বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে জামায়াতের শীর্ষ নেতাদের সাক্ষাৎ

লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে জামায়াতের শীর্ষ নেতাদের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে যুক্তরাজ্যের লন্ডনে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনের বাসভবনে গত রোববার (১৩ এপ্রিল) এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “সম্প্রতি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ আবু তাহের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে দেশে ফিরেছেন। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনে সাক্ষাৎ করেন। এ সময় তারেক রহমানও উপস্থিত ছিলেন।”

তবে এই সাক্ষাতে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। এ প্রসঙ্গে মারুফ কামাল খান লেখেন, “খালেদা জিয়ার সঙ্গে জামায়াতের দুই শীর্ষনেতার কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি। এই সাক্ষাৎ রাজনীতির রসায়নে নতুন কোনও ক্রিয়া-প্রতিক্রিয়া সৃষ্টি করবে নাকি নিছক সৌজন্য সাক্ষাৎ হয়েই থাকবে, তা বুঝতে হলে আমাদেরকে চোখ রাখতে হবে সামনের দিকে।”

রাজনৈতিক অঙ্গনে এ সাক্ষাৎ নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকা খালেদা জিয়ার সঙ্গে জামায়াতের শীর্ষ নেতাদের এ সাক্ষাৎ ভবিষ্যৎ রাজনৈতিক মেরুকরণ বা ঐক্য গঠনের ইঙ্গিত দিচ্ছে কিনা—তা নিয়ে আলোচনা চলছে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে।

Header Ad
Header Ad

ইসকন নেতা চিন্ময় দাসের জামিন স্থগিত করল চেম্বার আদালত

ইসকন নেতা চিন্ময় দাস। ছবি: সংগৃহীত

রাষ্ট্রদ্রোহ মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়া প্রাক্তন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

আজ বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এই আদেশ দেন।

এর আগে দুপুরে হাইকোর্টের বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত বেঞ্চ চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দেন এবং তার জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করেন।

তবে বিকেলে রাষ্ট্রপক্ষের পক্ষে অ্যাডভোকেট অন রেকর্ড হেলাল আমীন চেম্বার জজ আদালতে জামিন স্থগিতের আবেদন করেন, যার শুনানি শেষে আদালত হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতের আদেশ দেন।

এই আদেশের ফলে আপাতত চিন্ময় কৃষ্ণ দাস কারামুক্তি পাচ্ছেন না।

Header Ad
Header Ad

সিসিডিবির তিনমাসব্যাপী ক্লাইমেট চেঞ্জ ফ্ল্যাগশিপ ট্রেনিংয়ের সমাপনী অনুষ্ঠিত

ছবি : ঢাকাপ্রকাশ

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করতে সক্ষম জনগোষ্ঠী তৈরীতে খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) তাদের ক্লাইমেট প্রোগ্রামের আওতায় ৭ম বারের মতো তিনমাসব্যাপী একটি ফ্ল্যাগশিপ ট্রেনিং প্রদান করেছে।

আজ বুধবার (৩০শে এপ্রিল) সিসিডিবি ক্লাইমেট সেন্টারে ‘ক্লাইমেট চেঞ্জ এডাপটেশন এন্ড মিটিগেশন’ শীর্ষক এই ফ্ল্যাগশীপ ট্রেনিং এর সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর নিয়াজ আহমেদ খান (পিএইচডি)। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিসিডিবির এক্সিকিউটিভ ডিরেক্টর জুলিয়েট কেয়া মালাকার, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর চন্দন চার্লস গোমেজসহ জলবায়ু পরিবর্তন নিয়ে কর্মরত আরো অনেকেই।

অনুষ্ঠানে ঢাবির উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান বলেন, “জলবায়ু পরিবর্তন এমন একটি বিষয় যা ঠ্যাকাতে প্রতিটি পর্যায়ের সকল প্রতিষ্ঠানের অংশগ্রহণের সুযোগ রয়েছে। এধরণের ফ্ল্যাগশিপ ট্রেনিং জনগণকে দক্ষ করে তুলতে আরো বেশি সহায়তা করবে।”

সিসিডিবির এক্সিকিউটিভ ডিরেক্টর জুলিয়েট কেয়া মালাকার বলেন, “জলবায়ু পরিবর্তন নিয়ে বহু বছর যাবত সিসিডিবি কাজ করছে। এরই অংশ হিসেবে ৭ম বারের মতো আমরা ফ্ল্যাগশীপ ট্রেনিং প্রদান করছি। বৈশ্বিকভাবে আবহাওয়া এবং জলবায়ুর যে বিরূপ প্রভাব দেখা যাচ্ছে তা একদিনে কাটিয়ে ওঠা সম্ভব না। আমরা চেষ্টা করছি এমন একটি জনগোষ্ঠী তৈরী করতে যারা জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকি মোকাবেলায় সক্ষমতা অর্জন করতে পারবে।”

 

