কঠিন সমীকরণ মিলিয়ে দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ

ছবি: সংগৃহীত
রানের পাহাড় টপকে রুদ্ধশ্বাস এক ম্যাচে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে ৩ উইকেটে হারিয়ে সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ ইমার্জিং দল। সোমবার (১২ মে) রাজশাহী স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডেতে দুই বল হাতে রেখেই জয় তুলে নেয় স্বাগতিকরা।
টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে চ্যালেঞ্জিং ৩০১ রান। জবাবে ব্যাট করতে নেমে লক্ষ্য পূরণে শুরুটা ভালোই করে বাংলাদেশ। ওপেনার মফিজুল ইসলাম রবিন ও জিশান আলম ৫২ রানের জুটি গড়েন। জিশান ৩১ রান করে বিদায় নিলেও রবিন একপ্রান্তে দাঁড়িয়ে রাখেন ইনিংসের ভিত।
তৃতীয় উইকেট জুটিতে রবিনের সঙ্গে ৮৩ রানের জুটি গড়েন আরিফুল ইসলাম। ম্যাচের সবচেয়ে উজ্জ্বল পারফরমার ছিলেন রবিন, যিনি ৮৯ বলে ৮ চার ও ২ ছক্কায় করেন ৮৭ রান। তবে তার আউটের পর ধাক্কা খায় দলের ব্যাটিং লাইনআপ। দ্রুত ফিরেন আরিফুল (৩৬), আহরার (৮) ও মাহফুজুর (৫)।
এরপর হাল ধরেন অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী। চাপে থাকা ম্যাচে ভয়ডরহীন ব্যাটিংয়ে ২৪ বলে ৪ চার ও ২ ছক্কায় খেলেন ৪১ রানের ঝড়ো ইনিংস। তবে ৪৭তম ওভারে আউট হয়ে গেলে আবার উত্তেজনা বাড়ে ম্যাচে।
শেষ দিকে প্রয়োজন পড়ে ২০ বলে ৩৯ রান। তখন দায়িত্ব নেন তোফায়েল আহমেদ ও রাকিবুল হাসান। চাপের মুহূর্তে ঝড় তোলেন রাকিবুল—মাত্র ১০ বলে ৩ ছক্কায় করেন ২০ রান। তোফায়েলও খেলেন কার্যকর ২৪ রানের ইনিংস। দুজনে মিলে দলকে পৌঁছে দেন কাঙ্ক্ষিত লক্ষ্যে, ২ বল বাকি থাকতেই আসে জয়।
দক্ষিণ আফ্রিকার হয়ে তিনজন বোলার—জর্জ ফন হারডিন, সেপো এনডোয়ান্ডোয়া ও আনদিলে মোকগাকানে—নেন দুটি করে উইকেট।
সিরিজের দ্বিতীয় ম্যাচে এই দুই দল আবার মুখোমুখি হবে, তবে প্রথম ম্যাচে এমন উত্তেজনাকর জয়ের পর আত্মবিশ্বাসের দিক থেকে এগিয়ে থাকবে বাংলাদেশই।
