শনিবার, ৪ মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১
Dhaka Prokash

মেট্রোরেলের যাত্রা একটি যুগান্তকারী ঘটনা

আমাদের জন্য খুবই আনন্দের বিষয় যে, ২৮ ডিসেম্বর মেট্রোরেল ৬-এর (আংশিক) উদ্বোধন হল। এটি অভিনন্দনযোগ্য এবং প্রশংসনীয় একটি কাজ। ঢাকার পরিবহন যোগাযোগের ক্ষেত্রে মেট্রোরেলের শুরু, এটি একটি যুগান্তকারী ঘটনা বলেই আমি মনে করি।

এখন যদিও খুব সীমিত পরিসরে চালু হলো। তবে মেট্রোরেল ৬ এর প্রস্তাবিত ও পরিকল্পিত চিত্রটি আমরা জানি। আর সেটি হলো— ৬টি লাইন হবে। তার মধ্যে এটি প্রথম শুরু হল। উত্তরা থেকে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত চলবে মেট্রোরেল। এখন যে অংশটি শুরু হলো সেটি উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত। ছয়টি মেট্রোরেল সম্পন্ন হতে কতদিন সময় লাগবে বলা খুবই কঠিন। কারণ প্রথমটিও নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় লেগেছে। এখন আগামীতে এর বাকি অংশ এবং বাকি পাঁচটি মেট্রোলাইনের কাজ সম্পন্ন করা গেলে ঢাকার পরিবহন ক্ষেত্রে বিশাল অবদান রাখবে মেট্রোরেল।

ঢাকাতে যানজট শুধুমাত্র যে মেট্রোলাইন অথবা বাস লাইনের অভাবের জন্যই হয়—বিষয়টি তা না, এখানে অনেক বিষয় এর সঙ্গে যুক্ত। সবচেয়ে বড় বিষয় হলো এর ব্যবস্থাপনা। সেখানে আমাদের প্রচণ্ড ঘাটতি আছে। সুতরাং নতুন নতুন আধুনিক লাইন লাগবেই। আধুনিক ব্যবস্থাপনাতো লাগবেই। কিন্তু ভৌত অবকাঠামো অথবা পরিবহন ব্যবস্থা করলেই যে সব সমাধান হবে, তা কিন্তু না। এটির পাশাপাশি আগেই সুস্থ ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি।

যাইহোক, সংক্ষেপে যদি বলি, এই যে মেট্রোরেল শুরু হল এবং সেক্ষেত্রে আশা করা যায় যে, মেট্রোলাইনের বাকি অংশ বলা হয়েছে আগামী ডিসেম্বরের মধ্যেই শেষ হবে। হলে খুবই ভাল। তাহলে অন্তত উত্তরা থেকে মতিঝিল এই দূরত্ব অর্থাৎ মানুষ এই ভ্রমণটি সহজেই করতে পারবে সীমিত খরচের মধ্যেই। আমরা সে ব্যাপারে খুবই আশাবাদী।

বাকি পাঁচটির কাজও শুরু হোক। যতক্ষণ পর্যন্ত না সবকটি মেট্রোলাইন সম্পন্ন হচ্ছে, ততক্ষণ কিন্তু ঢাকার যোগাযোগ ও যানযট নিরসন, যোগাযোগ উন্নতিকরণ এতে আংশিক অবদান রাখতে পারবে— তা খুব বেশি নয়। পাশাপাশি বাস পরিবহন সেটিও উন্নতি করতে হবে। ইতোমধ্যেই শুরু হয়েছে নগর পরিবহন প্রকল্প। এরকম আধুনিক ব্যবস্থাপনায় নতুন নতুন গণপরিবহন আনতে হবে। যেটি পরিবেশ ব্যবস্থাপনা রয়েছে সেটিকে শৃঙ্খলার মধ্যে আনতে হবে। কাজেই আমি এটিই বলব যে, মেট্রোরেল শুভ উদ্বোধন, শুভ পদক্ষেপ এবং আমাদের আধুনিক পরিবহনে অর্থাৎ মহানগর যোগাযোগে ও পরিবহনে ঢাকায় বিরাট ভূমিকা পালন করবে।

