বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

হাসিনাকে যারা খুনি হতে সাহায্য করেছে, তাদেরও বিচার করতে হবে: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কড়া বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, শুধু শেখ হাসিনার বিচার নয়, তাকে 'খুনি হাসিনা'তে পরিণত করতে যারা ভূমিকা রেখেছে, তাদের বিচারও নিশ্চিত করতে হবে।

বুধবার (২৩ এপ্রিল) রাজধানীর উত্তরায় এক বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। এই কর্মসূচির মূল দাবি ছিল আওয়ামী লীগের বিচার, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা, দলটির সংস্কার, এবং একটি নতুন গণপরিষদের নির্বাচন আয়োজন।

সারজিস আলম অভিযোগ করেন, "খুনি হাসিনার দোসররা আবার ক্ষমতায় ফেরার চেষ্টা করছে। তারা ইতিহাস থেকে 'খুনি' শব্দটিই মুছে ফেলার ষড়যন্ত্র করছে।"
তিনি সতর্ক করে বলেন, যারা গণহত্যা চালিয়েছে, তাদের কোনোভাবেই জাতীয় নির্বাচনে অংশগ্রহণের অধিকার নেই।

জাতীয় নির্বাচনের প্রাক্কালে হাসিনার বিচারের দাবি জানিয়ে সারজিস আলম বলেন, "যদি তারা নির্বাচনে অংশ নিতে চায়, তবে জনগণ গণঅভ্যুত্থানের মাধ্যমে তাদের রুখে দেবে।"

তিনি আরও বলেন, "আমরা আগামী নির্বাচনের আগেই খুনি হাসিনার বিচার দেখতে চাই।"

সংগঠক সারজিস আলম বলেন, যারা শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগ যেন মূল্যহীন না হয়। "দেড় হাজারের বেশি শহীদের জীবনের বিনিময়ে আমরা এই জায়গায় এসেছি। অথচ এখনো কেউ কেউ কেবল নির্বাচনের কথা বলছে—তাদের লক্ষ্য শহীদের রক্ত নয়, কেবল ক্ষমতা।"

তিনি দেশের রাজনৈতিক সংস্কারের জন্য সকলে একসাথে কাজ করার আহ্বান জানান।

Header Ad
Header Ad

প্রেমিকের ফোনে অন্য নারীর বার্তা, ঘুমন্ত অবস্থায় গুলি করে হত্যা তরুণীর

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ঘটেছে এক হৃদয়বিদারক ও রোমহর্ষক ঘটনা। প্রেমিকের ফোনে অন্য নারীর মেসেজ দেখে ক্ষিপ্ত হয়ে ২৩ বছর বয়সী ম্যাডিসন রুকার্ট তাঁর প্রেমিককে ঘুমন্ত অবস্থায় গুলি করে হত্যা করেন। আদালত তাঁকে ৩৫ বছরের কারাদণ্ড দিয়েছেন, যা দুই দফায় কার্যকর হবে—২৫ বছর হত্যার দায়ে এবং ১০ বছর সশস্ত্র অপরাধের জন্য।

ঘটনাটি ঘটেছে ২০২২ সালের ইংরেজি নববর্ষের প্রাক্কালে। প্রেমিক জোনাথন মিলারের (২৪) ফোনে অন্য নারীদের মেসেজ দেখে হত্যার পরিকল্পনা করেন ম্যাডিসন। আদালতের নথি অনুযায়ী, মিলার যখন ঘুমিয়ে ছিলেন, তখন মাথায় গুলি করে তাঁকে হত্যা করেন রুকার্ট। হত্যার পর তিনি গাড়ি চালিয়ে ডালাস কাউন্টিতে যান এবং রাত কাটান জঙ্গলে। পরে এক অপরিচিত ব্যক্তির বাড়িতে গিয়ে পুলিশ ডাকার অনুরোধ করেন এবং আত্মসমর্পণ করেন। তাঁর গাড়িতে একটি হ্যান্ডগান পাওয়া যায়।

জোনাথনের মা অ্যামি কপ ছেলের মৃত্যুর খবরে চরমভাবে হতবাক হন। তিনি জানান, তাঁর ছেলে প্রেমিকার সঙ্গে প্রতারণা করেননি এবং ফোনে পাওয়া মেসেজগুলো যৌনতাপূর্ণ ছিল বলেও তাঁর মনে হয়নি। “সে (মিলার) আমাদের ছেলে, সে ম্যাডিসনের সঙ্গে খুব সুখী ছিল। আমরা তাঁকে পছন্দ করতাম,”—বলেন কপ।

ম্যাডিসনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে দীর্ঘমেয়াদি সাজা দেন। মার্কিন সংবাদমাধ্যম ‘পিপলস ম্যাগাজিন’-এর তথ্য অনুযায়ী, এই ঘটনায় আমেরিকান সমাজে সম্পর্ক ও সহনশীলতার বিষয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

