ইমাম-খতিবদের বেতন ২০১৫ সালের পে-স্কেল অনুযায়ী দিতে অর্থ মন্ত্রণালয়ে চিঠি

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি: সংগৃহীত
সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা সরকারি প্রতিষ্ঠানে কর্মরত ইমাম ও খতিবদের বেতন যেন ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী প্রদান করা হয়, সে লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
রোববার (২৯ জুন) ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় হিফজুল কোরআন ও সীরাত প্রতিযোগিতা এবং প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, “আমরা ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি, যাতে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ইমাম-খতিবরা ২০১৫ সালের পে-স্কেল অনুযায়ী ন্যায্য বেতন পান। এমনকি ওয়াক্ফভুক্ত মসজিদগুলোতেও একই নিয়মে বেতন প্রদানের প্রক্রিয়া শুরু করা হবে।”
ধর্ম উপদেষ্টা আরও বলেন, “যেহেতু সামনে নির্বাচন, তাই ফেব্রুয়ারির পর হয়তো আমি থাকব না। তবে যাওয়ার আগে ইসলামিক ফাউন্ডেশন, ধর্ম মন্ত্রণালয় ও ওয়াক্ফের কার্যক্রমে যে অনিয়ম রয়েছে, তা সংস্কার করে যেতে চাই।” তিনি জানান, ওয়াক্ফের জমিজমা বা সম্পত্তি সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে এবং পুরো ওয়াক্ফ ব্যবস্থাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসা হবে।
হজ ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, “সুন্দর ও সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ধর্ম মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়েছেন। আগামী বছর থেকে হজের সহযোগীদের জন্য কিছু সুযোগ-সুবিধা পুনর্বিন্যাস করা হবে। খাবার, চিকিৎসা ও পরিবহন ফ্রি দেওয়া হলেও কোনো ধরনের অ্যালায়েন্স দেওয়া হবে না।"
উপদেষ্টা আশা প্রকাশ করেন, এই উদ্যোগগুলোর মাধ্যমে ধর্মীয় সেবাখাতে স্বচ্ছতা, জবাবদিহি এবং সম্মানজনক কাঠামো গড়ে তোলা সম্ভব হবে।
