শনিবার, ১০ মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

মহিমাগঞ্জে আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবিতে রেলওয়ে মহাপরিচালক বরাবর স্বারকলিপি প্রদান

ছবি: ঢাকাপ্রকাশ

গাইবান্ধার মহিমাগঞ্জ রেলস্টেশনে ঢাকা গামী আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবিতে বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক বরাবর স্বারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী।

রবিবার দুপুরে ৩ টায় কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক বরাবর স্বারকলিপিটি প্রদান করেন।

স্থানীয়রা জানান, ‌‌‌''উত্তর জনপদের প্রবেশদার বৃহত্তর গোবিন্দগঞ্জ উপজেলার একমাত্র রেলস্টেশন মহিমাগঞ্জ। গোবিন্দগঞ্জ উপজেলার একমাত্র এই স্টেশনে ঢাকা গামী আন্তঃনগর ট্রেন স্টপেজের দাবি ছিল দীর্ঘদিনের। আওয়ামী সরকারের বৈষমের শিকার ছিলেন মহিমাগঞ্জের বাসিন্দারা।'' তাদের অভিযোগ বগুড়ার পাশের থানা হওয়ায় এতদিন আন্তঃনগর রেলসেবা থেকে বঞ্চিত ছিল মহিমাগঞ্জবাসী।

এদিকে গত ১১ সেপ্টেম্বর,২০২৪ইং তারিখে মহিমাগঞ্জ রেল স্টেশনে ট্রেন স্টপেজের দাবীতে বুড়িমারী এক্সপ্রেস ও রংপুর এক্সপ্রেস ২ টি ট্রেন থামিয়ে দিয়ে আন্দোলন করেন স্থানীয় ছাত্রসমাজ ও সর্বস্তরের জনতা। স্থানীয় জনসাধারণের পক্ষে নেতৃত্বে ছিলেন রংপুর সুগার মিলস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু সুফিয়ান সুজা ও মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক এবং ছাত্রসমাজের পক্ষে আন্দোলনের নেতৃত্বে ছিলেন জিয়ন রহমান ও মহিমাগঞ্জ রাজনৈতিক থানা ছাত্রদলের আহ্বায়ক মোফাজ্জল হোসেন ।

ঐদিন মহিমাগঞ্জের ছাত্র জনতার, গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসন ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সমন্বয় করে রেল চলাচল স্বাভাবিক করেন গোবিন্দগঞ্জ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক। তিনি ঐদিন রেলওয়ের মহাপরিচালকের সাথে কথা বলে স্থানীয় ছাত্র জনতাকে ঢাকা গামী আন্তঃনগর ট্রেনের স্টপেজের ব্যাপারে আশ্বস্ত করেন। এর ধারাবাহিকতায় গতকাল রবিবার দুপুর ৩টায় কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক বরাবর স্বারকলিপি প্রদান করেন।

স্বারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন ৩২,গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন, কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক, রংপুর সুগার মিলস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু সুফিয়ান সুজা ও মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সোহেল, মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপি নেতা ও সাবেক মেম্বর রবিউল ইসলাম খাজা, মহিমাগঞ্জ ইউনিয়নের সাবেক মেম্বর আব্দুস সোবহান খাজা, ইন্ডাস্ট্রিয়াল গ্লোবাল ইউনিয়নের কান্ট্রি কো অর্ডিনেটর হাসান তারেক, গাইবান্ধা জেলা ছাত্রদলের সহ- সাংগঠনিক সম্পাদক শাহাদৎ জামান সাইফ, মহিমাগঞ্জ রাজনৈতিক থানা ছাত্রদলের আহ্বায়ক মোফাজ্জল হোসেন, মহিমাগঞ্জ রাজনৈতিক থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আরিফ হাসান ইদুল, মহিমাগঞ্জ রাজনৈতিক থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তানজিমুল ইসলাম তুষার । ছাত্রসমাজের পক্ষে জিয়ন ইসলাম,জুলফিকার ইসলাম, পলাশ ইসলাম জয় ও জাকির হোসেন সহ আরও অনেকে

উল্লেখ্য যে, মহিমাগঞ্জে উত্তরবঙ্গের সবচেয়ে বড় ভারী শিল্প রংপুর সুগার মিলস অবস্থিত। এছাড়াও এখানে আছে মহিমাগঞ্জ আলীয়া কামিল মাদ্রাসা। মহিমাগঞ্জ ও কোচাশহরে আছে হোসেয়ারি শিল্প যেখানে প্রতিবছর প্রায় ১০০০ কোটি টাকার মালামাল উৎপাদন হয়।

