বুধবার, ৭ মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

দিনব্যাপী মেরামত শেষে প্রস্তুত মেট্রোরেলের মতিঝিল রুট

দিনব্যাপী মেরামত শেষে প্রস্তুত মেট্রোরেলের মতিঝিল রুট। ছবি: সংগৃহীত

ফার্মগেট মেট্রোরেল স্টেশনের কাছে ৪৩০ নম্বর পিলারের উপর ভায়াডাক্টের একটি বিয়ারিং প্যাড সরে যাওয়ার ঘটনায় সকাল ৯টা ৪০ মিনিট থেকে আগারগাঁও-মতিঝিল-আগারগাঁও রুটে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। তবে দিনব্যাপী মেরামত কাজ শেষে সমস্যার সমাধান করেছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এখন অপেক্ষা শুধু তাপমাত্রা কমার। এরপরই চলানো হবে ট্রেন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি জানিয়েছেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ।

মোহাম্মদ আব্দুর রউফ বলেন, ওই অংশ মেরামত করতে গিয়ে ভায়াডাক্টের তাপমাত্রা বেড়ে গেছে। ভায়াডাক্টের তাপমাত্রা এখন ৪০-এ। তাপমাত্রাটা একটু কমলে অর্থাৎ ৩২ এ নেমে এলে আমরা চলাচল শুরু করতে পারবো।

তিনি বলেন, আমাদের ৪৩০ নম্বর যে পিলার, এটার যে হেড আছে- এর মাঝখানে চারটা বিয়ারিং প্যাড আছে। এটা স্প্রিংয়ের মত কাজ করে। এটা ফ্লেক্সিবিলিটি রক্ষা করে, এর একটা কর্নারে একটা বিয়ারিং প্যাড ডিসপ্লেসমেন্ট হয়েছে। তিনি আরও বলেন, বিয়ারিং প্যাডটি ভায়াডাক্টের নিচে ও পিলারের উপরে থাকে। এটা দুই থেকে তিন ইঞ্চি দেবে গিয়েছিল। আমরা কোনো রিস্ক না নিয়ে সকাল থেকে আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল বন্ধ রেখেছি। এখন মেরামত শেষ করে মেট্রোরেল চলাচলের জন্য সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে।

রাজধানীর দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেলের উড়াল পথের একটি ভায়াডাক্টের স্প্রিং সরে যায়। এতে ভায়াডাক্টের রুট অ্যালাইনমেন্ট কিছুটা উঁচু-নিচু হয়। ফলে চলাচলে ঝুঁকি তৈরি হলে আগারগাঁও-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে স্প্রিং সরে যাওয়ার ঘটনা বুঝতে পারে মেট্রোরেল কর্তৃপক্ষ।

এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীল একটি সূত্র জানায়, রাজধানীর ফার্মগেট ও বিজয় সরণির মাঝামাঝি এলাকায় একটি অংশে ভায়াডাক্ট দেবে যায়।

Header Ad
Header Ad

পাকিস্তানের হামলায় দুই শিশুসহ ভারতে নিহত ১০

জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি বাহিনীর গুলি এবং কামানের গোলার আঘাতে ১০ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তাদের মধ্যে দুই শিশুও রয়েছে।

ভারতীয় সেনাবাহিনী বলছে, নিহত সবাই বেসামরিক নাগরিক। এছাড়া পাকিস্তানের এ হামলায় আরও অনেকে আহত হয়েছেন বলে জানানো হয়েছে। খবর এনডিটিভি’র।

তবে পাকিস্তানকে ‘আনুপাতিক জবাব' দেয়া হয়েছে বলে উল্লেখ করেছে ভারতীয় সেনাবাহিনী।
পাকিস্তানে ভারতের হামলায় ২৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। হামলায় আহত হয়েছেন কমপক্ষে ৪৬ জন।

পাকিস্তানের সেনাপ্রধানও একই তথ্য দিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে।
এর আগে পাকিস্তানে ভারতের হামলায় আটজনের মৃত্যুর খবর পাওয়া যায়। পরে এ সংখ্যা বেশি বলা হলেও তা মঙ্গলবার রাতভর সীমান্তবর্তী গোলাবর্ষণের ফলাফল কি না, সেটি স্পষ্ট নয়।