উল্লেখ্য, এর আগেও যুক্তরাষ্ট্রের কলোরাডোতে প্রেমিককে হত্যার দায়ে এক নারী দোষী সাব্যস্ত হন। ফেব্রুয়ারিতে অ্যাশলে হোয়াইট নামের ওই নারী প্রেমিকের এক মন্তব্যে অপমানিত বোধ করে তাঁকে হত্যা করেন। প্রেমিক তাঁর চাকরি পাওয়া নিয়ে মজা করেছিলেন, যা সহ্য করতে না পেরে সে এমন ভয়াবহ সিদ্ধান্ত নেয়।

এই ধরনের ঘটনা সমাজে সহিংস সম্পর্কের পরিণতি এবং মানসিক ভারসাম্য রক্ষার গুরুত্বের বিষয়টি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আইনশৃঙ্খলা বাহিনী এবং মনোবিজ্ঞানীরা বলছেন, সম্পর্কের টানাপোড়েন বা সন্দেহের বিষয়ে আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা সমাজের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে।

Header Ad
Header Ad

অশালীন আচরণের অভিযোগে টাঙ্গাইলে প্রধান শিক্ষককে ‘জুতাপেটা’

ছবি : ঢাকাপ্রকাশ

টাঙ্গাইলের মধুপুরে শিক্ষার্থীদের সাথে অশালীন আচরণের অভিযোগ এনে আব্দুল জব্বার নামে এক প্রধান শিক্ষককে জুতাপেটা ও লাঞ্ছিত করা হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার আকাশি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এই ঘটনা ঘটে। আব্দুল জব্বার ওই বিদ্যালয়েল প্রধান শিক্ষক।

জানা যায়, গত বছর এপ্রিল মাসে যোগদান করেন আব্দুল জব্বার। বুধবার দুপুরে হঠাৎ করেই বহিরাগত বিক্ষুব্ধ একদল নারী তার কক্ষে প্রবেশ করে তার উপর আক্রমণ চালিয়ে জুতাপেটা করাসহ লাঞ্ছিত করে।

এসময় সহকারী শিক্ষিকা সাজেদা বেগমসহ কয়েকজন তাদের হাত থেকে প্রধান শিক্ষককে রক্ষা করার চেষ্টা করলে তাদের উপরও ক্ষিপ্ত হন আক্রমণকারীরা। প্রধান শিক্ষকের বিচার ও শাস্তি দাবি করা হয়।

হামলায় অংশ নেওয়া শিক্ষার্থীদের বিক্ষুব্ধ অভিভাবক জাহিন, সুমি ও ঝুমা বেগম বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার পড়ানোর সময় আমাদের মেয়ের স্পর্শকাতর স্থানে স্পর্শ করেছে। তাই তার বিচার ও শাস্তির দাবি করছি।

সহকারী শিক্ষক সাজেদা বেগম বলেন, আমি বিষয়টি সকালেই জানতে পেরে স্যারকে জানিয়ে ছিলাম। স্যার তখন অফিস কক্ষেই ছিলেন। আমরা কিছু বুঝে ওঠার আগেই হামলাকারীরা অফিসে প্রবেশ করে হামলা করেন। একপর্যায়ে জুতা দিয়ে পেটাতে থাকেন। আমরা অনেক কষ্টে তাকে হামলাকারীদের হাত থেকে উদ্ধার করি।

এরপর খবর পেয়ে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

এসম তিনি বিক্ষুব্ধ অভিভাবকদের শান্ত করে বলেন, তদন্তে সাপেক্ষে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান শিক্ষক আব্দুল জব্বার বলেন, আমার মেয়েকে স্থানীয় এক যুবক উত্যক্ত করতো। তাকে বিভিন্ন সময়ে বুঝানো হয়েছে। কথা না শুনায় তাকে শাসন করা হয়েছিল। সেই ছেলে ষড়যন্ত্র করে এই ঘটনা ঘটিয়েছে।

তিনি আরও বলেন, তদন্ত করলে সত্য ঘটনা বেরিয়ে আসবে। আমি শিক্ষার্থীদের সন্তানের মতো দেখি। সে ভাবেই আদর-শাসন করি। তদন্ত করে সঠিক বিষয়টি বের করার জন্য উর্ধ্বতনদের আহবান জানাচ্ছি।

এ বিষয়ে মধুপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম বলেন, বিষয়টি জেনে সহকারী শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম ও নাজমুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়। তাদের তথ্যের ভিত্তিতে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, পরবর্তীতে এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে লিখিতিভাবে রিপোর্ট দেওয়া হবে।