Header Ad
Header Ad

আইপিএলের পর এবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত পিএসএল

ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তানের মধ্যকার চলমান যুদ্ধাবস্থার ছায়া এবার ঘনিয়ে এসেছে ক্রিকেট অঙ্গনেও। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ইতোমধ্যেই এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত করেছে। এবার একই পথে হাঁটল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে পাকিস্তানের সিদ্ধান্ত আরও কঠোর—পাকিস্তান সুপার লিগ (পিএসএল) অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে।

গতকাল রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পেশোয়ার জালমি ও করাচি কিংসের মধ্যকার একটি গুরুত্বপূর্ণ ম্যাচ। কিন্তু ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামের বাইরে ভারতীয় ড্রোন হামলার ঘটনা ঘটে, যার কারণে নিরাপত্তাজনিত শঙ্কায় ম্যাচটি স্থগিত করা হয়। একই কারণে বাতিল করা হয় আজকের ম্যাচটিও।

শুরুতে শোনা যাচ্ছিল, পিএসএলের বাকি ৮টি ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের পরিকল্পনা করছে পিসিবি। আলোচনাও এগিয়েছিল দুই দেশের বোর্ডের মধ্যে। কিন্তু পরিস্থিতির অবনতি হওয়ায় সেই পরিকল্পনা বাতিল করে দেওয়া হয় এবং আজ এক আনুষ্ঠানিক বিবৃতিতে পিএসএল স্থগিতের ঘোষণা দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড।

বিবৃতিতে জানানো হয়, “সীমান্তে (এলওসি) সাম্প্রতিক উত্তেজনার কারণে নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। প্রধানমন্ত্রী মিয়ান মুহাম্মদ শাহবাজ শরীফের পরামর্শক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

পিএসএলের সঙ্গে যুক্ত সকল খেলোয়াড়, ফ্র্যাঞ্চাইজি, ব্রডকাস্টার, স্পন্সর ও আয়োজকদের ধন্যবাদ জানিয়ে পিসিবি জানিয়েছে, সংকট কাটলে দ্রুতই খেলা ফিরিয়ে আনার পরিকল্পনা থাকবে। বিদেশি খেলোয়াড়দের নিরাপদে নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়েও আশ্বস্ত করেছে বোর্ড।

এদিকে পিএসএলে বাংলাদেশের হয়ে খেলছিলেন তরুণ দুই ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেন। তাদের সঙ্গে ছিলেন বাংলাদেশের দুই ক্রীড়া সাংবাদিকও। নিরাপত্তা পরিস্থিতির কারণে তাদের সবাইকে আজই দুবাই হয়ে দেশে ফিরিয়ে আনা হচ্ছে।

Header Ad
Header Ad

যমুনা ও সচিবালয়সহ বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ছবি: সংগৃহীত

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল এবং শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ শনিবার দুপুরে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ‌‘সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে ১০ মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় (হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড়, মিন্টো রোড) যে কোনো প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো।’

এর আগেও দুইবার যমুনা ও সচিবালয়কে কেন্দ্র করে সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছিল ডিএমপি।

Header Ad
Header Ad

বরেণ্য সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী মারা গেছেন

ছবি: সংগৃহীত

বরেণ্য সংগীতশিল্পী, গবেষক ও লেখক মুস্তাফা জামান আব্বাসী আর নেই। আজ শনিবার সকালে বনানীর একটি হাসপাতালে তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর মেয়ে শারমিনী আব্বাসী। মুস্তাফা জামানের বয়স হয়েছিল ৮৭ বছর। মৃত্যুকালে তিনি দুই কন্যা এবং বহু ভক্ত, অনুরাগী রেখে গেছেন।

মেয়ে শারমিনী আব্বাসী জানান, বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন মুস্তাফা জামান আব্বাসী। সর্বশেষ গতকাল শুক্রবার শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজ ভোর সাড়ে পাঁচটায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

বহুমাত্রিক প্রতিভার অধিকারী মুস্তাফা জামান আব্বাসী উপমহাদেশের খ্যাতনামা সংগীত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর পিতা আব্বাসউদ্দীন আহমেদ ছিলেন পল্লিগীতির অগ্রপথিক। এ দেশের পল্লিসংগীতকে তিনিই প্রথম বিশ্বের দেশে দেশে জনপ্রিয় করেছেন। চাচা আবদুল করিম ছিলেন পল্লিগীতি ও ভাওয়াইয়া-ভাটিয়ালির জনপ্রিয় শিল্পী। মুস্তাফা জামান আব্বাসীর বড় ভাই মোস্তফা কামাল ছিলেন প্রধান বিচারপতি। বোন ফেরদৌসী রহমান ও ভাতিজি নাশিদ কামালও সংগীতাঙ্গনে সুপ্রতিষ্ঠিত। তাঁর স্ত্রী আসমা আব্বাসী একজন প্রথিতযশা শিক্ষক ও লেখিকা। তিনি গত বছর মারা গেছেন।