আমি মনে করি যে, এটি একটি প্রতীক। এই প্রতীকী ব্যবস্থাকে সম্পূর্ণ করা অত্যন্ত জরুরি। অর্থাৎ বাদবাকি পাঁচটি লাইনও নির্মাণ করা। পাশাপাশি বাস রেপিড ট্রানজিট যেটি গাজীপুর থেকে বিমান বন্দর পর্যন্ত এখনো প্রকল্প নির্মাণ চলছে। বহুদিন লাগছে অর্থাৎ অনেক বেশি সময় লাগছে। সেটি সম্পন্ন করা এবং অন্যান্য রেপিড ট্রানজিটসহ আরও কয়েকটি লাইন, সেগুলোও শেষ করতে হবে।

সার্বিকভাবে গণপরিবহনের গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে বাস। এ বাসের ব্যবস্থাপনা উন্নত করতে হবে। এ ছাড়া ব্যক্তিগতগাড়ি ব্যবহার, যেমন প্রাইভেটকারসহ অন্যান্য যেগুলোও যানজটের মূল কারণ— সেটিকে নিয়ন্ত্রণে রাখা, ব্যবস্থাপনার মধ্যে রাখা। পাশাপাশি হল, অপ্রাতিষ্ঠানিক পরিবহন যেটিকে বলে, ইনফরমাল ট্রান্সপোর্ট যেমন রিকশা, অটোরিকশা, এগুলো বড় ভূমিকা রাখে, কিন্তু এখানেও ব্যবস্থাপনার দুর্বলতার কারণে সঠিক ভূমিকাটি রাখতে পারছে না।

এ সব কিছু মিলিয়েই আমি বলব, পরিবহন সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে হবে। সরকারের যেসকল পরিকল্পনা আছে, সেগুলো খুবই যোগ্যতার সাথে, সক্ষমতার সাথে দক্ষতার সাথে এটি বাস্তবায়ন করতে হবে। তা হলে আমাদের রাজধানী মহানগরী ঢাকা এর পরিবহন, যোগাযোগ, ইত্যাদি বিষয়ে উন্নত ব্যবস্থা আমরা আশা করতে পারব এবং অব্যবস্থা যেটি আছে, সেটি দূরীভূত হবে। আপাতত এটুকুই আশা রাখি।

নজরুল ইসলাম: নগর পরিকল্পনাবিদ

আরএ/

Header Ad

পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত

ফাইল ছবি

প্রায় ৬ মাস পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি রাখার পর অবশেষে তা তুলে নিল ভারত। শনিবার দেশটির বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রণ বিষয়ক কেন্দ্রীয় সংস্থা ডিরেক্টোরেট জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি) এক বিজ্ঞপ্তি প্রকাশ করে নিশ্চিত করেছে এ তথ্য।

শনিবার (৪ মে) এক প্রজ্ঞাপনে ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার কথা জানিয়েছে। মহারাষ্ট্রে লোকসভা নির্বাচনকে সামনে রেখেই মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের এমন পদক্ষেপে স্বস্তি মিলবে সেখানের ব্যবসায়ীদের।

ভারতের ডিরেক্টর জেনারেল অব ফরেন ট্রেড প্রতি টন পেঁয়াজের রপ্তানি মূল্য নির্ধারণ করেছে ৫৫০ ডলার।

ভারতের, বিশেষ করে মহারাষ্ট্রের পেঁয়াজ চাষি ও ব্যবসায়ীরা অনেক আগে থেকেই পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। কারণ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার পরই তারা ক্ষতিগ্রস্ত হয়।

তবে নিষেধাজ্ঞা চলাকালেও ভারত সরকার সীমিত আকারে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আমিরাতে পেঁয়াজ রপ্তানি করেছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ডাক পেলেন আম্পায়ার সৈকত

বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকত। ছবি: সংগৃহীত

আগামী জুনের ২ তারিখ থেকে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের টুর্নামেন্টে অংশগ্রহণ করবে ২০টি দল। দুই দেশ মিলিয়ে মাঠে গড়াবে মোট ৫৫টি ম্যাচ।

এদিকে শুক্রবার (৩ মে) আইসিসি এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্বকাপের দায়িত্ব পালন করতে যাওয়া আম্পায়ার ও ম্যাচ রেফারিদের তালিকা প্রকাশ করে। সেই তালিকায় নাম রয়েছে আইসিসির এলিট প্যানেল আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকতের। বাংলাদেশ থেকে তিনিই এ দায়িত্ব পালন করবেন।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ২০ জন্য আম্পায়ার ম্যাচ পরিচালনা করবেন। বর্তমানে আইসিসির এলিট প্যানেলে ১২ জন আম্পায়ার রয়েছেন। তাদের বাইরে আরো আট জন ম্যাচ পরিচালনার সুযোগ পেয়েছেন। এছাড়া থাকবেন ছয়জন ম্যাচ রেফারি। এবারের আসরে দায়িত্ব পালন করা আম্পায়াদের মধ্যে সর্বোচ্চ চার জন নেওয়া হয়েছে ইংল্যান্ড থেকে।

এছাড়া পাকিস্তান ও অস্ট্রেলিয়ার রয়েছে তিন জন করে আম্পায়ার। দক্ষিণ আফ্রিকা, ভারত ও নিউজিল্যান্ড থেকে রয়েছেন দুই জন করে। অন্যদিকে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের একজন করে আম্পায়ার দায়িত্ব পালন করবেন টি-টোয়েন্টি বিশ্বকাপে।

গত ২৮ মার্চ প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসি এলিট প্যানেল অব আম্পায়ারের তালিকায় অন্তর্ভুক্ত হন সৈকত। গত বছর ওয়ানডে বিশ্বকাপেও ম্যাচ পরিচালনা করেছিলেন তিনি।

আরও একাধিক আইসিসি ইভেন্টে আম্পায়ারিং করেছিলেন সৈকত। ২০১৭ ও ২০২১ সালের মেয়েদের বিশ্বকাপ, ২০১৮ সালে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও তিনি দায়িত্বে ছিলেন। ১০ টেস্ট, ৬৩ ওয়ানডে ও ৪৪ টি-টোয়েন্টিতে অনফিল্ড আম্পায়ার ছিলেন সৈকত।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ারদের তালিকা:

শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকত (বাংলাদেশ), মাইকেল গফ (ইংল্যান্ড), রিচার্ড কেটলবরা (ইংল্যান্ড), রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড), অ্যালেক্স ওয়ার্ফ (ইংল্যান্ড), আহসান রাজা (পাকিস্তান), রশিদ রিয়াজ (পাকিস্তান), আসিফ ইয়াকুব (পাকিস্তান), রডনে টাকার (অস্ট্রেলিয়া), স্যাম নোগাজস্কি (অস্ট্রেলিয়া), পল রাইফেল (অস্ট্রেলিয়া), আল্লাহুদিন পালেকার (দক্ষিণ আফ্রিকা), অ্যাড্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা), নিতিন মেনন (ভারত), জয়রামন মদনগোপাল (ভারত), ক্রিস ব্রাউন (নিউজিল্যান্ড), ক্রিস গ্যাফানি (নিউজিল্যান্ড), কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা), জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ) ও ল্যাংটন রুসেরে (জিম্বাবুয়ে)।

ইসরায়েলবিরোধী পোস্ট করলেই গ্রেপ্তার করছে সৌদি

ইসরায়েলবিরোধী পোস্ট করলেই গ্রেপ্তার করছে সৌদি আরব। ছবি: সংগৃহীত

সৌদি আরবে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ ইসরায়েলবিরোধী কিছু পোস্ট করলে তাকে গ্রেপ্তার করা হচ্ছে। ইসরায়েলবিরোধী কথা বলায় ইতিমধ্যে অনেককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ।

