
৪ বছরেও ফয়সালা হয়নি অগ্নিকাণ্ডে ঝুঁকিতে থাকা ১৮১৮ ভবনের
২০ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪৪ এএম | আপডেট: ২৯ নভেম্বর ২০২৩, ১০:৫৩ এএম

অগ্নিকাণ্ডের ঝুঁকিতে থাকা রাজধানীর এক হাজার ৮১৮টি ভবনের ব্যাপারে কোনো ফয়সালা হয়নি। চার বছরের বেশি সময় ধরে লালফিতায় বন্দী এসব বহুতল ভবনের বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
২০১৯ সালের মার্চ মাসে বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর রাজউক অগ্নিকাণ্ডের ঝুঁকিতে থাকা রাজধানীর নকশা লঙ্ঘন করে নির্মিত ১ হাজার ৮১৮টি বহুতল ভবনের তালিকা তৈরি করে। কিন্তু তালিকা পর্যন্তই সব কাজ শেষ শেষ। এসব ভবনকে ঝুঁকিমুক্ত করা কিংবা ঝুঁকিপূর্ণ অংশ ভেঙে ফেলার কোনো উদ্যোগ দেখা যায়নি গত চার বছরে।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর গুলশানে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ঝুঁকিপূর্ণ বহুতল ভবনের বিষয়টি আবারও আলোচনায় এসেছে।
সংশ্লিষ্টরা বলছেন, এফআর টাওয়ার অগ্নিকাণ্ডের পর সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, রাজউক, সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সবাই নড়েচড়ে বসে। শুরু হয় রাজধানীর ঝুঁকিপূর্ণ ভবন সানক্তের কার্যক্রম। দ্রুততম সময়ের মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ করে গুলশান, বনানীন, ধানমন্ডি, মতিঝিল এলাকায় বহুতল ভবন যেগুলো নকশা বহির্ভূতভাবে তৈরি করা হয়েছে তার একটা দীর্ঘ তালিকা তৈরি করে।
যেখানে স্থান পায় ১ হাজার ৮১৮টি বহুতল ভবন। কিন্তু এই তালিকা প্রকাশ কিংবা তালিকা ধরে ভবনগুলোর মালিকদের বিরুদ্ধে কোনোরকম ব্যবস্থা গত চার বছরেও নিতে পারেনি রাজউক কিংবা সরকারের অন্য কোনো সংস্থা। সংশ্লিষ্টরা বলছেন, ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, প্রভাবশালীদের চাপের মুখে এই তালিকা প্রকাশই করতে পারেনি রাজউক।
তৎকলীন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম তখন বলেছিলেন ১৫ দিনের মধ্যে তালিকা গণমাধ্যমে প্রকাশ করা হবে। আমরা দেখাতে চাই কারা বড় বড় কথা বলে অথচ তারা এই ধরনের অপরাধে লিপ্ত। কিন্তু প্রভাবশালীদের চাপের কারণে সেই ১৫ দিন চার বছরেও শেষ হয়নি।
শ ম রেজাউল করিমের পর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পান প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। কিন্তু তার এই সময়ে গত প্রায় তিন বছরেও অবৈধ বহুতল ভবনের তালিকা প্রকাশ করা হয়নি।
এ ব্যাপারে প্রতিমন্ত্রী শরীফ আহমেদের সঙ্গে ফোনে যোগাযোগ করে কথা বলা সম্ভব হয়নি। রাজউক চেয়ারম্যান আনিসুর রহমান ভুইয়ার সঙ্গেও ফোনে যোগাযোগ করে কথা বলা সম্ভব হয়নি।
সংশ্লিষ্টদের অভিযোগ, বনানীতে আগুন লাগার পর রাজউকের করা এই তালিকা প্রকাশ করার ব্যাপারে সরকারের সদিচ্ছা ছিল। কিন্তু ভবনগুলোর মালিক এমন সব ব্যক্তি যারা সমাজের খুবই প্রভাবশালী। এ কারণেই মূলত তালিকাটা হিমঘরে চলে গেছে।
জানা যায়, সেই সময় রাজউকের ২৪টি টিম কাজ করে এই তালিকা প্রণয়ন করে। টিমের সংশ্লিষ্ট কয়েকজন ঢাকাপ্রকাশ-কে বলেন, ১ হাজার ৮১৮টি ভবনের মধ্যে কোনো কোনোটা পুরোটাই অবৈধ, কোনোটার আংশিক অবৈধ আবার কোনোটার নিচের পার্কিংয়ের জায়গা দখল করে ভাড়া দেওয়া হয়েছে। এসব ভবন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঝুঁকিতে রয়েছে।
সংশ্লিষ্টরা জানান, তালিকার ভবনগুলোর মধ্যে সাধারণ যে সমস্যা সেটি হলো অগ্নিনির্বাপন ব্যবস্থার অপ্রতুলতা। বনানীর এফআর টাওয়ারেরও উপরের দুটি তলা অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল এবং ভবনে অগ্নিনির্বাপন ব্যবস্থা ছিল না বললেই চলে।
সেই সময় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় তালিকা প্রকাশের পর মালিকদের সময় বেঁধে দেওয়া হবে। এরপর যেসব ভবন নীতিমালায় না আসবে তাদের ভবন ভেঙে দেওয়া হবে। কিন্তু তালিকাই প্রকাশ করা যায়নি।
এ প্রসঙ্গে পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) সভাপতি আবু নাসের খান ঢাকাপ্রকাশ-কে বলেন, এ ভবনগুলো যাদের তারা এতই প্রভাবশালী যে, তারা রাষ্ট্র ও সমাজ চালান। তারা মন্ত্রীকেও পরিবর্তন করে দিতে পারে। এ কারণেই এই তালিকা প্রকাশ করা যায়নি বলে মনে করি।
প্রসঙ্গত, বনানীর এফআর টাওয়ার অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছিল ২৬ জন। অগ্নিদগ্ধ হয়েছিলেন ৭৩ জন। আর চার বছর পর রবিবার রাতে গুলশান-২ এর ১০৪ নম্বর সড়কের ১২ তলা ভবনে অগ্নিকাণ্ডে মারা গেছেন দুই জন। উদ্ধার করা হয়েছে ২২ জনকে।
এনএইচবি/এমএমএ/

