শনিবার, ৩ মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

তারেক রহমানই দেশের দায়িত্ব নিয়ে সংস্কার করবেন: আব্দুস সালাম পিন্টু

ছবি: সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু বলেছেন, অনেক আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা সংস্কারের ঘোষণা দিয়েছেন। সেখানে শিক্ষা থেকে শুরু করে প্রতিটি গুরত্বপূর্ণ বিষয়ই তুলে ধরা হয়েছে। তারপরও কেউ কেউ নির্বাচনের আগে সংস্কার দাবি করছে। আগামীতে তারেক রহমানই দেশের দায়িত্ব নিয়ে সংস্কার করবেন।

বুধবার (১৬ এপ্রিল) বিকালে টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির মনোনয়নের জন্য অনেকেই দৌঁড়ঝাপ শুরু করেছেন। যাদের বিরুদ্ধে বিন্দুমাত্র অভিযোগ আছে, তাদের জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন দেওয়া হবে না। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী বাছাই শুরু করেছেন। যাদের জন সমর্থন আছে, সেই সমস্ত ক্লিন ইমেজের ত্যাগী নেতাদের আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন দেয়া হবে।

এ সময় টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতির সভাপতি জহুর আহমেদ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এসএম ফাইজুর রহমান, বার সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রতন, বার সমিতির সাবেক সভাপতি সরকারি কৌশুলি (পিপি) শফিকুল ইসলাম রিপন, বার সমিতির সাবেক সভাপতি আব্দুস সালাম চাকলাদার, মাইদুল ইসলাম শিশির, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

Header Ad
Header Ad

মালয়েশিয়ায় পামওয়েল কারখানায় বিস্ফোরণ, বাংলাদেশিসহ দগ্ধ ৪

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের কোয়ালা সেলাঙ্গরের বেস্তারি জয়া এলাকায় একটি পামওয়েল কারখানায় স্টিম বয়লার বিস্ফোরণের ঘটনায় একজন বাংলাদেশিসহ চারজন শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার (৩ মে) সকালে ঘটে এই দুর্ঘটনা, যা নিশ্চিত করেছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম সিনার হারিয়ান।

সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের সহকারী পরিচালক (অপারেশনস) আহমদ মুখলিস মুখতার জানান, সকাল ৮টা ৫৫ মিনিটে জরুরি কল পাওয়ার পর দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। বয়লারটি পানি গরম করার সময় হঠাৎ বিস্ফোরিত হয়, যার ফলে ঘটনাস্থলেই আগুন ধরে যায় এবং চারজন শ্রমিক আগুনে দগ্ধ হন।

দগ্ধদের মধ্যে একজন বাংলাদেশি, দুইজন নেপালি ও একজন মালয়েশিয়ান নাগরিক রয়েছেন। তাদের বয়স ২৭ থেকে ৩৮ বছরের মধ্যে, তবে তাৎক্ষণিকভাবে কারও নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

আহতদের দ্রুত উদ্ধার করে তানজুং কারং হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে হাসপাতালে রেড জোনে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিস্ফোরণের সঠিক কারণ উদঘাটন এবং কারখানার ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

Header Ad
Header Ad

কুবিতে আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা শুরু ৭ মে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

পূর্বে নির্ধারিত তারিখ (৭ মে) থেকেই শুরু হতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ‘আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা-২০২৫’। শনিবার (০৩ মে) বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কার্যালয়ের উপ-পরিচালক মনিরুল আলম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, পূর্বে উল্লিখিত তারিখ ও সময় অনুসারে অনুষ্ঠিত হবে। খেলাগুলো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হবে এবং নির্ধারিত সময়সূচি অনুসারে প্রতিযোগিতা পরিচালিত হবে।

মনিরুল আলম বলেন, 'খেলা যাতে সুন্দরভাবে সম্পন্ন হয় এবং সবার সহযোগিতা কামনা করছি।'

ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ সোহরাব উদ্দীন বলেন, আমাদের সবাই একটি দায়িত্বশীল আচরণ করতে হবে। আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে মেনে নিতে হবে। আমরা চেষ্টা করবো গতবারের থেকেও ভালো খেলা উপহার দিতে। আমাকেও বলেছে বড় একটি দায়িত্ব নেওয়ার জন্য।

উল্লেখ্য, গত ০১ মে এক বিজ্ঞপ্তির মাধ্যমে 'অনিবার্য কারণে' স্থগিত করা হয়েছিল টুর্নামেন্টটি।

Header Ad
Header Ad

উত্তেজনার মধ্যেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো পাকিস্তান

ছবি: সংগৃহীত

জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলা ঘিরে ভারতের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মাঝে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। শনিবার পাকিস্তানের সামরিক বাহিনী সাড়ে ৪০০ কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর দাবি করেছে।

