মঙ্গলবার, ৭ মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১
Dhaka Prokash

আবীর হাসানের গার্মেন্টস কর্মী থেকে ফ্রিল্যান্সার হওয়া গল্প

আবীর হাসান একজন সফল ফ্রিল্যান্সার। ফাইভার ও আপওয়ার্কে যার অবস্থান এখন টপ রেটেড। গাজীপুর জেলায় অ্যাডভান্স লেভেলের সর্বপ্রথম আইটি ফার্ম ডিজিটাল এক্সপার্ট ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা, যা এখন আবীর হাসান আইটি ট্রেনিং সেন্টার গাজীপুর নামে পরিচিত। বাংলাদেশের সফল ফ্রিল্যান্সারদের এগিয়ে যাওয়ায় তালিকার মধ্যে আবীর হাসান একটি নাম।

মাত্র ২৫ বছর বয়সে কীভাবে একজন সফল ফ্রিল্যান্সার হলেন- জানতে চাইলে আবীর হাসান বলেন, ছোটবেলা থেকেই আমার আইটির দিকে আগ্রহ ছিল বেশি। মোবাইলের সেটিং জনিত কোনো সমস্যা হলেই গ্রামের মানুষ আমার কাছে নিয়ে আসত, খুব অল্প সময়েই আমি সমাধান করে দিতে পারতাম। যার প্রতিফলন আইটি আছে এমন ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া এবং কম্পিউটার সায়েন্সে লেখা পড়া করা। কিন্তু কালক্রমে লেখাপড়ার পাশাপাশি সেই আগ্রহটাই যে আমাকে একজন সফল ফ্রিল্যান্সার করে তুলবে তা কখনোই ভাবতে পারিনি। ২০১৬ থেকে ২০১৯ এর জানুয়ারির শুরু পর্যন্ত গার্মেন্টস এর বিভিন্ন পদে চাকরি করে নিজের খরচ বহন করতে হয়েছে। এখন আলহামদুলিল্লাহ আমার মাধ্যমে কর্মসংস্থান হয়েছে ৫০ জনের বেশি মানুষের।

তিনি জানান, প্রচুর শ্রম ধৈর্য আর ইচ্ছাশক্তির দ্বারাই ফ্রিল্যান্সার হয়েছেন তিনি। উৎসাহ দেওয়ার মতো ছিল না কেউ। প্রথমে একজন তুর্কি ব্যবসায়ীর ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে কাজ করতেন। ২০১৯ সালে নিজের ফাইবার অ্যাকাউন্ট খোলেন আবীর হাসান নামে। ফাইবার সহ বিভিন্ন সাইটে অল্প অল্প কাজ করার পাশাপাশি নিজের স্কিল বাড়াতে থাকেন তিনি। গত তিন বছরে পেয়েছেন অবিস্মরণীয় সাফল্য, কাজ করছেন ফেসবুক এবং আরও বেশ কিছু বিশ্ব বিখ্যাত প্রতিষ্ঠানের সঙ্গে।

আবীর হাসান আরও জানান, অনেক শ্রম এবং খুবই ধৈর্যের সঙ্গে কাজ শিখেছেন তিনি । প্রতিদানস্বরূপ তিনি এখন ভালো একজন ব্লকচেইন ডেভেলপার, ইথিক্যাল হ্যাকিং ও ডিজিটাল মার্কেটিং সহ রয়েছে গুরত্বপূর্ণ ৮টি স্কিল। যার কারণে সফল ফ্রিল্যান্সার হয়েছেন তিনি।

আবীর হাসান বলেন, বর্তমান সময়ে প্রতিটি জেলাতেই গড়ে উঠছে ফ্রিল্যান্সিং বেইজড আইটি ফার্ম। ২০১৯ সালের ডিসেম্বরে ডিজিটাল এক্সপার্ট ইনস্টিটিউট নামে একটি আইটি ফার্ম গঠন করেছি সারাদেশে কয়েকজন অভিজ্ঞ ফ্রিল্যান্সার মিলে। সবার অনেক উৎসাহ পেয়েছি। এটির সফলতায় অর্জিত হবে প্রচুর বৈদেশিক মুদ্রা, কর্মসংস্থান হবে অনেকের।