মোটরসাইকেল তল্লাশিতে বেরিয়ে এল ১৬ কোটি টাকার সোনা
২৮ নভেম্বর ২০২৩, ১২:২১ পিএম | আপডেট: ২৯ নভেম্বর ২০২৩, ১০:৫৩ এএম

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্ত থেকে ১৬ কেজি ওজনের ৯৬টি সোনার বার জব্দ করেছে বিজিবি। এসময় গ্রেপ্তার করা হয়েছে নাজমুল ইসলাম (৩১) নামের এক পাচারকারীকে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে দামুড়হুদার সীমান্তবর্তী রুদ্রনগর গ্রামে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার নাজমুল দর্শনার শ্যামপুরের আসাদুল হকের ছেলে।
চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের (বিজিবি) পারচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, অভিযানের সময় চোরাকারবারী নাজমুল ইসলাম মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু বিজিবি সশস্ত্র টহলদল তাকে আটক করতে সক্ষম হয়। এসময় তল্লাশি চালিয়ে ৯৬টি সোনার বার উদ্ধার করা হয়, যার ওজন ১৬ কেজি ১৪ গ্রাম। এর আনুমানিক মূল্য ১৬ কোটি ১৫ লাখ টাকা। এ ঘটনায় দর্শনা থানায় মামলার প্রক্রিয়া চলছে।

‘ভোটার আইডি হ্যাক করে বিএনপি নেতাদের মনোনয়নপত্র তোলা হচ্ছে’
২৮ নভেম্বর ২০২৩, ১১:৪৭ এএম | আপডেট: ২৯ নভেম্বর ২০২৩, ১০:৫৫ এএম

ভোটার আইডি হ্যাক করে বিএনপির নেতাদের নামে মনোনয়নপত্র তোলা হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি। মঙ্গলবার (২৮ নভেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন।
তিনি বলেন, জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে সরকার প্রতারণা করার চেষ্টা করছে। নেতারা জানেনও না, এরপরও তাদের নামে মনোনয়নপত্র কেনা হচ্ছে। যেহেতু পরিচয়পত্রের সব তথ্য সরকারের হাতে, অতএব এটার মাধ্যমে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নামে মনোনয়ন ফরম কিনছে। এখন সরকারের নিয়ন্ত্রণে থাকা জাতীয় পরিচয়পত্রকেও ব্যবহার করা হচ্ছে মহাজালিয়াতির জন্য।
রিজভী বলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন জানেন না, তার নাম দিয়ে, হ্যাক করা ন্যাশনাল আইডি কার্ড নিয়ে তার ফরম তোলা হয়েছে। পরে তিনি সংবাদ সম্মেলন করে এর প্রতিবাদ জানিয়েছেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বাংলাদেশ এখন এক দীর্ঘ মেয়াদি সংকটের দিকে যাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে সরকারের মাস্টারপ্ল্যানের অংশ হিসেবে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর তাণ্ডব শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার ডিবি প্রধান ২৮ অক্টোবরে ঘটনার পেছনে যুব দলের নেতাকর্মীরা জড়িত বলে আটকদের স্বীকারোক্তি দিয়ে যেসব বক্তব্য রেখেছেন তাকে মিথ্যাচার বলে প্রতিবাদ জানিয়েছেন রিজভী।
তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৩৩৫ জনের বেশি নেতাকর্মী গ্রেপ্তার ও ৯ মিথ্যা মামলায় ১ হাজার ১৩৫ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। বিএনপির এ নেতা বলেন বলেন, দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ফেনীর গ্রামের বাড়িতে আওয়ামী সন্ত্রাসীরা বোমা নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটিয়ে ব্যাপক ক্ষতি করেছে। এ ঘটনায় তিনি নিন্দা জানান।
বিভাগ : জাতীয়
বিষয় : বিএনপি , মনোনয়নপত্র , অভিযোগ , সংবাদ-সম্মেলন , ভোটার-আইডি-হ্যাক , রুহুল-কবির-রিজভী , জাতীয়-পরিচয়পত্র , জাতীয়-নির্বাচন

