জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশকে ‘বিশেষ উপহার’ পাঠিয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়র ও তার প্রতিষ্ঠিত নেইমার জুনিয়র ইনস্টিটিউট। পলাশের হাতে সেই উপহার তুলে দিয়েছেন নেইমারের পারিবারিক বন্ধু ও প্রবাসী বাংলাদেশি সমাজকর্মী রবিন মিয়া।
সম্প্রতি সেলিব্রিটি ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে ঢাকায় এসেছেন রবিন মিয়া। ঢাকায় অবস্থানকালে অভিনেতা পলাশের সঙ্গে দেখা করেন তিনি। পুরনো পরিচয়ের সুবাদে এই সাক্ষাতে নেইমারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে একটি বিশেষ জার্সি এবং একটি ভিনটেজ ডিজাইনের পানির বোতল সদৃশ স্মারক পলাশকে উপহার দেন।

শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেন পলাশ। ভিডিওতে দেখা যায়, রবিন মিয়া তার হাতে উপহারটি তুলে দেন এবং বোতলের তাৎপর্য ব্যাখ্যা করেন। তিনি জানান, এটি নেইমার জুনিয়র ইনস্টিটিউটের একটি বিশেষ স্মারক, যা ব্রাজিল থেকে সরাসরি ঢাকায় নিয়ে আসা হয়েছে শুধুমাত্র পলাশের জন্য।
রবিন বলেন, "পলাশ এই উপহারটি ডিজার্ভ করে, কারণ সে ব্রাজিল এবং নেইমারের একজন একনিষ্ঠ সমর্থক।" পাশাপাশি তিনি জানান, ভবিষ্যতে কোনো আন্তর্জাতিক ইভেন্টে পলাশকে নেইমারের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ারও ইচ্ছা রয়েছে তার।

উপহার পেয়ে আবেগাপ্লুত অভিনেতা পলাশ বলেন, "আমি নিজেও একটা ফাউন্ডেশন নিয়ে কাজ করি, সেটা রবিন ভাই আগে থেকেই জানতেন। সেই সূত্রে নেইমারও আমার কাজ সম্পর্কে জানতে পেরেছেন এবং খুশি হয়েছেন। বোতলের উপর যেসব শিল্পকর্ম রয়েছে, তা ব্রাজিলের সুবিধাবঞ্চিত শিশুদের হাতে তৈরি। এজন্যই এটি আমার কাছে খুবই স্পেশাল।"
উল্লেখ্য, নেইমার জুনিয়র ইনস্টিটিউট মূলত ব্রাজিলে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষা, স্বাস্থ্য ও খেলাধুলাভিত্তিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক পর্যায়েও সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত রয়েছে। এই ইনস্টিটিউটের সঙ্গে সরাসরি কাজ করছেন বাংলাদেশি সমাজকর্মী রবিন মিয়া।