সংযুক্ত আরব আমিরাত ও আমেরিকায়ও আইটি ফার্ম গঠন করার বেশ ইচ্ছা রয়েছে আবীরের।

তিনি বলেন, সফলতা এত সহজে আসেনি। সারাদিনের পরিশ্রমের পর সারারাত চলত একজন ক্লায়েন্টের জন্য অপেক্ষা। এখন ক্লায়েন্ট আমাকে খুঁজে বের করে। আমি নিজেকে ব্র্যান্ড হিসেবে পরিচিত করতে চেয়েছি এবং আল্লাহর অশেষ রহমতে আমি আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি।

এখন আমি এক মাসে যা আয় করি তা অনেক পেশার মানুষের ছয় মাসের আয়ের থেকেও বেশি। এটা আমি দেশ বা বিদেশ যেকোনো জায়গায় থেকেই করতে পারি, যেটা তাদের বেলায় নেই। এটাই মূলত ভালো স্কিল বা ফ্রিল্যান্সারদের মধ্যে বিরাট ব্যবধান।

নতুন ফ্রিল্যান্সার বা যারা নতুন ফ্রিল্যান্সিং করতে ইচ্ছুক তাদের উদ্দেশে তিনি বলেন, ফ্রিল্যান্সিংই হলো বাংলাদেশের ভবিষ্যৎ আর তরুণরা হলো এর অন্যতম উত্তরসূরি। ফ্রিল্যান্সিং জীবন গড়ে নেওয়ার এক বিরাট প্ল্যাটফর্ম । বর্তমান তরুণ প্রজন্ম এবং ভবিষ্য তরুণ প্রজন্ম এই প্ল্যাটফর্মে আসা যতটা দেরিতে হবে আফসোসটাও ততো ভারিই হবে। বাস্তবতা অনুভব করে নিজেকে সময়ের সাথে বদলাতেই হবে, নইলে সেই সময় আপনার নয়। ইচ্ছাশক্তিই যথেষ্ট সময়কে নিজের করতে। তাই স্কিল শিখতে হবে। মেধা, শ্রম আর সময় দিয়ে নিজের স্কিল বাড়াতে হবে। আয় হবে প্রচুর বৈদেশিক মুদ্রা, কর্মসংস্থান হবে নিজের। শুধু নিজের না, হয়তো একদিন আপনিও পারবেন আপনার মতো হাজার জনের কর্মসংস্থান তৈরী করার সুযোগ সৃষ্টি করতে। ধৈর্য্য আর নিষ্ঠা এবং অধ্যাবসায়ের সাথে কাজে লেগে থাকতে হবে, তাহলেই একজন সফল ফ্রিল্যান্সার হওয়া যাবে।

এসএন

Header Ad

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি: সংগৃহীত

বিখ্যাত মার্কিন পত্রিকা টাইম ম্যাগাজিনের প্রকাশিত স্বাস্থ্যক্ষেত্রে অবদান রাখা ১০০ প্রভাবশালীর তালিকায় স্থান করে নিয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তাকে ডিজিজ ফাইটার হিসেবে উল্লেখ করা হয়েছে তালিকায়।

বর্তমানে তিনি মানিকগঞ্জ-৩ (মানিকগঞ্জ সদর এবং সাটুরিয়া) আসনের সংসদ সদস্য। গত ২ মে তালিকাটি প্রকাশ করা হয়।

টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে জাহিদ মালেকের ব্যাপারে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হিসেবে জাহিদ মালেকের পাঁচ বছর বিতর্কমুক্ত ছিলেন না। করোনা মহামারি নিয়ে তার প্রাথমিক পদক্ষেপ নিয়ে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। এরপর তিনি একটি কার্যকর টিকাদান কর্মসূচি সম্পাদন করেন। যার ফলে ঘনবসতিপূর্ণ দক্ষিণ এশীয় দেশটিতে মাথাপিছু মৃত্যুর সংখ্যা প্রতিবেশী ভারতের তুলনায় অর্ধেকেরও কম ছিল। জানুয়ারিতে দায়িত্ব ছেড়ে দেওয়া সত্ত্বেও, মালেক তার সাড়ে ১৭ কোটি দেশবাসীর উন্নতির জন্য প্রশংসিত হচ্ছেন।