পাকিস্তানের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে সামরিক বাহিনী। এই ক্ষেপণাস্ত্র ৪৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। আবদালি অস্ত্র ব্যবস্থা (এডব্লিউএস) নামের এই ক্ষেপণাস্ত্রটি ‘ইন্দুস’ সামরিক মহড়ার অংশ হিসেবে উৎক্ষেপণ করা হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ।

কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর যখন ভারত-পাকিস্তান সম্পর্ক চরম উত্তেজনাকর পর্যায়ে, ঠিক সেই মুহূর্তে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। শনিবার (৩ মে) দেশটির সামরিক বাহিনী ৪৫০ কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম ‘আবদালি অস্ত্র ব্যবস্থা (এডব্লিউএস)’ নামের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে।

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ‘ইন্দুস’ সামরিক মহড়ার অংশ হিসেবে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে। পাকিস্তান দাবি করছে, এটি তাদের অস্ত্রভাণ্ডারের উন্নত প্রযুক্তির সক্ষমতা এবং সামরিক প্রস্তুতির প্রমাণ।

এই উৎক্ষেপণের সময়টা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর চালানো হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। ভারত হামলার জন্য পাকিস্তানকে দায়ী করছে, যদিও ইসলামাবাদ তা অস্বীকার করেছে।

এনডিটিভি জানিয়েছে, এই পরীক্ষা ভারতের কাছে ‘গুরুতর উসকানি’ হিসেবে বিবেচিত হতে পারে। বিশেষজ্ঞদের মতে, এমন সময় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কৌশলগতভাবে উত্তেজনা আরও বাড়াতে পারে।

পাকিস্তান সরকারের বিবৃতিতে বলা হয়েছে, এই পরীক্ষা দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় সামরিক বাহিনীর সম্পূর্ণ প্রস্তুতি এবং কৌশলগত সক্ষমতার অংশ। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাপ্রধানরা ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে স্বাগত জানিয়ে বলছেন, পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থায় তারা আস্থা রাখেন।

এর আগে ভারত-পাকিস্তানের সীমান্তে গোলাগুলি, পানিচুক্তি বাতিল, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন এবং বাণিজ্যিক নিষেধাজ্ঞার মতো একাধিক পদক্ষেপ দুই দেশের মধ্যে উত্তেজনাকে ঘনীভূত করেছে।

উল্লেখ্য, পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে ভারত শিগগিরই সামরিক হামলা চালাতে পারে। তবে সেই সময়সীমা পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত সরাসরি কোনো আক্রমণ ঘটেনি।

কাশ্মীর ইস্যু ঘিরে ভারত ও পাকিস্তান অতীতে দুইবার যুদ্ধে জড়িয়েছে। আবারও একটি সংঘাতের আশঙ্কায় ভারতীয় উপমহাদেশের পরিবেশ উদ্বেগজনক হয়ে উঠেছে। আন্তর্জাতিকভাবে এই পরিস্থিতি শান্ত করতে উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ায় পামওয়েল কারখানায় বিস্ফোরণ, বাংলাদেশিসহ দগ্ধ ৪
কুবিতে আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা শুরু ৭ মে
উত্তেজনার মধ্যেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো পাকিস্তান
রাতেই ঢাকাসহ ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
এবার পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত
মধ্যরাতে সরিয়ে দেওয়া হলো খালেদা জিয়ার ফ্লাইটের দুই কেবিন ক্রুকে
ফেরেশতা এলেও কয়েক মাসে এ দেশকে ঠিক করতে পারবে না: সমাজকল্যাণ উপদেষ্টা
ছাত্র-জনতার আন্দোলনে হামলা, টাঙ্গাইলে আ’লীগ নেতা বাবা-ছেলে গ্রেফতার
এবার উটের দুধের ব্যবসায় নামছেন মিষ্টি জান্নাত
বিতর্কিত সাংবাদিক ময়ূখকে গ্রেফতারের দাবিতে উত্তাল কলকাতা (ভিডিও)
২০১৩ সালে শাপলা চত্বরে অন্তত ৫৮ জন নিহত হন: উপ-প্রেস সচিব
মহাসমাবেশ থেকে হেফাজতের নতুন কর্মসূচি ঘোষণা
বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
হাসিনার মতো ভুল করবেন না, ড. ইউনূসকে হেফাজতের সতর্কবার্তা
ভারতের গোয়ায় পদদলিত হয়ে নিহত ৭
তিন দেশে ৪টি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, সঙ্গে থাকবেন মেসিও
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের আহ্বান জানালেন তারেক রহমান
পাকিস্তান সেনাবাহিনী প্রস্তুত, ভারতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
সরকারি সফরে কাতার গেলেন সেনাপ্রধান
ইসরাইলি হত্যাযজ্ঞ থামছেই না, হামলায় নিহত ৪৩