Header Ad
Header Ad

টানা তিন দিনের ছুটিতে ঢাকায় তিন দলের সমাবেশ

ছবি: সংগৃহীত

টানা তিন দিনের সরকারি ছুটি শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (১ মে)। শ্রমিক দিবস, সাপ্তাহিক ছুটি ও ছুটির মিলিয়ে রাজধানী ঢাকায় এবার ছুটির মধ্যেও সমাবেশ করবে তিনটি দল। এই ছুটির সময় তিনটি রাজনৈতিক ও ধর্মভিত্তিক সংগঠন পৃথকভাবে রাজধানীতে বড় আকারের জনসমাবেশের ঘোষণা দিয়েছে। এতে করে জনসমাগম, যানজট ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে প্রশাসনের পক্ষেও।

ছুটির প্রথম দিন বৃহস্পতিবার, আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নয়াপল্টনে বড় পরিসরে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দুপুর ২টায় শুরু হতে যাওয়া এই সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ। জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এই কর্মসূচিতে ঢাকার পাশাপাশি আশপাশের জেলা—নারায়ণগঞ্জ, গাজীপুর ও টাঙ্গাইল থেকেও বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে।

পরের দিন শুক্রবার (২ মে), বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আওয়ামী লীগের বিচার দাবি, দলটির নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আয়োজিত এ সমাবেশ ঢাকা মহানগর শাখার উদ্যোগে অনুষ্ঠিত হবে। এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, এ সমাবেশে প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষের সমাগম হতে পারে। ফলে বায়তুল মোকাররম ও আশপাশের এলাকায় জনসমাগম এবং আইনশৃঙ্খলা রক্ষায় চ্যালেঞ্জ দেখা দিতে পারে।

ছুটির শেষ দিন শনিবার (৩ মে), রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি প্রায় এক মাস ধরেই এই মহাসমাবেশের প্রস্তুতি নিচ্ছে। তাদের প্রধান দাবি—নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা প্রায় ৩০০টি মামলা প্রত্যাহার। এছাড়াও, ২০১৩ সালের ৫ মে’র শাপলা চত্বরের ঘটনা, ২০২১ সালের মার্চ, ২০২৪ সালের বিভিন্ন ঘটনায় ‘নিহতদের হত্যাকাণ্ডের বিচার’, নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল, সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপনসহ ফিলিস্তিন ও ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদ—এসব বিষয়ও আলোচনায় স্থান পাবে।

এই তিনটি বড় সমাবেশ ঘিরে ঢাকার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে জনসমাগম, ট্রাফিক ব্যবস্থা ও নিরাপত্তা ইস্যুতে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলো নিরাপত্তা ও ট্রাফিক পরিকল্পনা গ্রহণ শুরু করেছে। যদিও ছুটির দিন হওয়ায় কিছুটা ফাঁকা থাকবে নগরবাসীর চলাচল, তবে তিনটি বড় কর্মসূচির জন্য বিভিন্ন অঞ্চল থেকে আগত মানুষের ঢল ঢাকায় জনজট সৃষ্টি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

প্রেমিকের ফোনে অন্য নারীর বার্তা, ঘুমন্ত অবস্থায় গুলি করে হত্যা তরুণীর
অশালীন আচরণের অভিযোগে টাঙ্গাইলে প্রধান শিক্ষককে ‘জুতাপেটা’
টানা তিন দিনের ছুটিতে ঢাকায় তিন দলের সমাবেশ
অপরিবর্তিত থাকার পর এবার দেশে কমলো জ্বালানি তেলের দাম
বিএনপি ক্ষমতাসীন হলে খেটে খাওয়া মানুষের কল্যাণের প্রত্যয় তারেক রহমানের
মিরাজের নৈপুণ্যে ইনিংস ব্যবধানে জয় বাংলাদেশের
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নিয়ে যা জানা গেল
আদানির বিদ্যুৎ আমদানিতে ৪০ কোটি ডলার কর ফাঁকি: দুদকের অনুসন্ধান শুরু
অভিনেতা সিদ্দিকের ৭ দিনের রিমান্ড 
ইসকন নেতা চিন্ময় দাসের জামিন স্থগিত করল চেম্বার আদালত
সিসিডিবির তিনমাসব্যাপী ক্লাইমেট চেঞ্জ ফ্ল্যাগশিপ ট্রেনিংয়ের সমাপনী অনুষ্ঠিত
রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকন নেতা চিন্ময় দাসের হাইকোর্টে জামিন
অভিনয়ে প্রথমবারের মতো জুটি হচ্ছেন প্রীতম-জেফার
পুতিন ইউক্রেনে শান্তি চান বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প
প্রতিনিয়ত যুদ্ধের হুমকি, প্রস্তুতি না রাখা আত্মঘাতী: প্রধান উপদেষ্টা ড. ইউনূস
নেত্রকোণায় পুলিশ ডেকে বন্ধুকে ফাঁসিয়ে হবু স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতা গ্রেপ্তার
একটু আদরে আমাকে রাখো: মাহি
ভারতের অন্ধ্রপ্রদেশে মন্দিরের প্রাচীর ধসে ৮ জন নিহত, তদন্তে কমিটি গঠন
হাসিনা কখনও বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: ফখরুল
শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