১৯৩৬ সালের ৮ ডিসেম্বর ভারতের কোচবিহারের বলরামপুর গ্রামে জন্ম নেওয়া আব্বাসী শৈশব কাটিয়েছেন কলকাতায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ, এমএ ডিগ্রি অর্জনের পর হার্ভার্ড গ্রুপ থেকে মার্কেটিং বিষয়ে উচ্চশিক্ষা নেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকসহ বেশ কিছু প্রতিষ্ঠানের নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

লোকসংগীত গবেষণা ও সংগ্রহে তাঁর অবদান অনন্য। তিনি দীর্ঘ ৫০ বছর ধরে ফোক মিউজিক রিসার্চ গ্রুপের নেতৃত্ব দিয়েছেন। তাঁর সংগ্রহে আছে কয়েক হাজার লোকগান। তিনি ২৫টির বেশি দেশে ভাটিয়ালি, ভাওয়াইয়া, নজরুলগীতি পরিবেশন করে বাংলাদেশের সংগীতকে পৌঁছে দিয়েছেন বিশ্বদরবারে। তিনি ছিলেন ইউনেসকোর বাংলাদেশ ন্যাশনাল কমিটি অব মিউজিকের সভাপতি, নজরুল ও আব্বাসউদ্দীনের ইংরেজি জীবনী লেখার দায়িত্বপ্রাপ্ত গবেষক। তাঁর উপস্থাপনায় বিটিভির ‘ভরা নদীর বাঁকে’, ‘আমার ঠিকানা’, ‘আপন ভুবন’ প্রভৃতি অনুষ্ঠান জনপ্রিয়তা পেয়েছে। বাংলাদেশ টেলিভিশনে তাঁর ‘ভরা নদীর বাঁকে’ অনুষ্ঠানটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। সমাজসেবায়ও তিনি ছিলেন সক্রিয়, রোটারি ক্লাবের গভর্নর হিসেবে বহু উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলেন।

মুস্তাফা জামান আব্বাসী রচিত অসংখ্য গ্রন্থের মধ্যে অন্যতম ‘লোকসঙ্গীতের ইতিহাস’, ‘ভাটির দ্যাশের ভাটিয়ালি’, ‘রুমির অলৌকিক বাগান’, উপন্যাস ‘হরিণাক্ষি’, স্মৃতিকথা ‘স্বপ্নরা থাকে স্বপ্নের ওধারে’ এবং ইংরেজি জীবনী। বাংলা সংস্কৃতিতে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি একুশে পদকসহ অসংখ্য সম্মাননা লাভ করেছেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

আইপিএলের পর এবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত পিএসএল
যমুনা ও সচিবালয়সহ বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
বরেণ্য সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী মারা গেছেন
মৌসুমের সর্বোচ্চ তাপে পুড়ছে চুয়াডাঙ্গা
সালিসে নারীর চুল কাটলেন ‘বিচারকরা’
আ.লীগ নিষিদ্ধের দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগে অবরোধ
সৌদি পৌঁছেছেন ৩৭১১৫ হজযাত্রী, ৫ জনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেন উদ্ধারের পর কক্সবাজার এক্সপ্রেস লাইনচ্যুত
পাপুলের স্ত্রী সাবেক এমপি সেলিনা ইসলাম গ্রেফতার
ভারতের বিরুদ্ধে ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’ শুরু করল পাকিস্তান
শাহবাগ ছাড়া অন্য কোথাও ‘ব্লকেড’ দিবেন না: হাসনাত আবদুল্লাহ
চলচ্চিত্র পরিচালক সমিতি নির্বাচনে জয়ী হলেন যারা
ছয়টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ভারত, পড়েছে নিজেদের রাজ্যেই
শাহবাগে বিক্ষোভে উত্তাল জনতা, খালেদা জিয়ার উপস্থিতি চায় ইনকিলাব মঞ্চ
১৭ বছর পর দেশে ফিরে মসজিদে জুমার নামাজ পড়লেন জোবাইদা রহমান
ভারতে ইউটিউবে বন্ধ যমুনা-বাংলাভিশনসহ ৪ বাংলাদেশি টিভি চ্যানেল
আটকের পরও যে ফোনে ছেড়ে দেওয়া হয় আবদুল হামিদকে
নওগাঁয় দুলাভাইয়ের বাড়িতে বেড়াতে এসে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা
বাংলাদেশ সফরে আসছে না ভারত, অনিশ্চিত এশিয়া কাপ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল শাহবাগ, জনস্রোতে ভরপুর রাজপথ