বৃহস্পতিবার (২ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি। ইসরায়েলবিরোধী মনোভাব প্রকাশের কারণে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে রয়েছেন একটি কোম্পানির সর্বোচ্চ কর্মকর্তা। তার কোম্পানিটি সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের একটি প্রকল্পের সঙ্গে কাজ করে।

নাম গোপন রাখার শর্তে একটি সূত্র জানিয়েছে, ওই কর্মকর্তা গাজায় চলমান হামাস ও ইসরায়েল যুদ্ধ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করেছিলেন।

আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে আমেরিকান মালিকানাধীন কোম্পানিগুলোর পণ্য বয়কটের আহ্বান জানানোয়। বিশ্বের বেশিরভাগ মুসলিম দেশে ইসরায়েলি ও মার্কিন কোম্পানির পণ্য বয়কটের আহ্বান জানানো হচ্ছে। এই বয়কটের জেরে অনেক কোম্পানি তাদের ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হচ্ছে।

ব্লুমবার্গকে সৌদি সরকারের একটি সূত্র জানিয়েছে, আশঙ্কা করা হচ্ছে সৌদিতে ইরানপন্থি একটি প্রভাবের বিস্তার ঘটতে পারে। আর এই আশঙ্কা থেকে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলবিরোধী অবস্থানের কারণে ঠিক কতজনকে গ্রেপ্তার করা হয়েছে সেটি স্পষ্ট করে জানায়নি ব্লুমবার্গ।

দখলদার ইসরায়েলের সঙ্গে সৌদির কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এরমধ্যেই জানা গেল ইসরায়েলবিরোধীদের ওপর গ্রেপ্তারের মতো কঠোর ব্যবস্থা নিচ্ছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ক্ষমতাধর মুসলিম দেশ সৌদি আরব।

সর্বশেষ সংবাদ

পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত
টি-টোয়েন্টি বিশ্বকাপে ডাক পেলেন আম্পায়ার সৈকত
ইসরায়েলবিরোধী পোস্ট করলেই গ্রেপ্তার করছে সৌদি
মুন্সীগঞ্জে প্রাইভেটকার খাদে পড়ে একই পরিবারের ৩ জন নিহত
চড়া দামে গ্রাহকরা কিনছে কচ্ছপ গতির ইন্টারনেট
হামাসকে ৭ দিনের সময় দিল ইসরায়েল
বিদেশে পাড়ি জমানো কানাডিয়ানদের সংখ্যা বাড়ছে : গবেষণা
নওগাঁয় ট্রলির চাপায় সড়কে প্রাণ গেল এনজিও কর্মীর
উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে দীর্ঘ হচ্ছে বিএনপিতে বহিষ্কারের তালিকা
প্রথমবারের মতো চাঁদে স্যাটেলাইট পাঠাল পাকিস্তান
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে কঠিন শর্ত দিল সৌদি
রাজশাহীতে আগুনে পুড়ল শত বিঘা জমির পান বরজ
জিম্বাবুয়েকে হেসে-খেলে হারাল টাইগাররা
চূড়ান্ত সিদ্ধান্তে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধ করল তুরস্ক
বাংলাদেশের কোনো ভাষাকেই হারিয়ে যেতে দেওয়া যাবে না: প্রধান বিচারপতি
বৃষ্টি হতে পারে যেসব বিভাগে, যে তথ্য দিল আবহাওয়া অফিস
ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ হস্তান্তর
কাল থেকে বাড়তি ভাড়ায় চড়তে হবে ট্রেনে, কোন রুটে ভাড়া কত
সবসময় আস্থা রাখায় ধোনিকে ধন্যবাদ জানালেন মোস্তাফিজ
সুষ্ঠু ভোটের আয়োজনে প্রার্থীদেরও ভূমিকা রয়েছে : ইসি রাশেদা