভারতীয় ফেন্সিডিল, যার বাজারমূল্য আনুমানিক ২ লাখ ৪৩ হাজার টাকা।

পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, "নওগাঁ ও জয়পুরহাট সীমান্ত এলাকায় গরু ও মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।"

উল্লেখ্য, সীমান্ত এলাকাগুলোতে বিজিবির সক্রিয় নজরদারির ফলে সাম্প্রতিক সময়ে মাদক ও চোরাচালান রোধে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। তবুও বিভিন্ন চক্র বারবার সীমান্ত ব্যবহার করে মাদক পাচারের চেষ্টা চালিয়ে যাচ্ছে, যা প্রতিরোধে আরও কঠোর নজরদারির প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বাংলাদেশি পণ্যে ভারতের নিষেধাজ্ঞা, বাণিজ্যিক ক্ষতির শঙ্কায় ভারতীয় ব্যবসায়ীরা
আমন্ত্রণ পেয়েও ফ্রান্স-স্পেন সফরে যাচ্ছেন না প্রধান উপদেষ্টা
নওগাঁ সীমান্তে মাঠ থেকে মালিকবিহীন ৬০৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার
বেনাপোল কাস্টমস হাউজে কলম বিরতি অব্যাহত, স্বাভাবিক আমদানি-রপ্তানি
ভারতে বিয়ের আসরে হৃদরোগে আক্রান্ত হয়ে বরের মৃত্যু
গাইবান্ধা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সা.সম্পাদক শাহীন
সুড়ঙ্গ থেকে হামাস নেতা সিনওয়ারসহ সহযোগীদের মরদেহ উদ্ধার: রিপোর্ট
শাহজালাল বিমানবন্দরে অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক
আমি বাংলাদেশ ছেড়ে চলে যাব : সালমান মুক্তাদির
নতুন লুকে শাকিব খানের তাণ্ডব শুরু, জয়া আসছেন ভিন্ন চরিত্রে
দেশে ছোঁয়াচে ‘স্ক্যাবিস’ সংক্রমণ বাড়ছে, জেনে নিন সঠিক চিকিৎসা
শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু
ক্ষুদ্রঋণই ব্যাংকিংয়ের ভবিষ্যৎ : প্রধান উপদেষ্টা
ভারতের সঙ্গে টক্কর দিয়ে বাংলাদেশ টিকতে পারবে না: বিজেপি নেতা
ইশরাকের শপথ দাবিতে টানা চতুর্থ দিন নগরভবনের সামনে বিক্ষোভ
৩০৫৭ কবর খোঁড়া শয্যাশায়ী মনু মিয়ার ঘোড়াটি মেরে ফেলল দুর্বৃত্তরা
ইমনের বিস্ফোরক সেঞ্চুরিতে বাংলাদেশের জয়
সৌদি পৌঁছেছেন ৪৯১০৩ জন হজযাত্রী, মৃত্যু আরও একজনের
এনসিপিতে যোগ দিলেন আ.লীগ নেতাসহ ২ শতাধিক ব্যবসায়ী
সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক মমিত ইসলাম