ধানমন্ডিতে ‘সুরভি’ পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

সুরভি’ পরিদর্শন করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডা. জুবাইদা রহমান। ছবি: সংগৃহীত
সামাজিক উন্নয়নমূলক কাজে নিজেকে যুক্ত রাখার ধারাবাহিকতায় আবারও ধানমন্ডির শিশু-কিশোরদের আশ্রয় ও শিক্ষা প্রতিষ্ঠান ‘সুরভি’ পরিদর্শন করেছেন ডা. জুবাইদা রহমান, যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও একজন চিকিৎসক হিসেবে পরিচিত।
মঙ্গলবার (২৭ মে) দুপুরে তিনি সুরভি প্রাঙ্গণে পৌঁছালে, প্রতিষ্ঠানটির শিশু-কিশোররা তাকে প্রাণভরে স্বাগত জানায়। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই শিশুদের উল্লাসে মুখর হয়ে ওঠে পরিবেশ।
এই পরিদর্শন ছিল ডা. জুবাইদা রহমানের জন্য অনেকটা আবেগময়। কারণ, সুরভি প্রতিষ্ঠা করেছিলেন তার মা সৈয়দা ইকবাল মান্দ বানু, ১৯৭৯ সালে, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষা ও ভালো জীবনের আলো ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে।
এর আগে চলতি মাসের শুরুতে, ৬ মে রাত দশটায় লন্ডন থেকে ফেরার পরপরই তিনি সুরভি পরিদর্শন করেন। সেবারও শিশুদের উষ্ণ অভ্যর্থনায় আপ্লুত হয়েছিলেন তিনি। দীর্ঘ প্রবাস জীবনের পর এই প্রাণময় সংযোগ তার হৃদয়ে ছাপ রেখে যায় বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।
‘সুরভি’ দীর্ঘদিন ধরে সমাজের অবহেলিত শিশু-কিশোরদের শিক্ষিত ও মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করছে। প্রতিষ্ঠানের শুরু থেকে এখন পর্যন্ত এর সঙ্গে নিবিড়ভাবে যুক্ত রয়েছে জুবাইদা রহমানের পরিবার।