ছবি : ঢাকাপ্রকাশ

প্রসঙ্গত, সিসিডিবি অন্যান্য উন্নয়নমূলক কাজের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নিরলস কাজ করে যাচ্ছে। তারই প্রয়াস থেকে চালু করা এই ফ্ল্যাগশিপ ট্রেনিং এর বিশেষত্ব হলো এটি বাংলাদেশের একমাত্র জলবায়ু পরিবর্তন বিষয়ক ট্টেনিং যা অংশগ্রহণকারীদের ক্লাসরুমের বাইরে এনে হাতে কলমে শিক্ষা প্রদান করে থাকে। তিনমাসের এই ট্রেনিং -কে তিনটি ধাপে ভাগ করে প্রতি মাসে একসপ্তাহ জুড়ে অংশগ্রহণকারীরা একত্রিত হয় শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে। এর প্রথম এবং শেষ সপ্তাহ সিসিডিবি ক্লাইমেট সেন্টারে আয়োজন করা হলেও, মাঝের এক সপ্তাহ অংশগ্রহণকারীরা ভ্রমণ করেছিলো জলবায়ু ঝুকিপূর্ণ এলাকা সাতক্ষীরার শ্যামনগর উপজেলায়। সেখানে তারা জলবায়ু পরিবর্তনের রিয়েলটাইম ইমপ্যাক্ট এবং সলিউশন সম্পর্কে হাতেকলমে শিক্ষা গ্রহণ করেছে।

Header Ad
Header Ad

রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকন নেতা চিন্ময় দাসের হাইকোর্টে জামিন

ইসকন নেতা চিন্ময় দাস। ছবি: সংগৃহীত

রাষ্ট্রদ্রোহ মামলায় আটক প্রাক্তন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার (৩০ এপ্রিল) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজা সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে চিন্ময়ের পক্ষে শুনানি করেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক ও আব্দুল জব্বার ভূঁইয়া।

অপূর্ব কুমার ভট্টাচার্য সাংবাদিকদের বলেন, “আজকের জামিন আদেশের ফলে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তিতে আর কোনো বাধা নেই।”

এর আগে গত ৪ ফেব্রুয়ারি হাইকোর্ট চিন্ময়ের জামিন চেয়ে রুল জারি করেছিলেন। আজ রুল নিষ্পত্তি করে তাকে জামিন দেওয়া হলো।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৫ অক্টোবর চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর ৩১ অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়, যেখানে আরও ১৮ জনকে আসামি করা হয়।

পরে ২২ নভেম্বর রংপুরে আরেকটি সমাবেশের পর ২৫ নভেম্বর ঢাকায় চিন্ময়কে গ্রেপ্তার করা হয়। পরদিন তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান আদালত। সেদিন চট্টগ্রাম আদালত চত্বরে আইনজীবীদের সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন।

এরপর থেকে তিনি কারাগারে ছিলেন। চলতি বছরের ২ জানুয়ারি মহানগর দায়রা জজ আদালত জামিন নামঞ্জুর করলে হাইকোর্টে আবেদন করেন চিন্ময় দাস, যার শুনানি আজ শেষ হয়।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ইসকন নেতা চিন্ময় দাসের জামিন স্থগিত করল চেম্বার আদালত
সিসিডিবির তিনমাসব্যাপী ক্লাইমেট চেঞ্জ ফ্ল্যাগশিপ ট্রেনিংয়ের সমাপনী অনুষ্ঠিত
রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকন নেতা চিন্ময় দাসের হাইকোর্টে জামিন
অভিনয়ে প্রথমবারের মতো জুটি হচ্ছেন প্রীতম-জেফার
পুতিন ইউক্রেনে শান্তি চান বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প
প্রতিনিয়ত যুদ্ধের হুমকি, প্রস্তুতি না রাখা আত্মঘাতী: প্রধান উপদেষ্টা ড. ইউনূস
নেত্রকোণায় পুলিশ ডেকে বন্ধুকে ফাঁসিয়ে হবু স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতা গ্রেপ্তার
একটু আদরে আমাকে রাখো: মাহি
ভারতের অন্ধ্রপ্রদেশে মন্দিরের প্রাচীর ধসে ৮ জন নিহত, তদন্তে কমিটি গঠন
হাসিনা কখনও বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: ফখরুল
শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ
সৌদি আরবে পৌঁছেছেন ৩২৬৯ হজযাত্রী
বিএনপি নেতা আমানের ১৩ বছর কারাদণ্ডের সাজা বাতিল
গাজীপুরে ছেলেকে গলা কেটে হত্যার পর থানায় হাজির বাবা
রমনা বটমূলে বোমা হামলা: হাইকোর্টের রায় ৮ মে
রেফারিকে আক্রমণ করে ৬ ম্যাচ নিষিদ্ধ রুডিগার
বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করবেন প্রধান উপদেষ্টা
৪০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আসছে
১৯ দিন পর কারামুক্ত আলোচিত মডেল মেঘনা আলম
কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৪