যাত্রাবাড়ীর কাজলায় যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

ছবি: সংগৃহীত
রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় হানিফ ফ্লাইওভারের নিচে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে । রোববার রাত সাতটা ৪৮ মিনিটে মৌমিতা পরিবহনের বাসটিতে আগুন দেওয়ার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