মার্কিন সাময়িকীটি জানায়, ২০২৩ সালে বিশ্বে প্রথম দেশ হিসেবে কালাজ্বর নির্মূল করে আলোচনায় আসে বাংলাদেশ। এটি মাছি দ্বারা সংক্রামিত একটি রোগ, যা চিকিৎসা না করা হলে ৯৫ শতাংশ ক্ষেত্রে মৃত্যু হয়। একই বছর বাংলাদেশ লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিস, মশা দ্বারা সংক্রামিত একটি দুর্বল পরজীবী রোগ নির্মূল করতে সফল হয়েছে। এই জোড়া সাফল্যের মাধ্যমে ইতিহাসের প্রথম জাতি হিসেবে বাংলাদেশ এক বছরে দুটি অসংক্রামক রোগ নির্মূল করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, শিশুমৃত্যুর হার ব্যাপকভাবে কমানোর জন্য জাহিদ মালেক বাংলাদেশে হলুদের মধ্যে সিসার উপাদান কমানোর প্রচেষ্টার নেতৃত্ব দিয়েছিলেন। বিষয়টি জন্য ডব্লিউএইচওর দ্বারা সম্মানিতও হয়েছেন জাহেদ মালেক।

তৃতীয় বিয়ের আলোচনার মধ্যে ‘তুফান’ নিয়ে হাজির শাকিব খান

ছবি: সংগৃহীত

বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকাই সিনেমার সুপারস্টার খ্যাত শাকিব খানের তৃতীয় বিয়ের গুঞ্জন চলছে। তবে কবে আর কাকে বিয়ে করতে যাচ্ছেন সেটা আড়ালেই রেখেছেন কিং খান। আর এর মধ্যেই ‘তুফান’-এর অফিশিয়াল টিজার প্রকাশ করেছে চরকি। রায়হান রাফি পরিচালিত এ সিনেমায় অন্য এক রূপে ধরা দিয়েছেন ঢালিউড সুপারস্টার।

মঙ্গলবার ( ৭ মে) বিকেল ৫টা ১৫ মিনিটে প্রকাশ পাওয়া ১ মিনিট ২২ সেকেন্ডের টিজারে দেখা যাচ্ছে, পুরো সিনেমাই অ্যাকশন আর রহস্যে ভরা।

টিজারে দেখা যাচ্ছে, বন্দুক হাতে এন্ট্রি নেন শাকিব। এসময় তাকে বলতে শোনা যায়, পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলে দিব। সে যা চাইবে পাইবে, যা করিতে চাইবে, করিবে। তাহাকে কোনো কিছুতেই বাঁধা দেওয়ার এখতিয়ার কেউ রাখিবে না। আর এর ব্যত্যয় ঘটিলে.... তুফান আসে।



টিজার দেখে ভক্তদের মন্তব্য, কোরবানি ঈদে মুক্তি পেতে যাওয়া এ সিনেমা ছাড়িয়ে যাবে ‘অ্যানিমেল’ আর ‘কেজিএফ’ সিনেমাকেও। নতুন ইতিহাস গড়তে চলেছে এ সিনেমা- অনেক নেটিজেন এমন মন্তব্যও করেছেন।

মুক্তি প্রতীক্ষিত এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। শাকিব খানের বিপরীতে আছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকেও।

এ সিনেমায় আরও থাকছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, একে আজাদ সেতু, হাসনাত রিপনের মতো তারকারা।

‘তুফান’ সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ বাংলাদেশ, আলফা আই ও চরকি। সিনেমাটি আসন্ন কোরবানির ঈদের আনন্দ আরও বাড়িয়ে দেবে বলে মনে করছেন সিনেমাবোদ্ধারা।

ডেঙ্গুতে আমার মা মারা গেছেন, আর কেউ যেন মারা না যায়: স্বাস্থ্যমন্ত্রী

বক্তব্য রাখছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। ছবি: সংগৃহীত

ডেঙ্গু নিয়ন্ত্রণে নিবিড় পর্যবেক্ষণ করতে হবে উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, দুই দিনের জ্বরে আমার মা ডেঙ্গুতে মারা গেছেন। এই বেদনা আমি বুঝি। তাই ডেঙ্গুর ব্যাপারে আমার চিন্তা আছে। ডেঙ্গুতে আমি মাকে হারিয়েছি, আর কেউ যেন না হারায়। তাই ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধির আগেই তা প্রতিরোধে জনসচেতনতায় গুরুত্ব দেওয়ার তাগিদ দেন তিনি।

মঙ্গলবার (৭ মে) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ডেঙ্গু মোকাবেলায় পূর্বপ্রস্তুতি বিষয়ে আলোচনার সময় এ কথা বলেন তিনি।