খাবারের ব্যবসায় নামছেন আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা
২৮ নভেম্বর ২০২৩, ১১:৩০ এএম | আপডেট: ২৯ নভেম্বর ২০২৩, ১০:৫২ এএম

এবার খাবারের ব্যবসায় নামছেন আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা। 'হ্যাংজু মা'স কিচেন ফুড' নামের একটি স্টার্টআপ কোম্পানি শুরু করেছেন চীনা এই ধনকুবের। চীনের পাবলিক রেকর্ডের তথ্য অনুযায়ী, কোম্পানিটি গত বুধবার পূর্ব চীনে, মা-এর নিজ শহর হ্যাংজুতে নথিভুক্ত হয়েছে।
দেশটির ন্যাশনাল এন্টারপ্রাইজ ক্রেডিট ইনফরমেশন পাবলিসিটি সিস্টেমের তথ্য অনুযায়ী, কোম্পানিটি খাদ্য আমদানি-রপ্তানি, ভোজ্য কৃষিপণ্য ও প্রি-প্যাকেজ খাদ্যের ব্যবসা করবে। কোম্পানিটি নিবন্ধনের সময় প্রায় ১.৪ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণের মূলধন দেখিয়েছে। আর এর মালিকানাতে যে প্রতিষ্ঠান রয়েছে, সেটির ৯৯.৯ ভাগ মালিকানা জ্যাক মা-এর দখলে।
যদিও নতুন এই কোম্পানিটির পক্ষ থেকে বিজনেস মডেল সম্পর্কে জনসম্মুখে কোনো তথ্য জানানো হয়নি। এমনকি ঠিক কোন ধরণের খাবার বিক্রি করবে সেটিও নিশ্চিত করা হয়নি। অন্যদিকে গত সোমবার জ্যাক মা ফাউন্ডেশনের সাথে সিএনএন-এর পক্ষ থেকে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ধারণা করা হচ্ছে যে, মা-এর প্রতিষ্ঠানটি সম্ভাবনাময়ী রেডিমেইড খাবারের বাজার দখল করতে মাঠে নামছেন। ইউরোমনিটর ইন্টারন্যাশনালের হিসেব মতে, চীনে রেডিমেইড খাবারের বাজার গত বছর ছিল ৯.৯ বিলিয়ন ডলারের। যা ২০১৮ সালের তুলনায় শতকরা ২৮ ভাগ বৃদ্ধি পেয়েছে।
যদিও জ্যাক মা-এর কোম্পানিটি ঠিক কী উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করেছে সেটি পরিষ্কার নয়। তবে এক্ষেত্রে ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে মনে করেন চায়না মার্কেট রিসার্চ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বেন ক্যাভেন্ডার।
তিনি বলেন, "এটি এমন একটি ক্ষেত্র যেখানে উদ্ভাবনের প্রচুর সুযোগ রয়েছে। প্যাকেটজাত খাবার ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। ক্ষেত্রবিশেষে ভোক্তারা এই খাবারগুলি বেছে নিচ্ছে কারণ তারা ব্যবসা-বাণিজ্যে ব্যস্ত থাকায় ডাইনিং আকারে খাবার খাওয়ার জন্য আলাদা করে সময় পাচ্ছে না। আর তাই সময় স্বল্পতার জন্য তারা এই ধরণের খাবার বেছে নিচ্ছে।"
বেন ক্যাভেন্ডার আরও বলেন, "জ্যাক মা-এর কোম্পানি যদি ফলের মতো তাজা খাবার বিক্রিও শুরু করে তবে সেটিরও মার্কেটে বেশ বৈচিত্র্যপূর্ণ চাহিদা থাকবে। এছাড়াও এটি এমন একটি ক্ষেত্র যেটি ই-কমার্সের সাথে যুক্তের ফলে ভিন্ন মাত্রা যোগ হবে।"
উল্লেখ্য, ১৯৯৯ সালে জ্যাক মা আলিবাবা প্রতিষ্ঠা করেছিলেন। ২০১৯ সালে তিনি কোম্পানিটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। এর আগে চীনের আর্থিক নিয়ন্ত্রক ব্যবস্থার সমালোচনা করার দেশটির সরকারের রোষানলে পড়েছিলেন তিনি। এরপর দীর্ঘদিন নিজেকে অনেকটা আত্মগোপনেও রেখেছিলেন এই ধনকুবের।