ডা. সামন্ত লাল সেন বলেন, সব রোগের ক্ষেত্রেই সবচেয়ে বড় বিষয় হচ্ছে যাতে রোগটি কারও হওয়ার আগেই প্রতিরোধ করা যায়। যাতে মানুষের ডেঙ্গু না হয় সেই ব্যবস্থা নিতে হবে। মশা নির্মূলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশন এবং যে ঘরে মানুষ থাকে সেখানকার সবাইকেই সচেতন থাকতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে আমরা অনেক আলোচনা ইতোমধ্যে করেছি। আমি নির্দেশনা দিয়েছি যাতে ডেঙ্গু বৃদ্ধির সময়ে কোনোভাবেই স্যালাইন সংকট দেখা না দেয় এবং স্যালাইনের দামও না বাড়ে।

তিনি আরও বলেন, ডেঙ্গু সংক্রমণ বাড়লে হাসপাতালগুলো খালি রাখার ব্যবস্থা করার নির্দেশনা দিয়েছি। যাতে করে যাদের প্রয়োজন তাদের ভর্তি করানো যায়। আর যাদের কম প্রয়োজন তাদেরও যেন হাসপাতালে ভর্তি না করিয়ে চিকিৎসা দেওয়া যায়।

মন্ত্রী বলেন, আমাদের ফগিং বিষয়ে কিছু ভুল ধারণা আছে। এ বিষয়ে আলোচনা করব। সিটি কর্পোরেশনের সাথেও ওপেনলি আলোচনা করব।খালি এখানে বক্তৃতা দিয়ে চলে গেলাম, তারপর ভুলে গেলাম, সেটা করলে চলবে না। আমাকে কাজ করতে হবে, কথা কম কাজ বেশি।

ঢাকার বাইরেও ডেঙ্গুর ভালো চিকিৎসা আছে উল্লেখ করে ডা. সামন্ত লাল সেন বলেন, চিকিৎসাতে কোনও ঘাটতি হবে কিংবা চিকিৎসা জানে না- এমন আর হবে না। ভালো চিকিৎসা ঢাকার বাইরেও হবে, ঢাকার ভেতরেও হবে। এতে কোনও সন্দেহ নাই।

তিনি বলেন, জ্বর এলে আমরা যদি সঙ্গে সঙ্গে পরীক্ষা করে হাসপাতালে ভর্তি হই, তাহলে ভালো চিকিৎসা এবং সুচিকিৎসা পাওয়া যাবে। ডেঙ্গুর চিকিৎসা নিয়ে আমি বিশ্বাস করি, একেবারে উপজেলা পর্যায়ে চিকিৎসক যারা আছেন তারা প্রশিক্ষণপ্রাপ্ত।

সর্বশেষ সংবাদ

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী
তৃতীয় বিয়ের আলোচনার মধ্যে ‘তুফান’ নিয়ে হাজির শাকিব খান
ডেঙ্গুতে আমার মা মারা গেছেন, আর কেউ যেন মারা না যায়: স্বাস্থ্যমন্ত্রী
সিনেমায় আসছেন সোহেল চৌধুরী–দিতির কন্যা লামিয়া
৬ মাসের মধ্যে শাহজালালের থার্ড টার্মিনাল পুরোপুরি চালু : মন্ত্রী
টানা পঞ্চমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন পুতিন
ডামি ও প্রতারণার উপজেলা নির্বাচনের সঙ্গে জনগণ নেই : রিজভী
কারওয়ান বাজারে হঠাৎ প্রাইভেটকারে আগুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে লাগবে ডোপ টেস্ট
ম্যাডোনার কনসার্টে হাজির ১৬ লাখ দর্শক
নৌপরিবহন প্রতিমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের সাক্ষাৎ
এ বছর পুলিৎজার পুরস্কার পেল যেসব সংবাদমাধ্যম
৩ দিনেই স্টার সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেওয়া হল 'ডেডবডি'
গরমে আনারস খাওয়ার উপকারিতা
দেশে যানবাহনের নতুন স্পিড লিমিট, মোটরসাইকেলের সর্বোচ্চ গতি ৬০ কিলোমিটার
১৪১ উপজেলায় বুধবার সাধারণ ছুটি
খাবারের প্যাকেটে সাংবাদিকদের টাকা দিল ন্যাশনাল ব্যাংক
ঢাকায় বিএনপির সমাবেশ ১০ মে
নির্বাচনে প্রভাব বিস্তার বড় সমস্যা না : সিইসি
যেভাবে জানা যাবে এসএসসি ও সমমানের ফল