Header Ad
Header Ad

টাঙ্গাইলে রায়হান হত্যা মামলার ১৪ ঘণ্টা পর প্রধান আসামি ইব্রাহীম গ্রেফতার

রায়হান হত্যা মামলার প্রধান আসামি ইব্রাহীম। ছবি: ঢাকাপ্রকাশ

টাঙ্গাইলের কালিহাতীতে আলোচিত সলিট হত্যা মামলার প্রধান আসামি রায়হান (৩৫)–কে কুপিয়ে হত্যার ঘটনায় ১৪ ঘণ্টা পর প্রধান আসামি ইব্রাহীম (৩৫)—কে গ্রেফতার করেছে কালিহাতী থানা পুলিশ। মঙ্গলবার (৬ মে) দুপুরে তথ্য প্রযুক্তির সহায়তায় টাঙ্গাইলের বাসাইল থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ইব্রাহীম উপজেলার রামদিয়া এলাকার আয়নাল হকের ছেলে। কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া ঢাকাপ্রকাশকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

কালাম ভূঁইয়া বলেন, রায়হান হত্যা ঘটনায় মামলা দায়ের হওয়ার পর জেলা পুলিশ সপুারের দিকনির্দেশনায় ১৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামি ইব্রাহীমকে গ্রেফতার করতে সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ৪ মে রবিবার রাত তিন টার দিকে উপজেলার বল্লা ইউনিয়নের কুকরাইল গ্রামে রায়হান নামে মাদকাসক্ত এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে সোমবার ৫ মে সকালে পুলিশ খবর পেয়ে একই এলাকার একটি পুকুর থেকে রক্তাক্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ।

এরপর রায়হানের বাবা বাদল মিয়া বাদী হয়ে কালিহাতী থানায় ইব্রাহীমকে প্রধান আসামি করে জনি ও রুবেলসহ অজ্ঞাত আরও ৫/৬ জনকে আসামি করে মামলা দায়ের করে।

রায়হান উপজেলার রামপুর এলাকার আলোচিত সলিট হত্যা মামলার প্রধান আসামি ছিলেন। এছাড়াও তার বিরুদ্ধে নিয়মিত মাদক সেবন ও বিক্রি করার একাধিক অভিযোগ রয়েছে।

Header Ad
Header Ad

সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন শক্তিশালী জাতীয় ঐক্য: উপদেষ্টা আসিফ

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত

সার্বভৌমত্ব রক্ষায় শক্তিশালী জাতীয় ঐক্য প্রয়োজন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (৭ মে) ভোর ৪টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে এ কথা বলেন তিনি।

পোস্টে উপদেষ্টা আসিফ লেখেন, সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন শক্তিশালী জাতীয় ঐক্য ও সংহতি।

এদিকে রাতে ফেসবুকে এক পোস্টে সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

পোস্টে হাসনাত লেখেন, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাই ঐক্যবদ্ধ থাকুন।

এর আগে মঙ্গলবার রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে ধর্মীয় চাপের মুখে নারী সংস্কার কমিশনের সংস্কার প্রতিবেদন বাতিল করা হবে কি না এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, নারী সংস্কার কমিশনের যে প্রস্তাব তা একটি কমিশনের প্রস্তাব, সরকারি সিদ্ধান্ত নয়। আমাদের যতগুলো সংস্কার কমিশন হয়েছে সবগুলোর ব্যাপারে কিছু না কিছু ক্ষেত্রে ভিন্নমত এসেছে। নারী সংস্কার কমিশনের যে প্রস্তাব সেখানেও ভিন্ন মত থাকতেই পারে।

তিনি বলেন, অধিকাংশ ক্ষেত্রেই ভিন্নমত শালীনভাবে প্রকাশ করা হয়েছে। কিন্তু কিছু ক্ষেত্রে অত্যন্ত বিদ্বেষমূলক, আক্রমণাত্মক এবং নারী শুধু নয়, গোটা জাতির প্রতি অবমাননাকরভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। আমরা এটা আশা করি না। সমাজে ভিন্নমতের চর্চা থাকবে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

পাকিস্তানের হামলায় দুই শিশুসহ ভারতে নিহত ১০
টাঙ্গাইলে রায়হান হত্যা মামলার ১৪ ঘণ্টা পর প্রধান আসামি ইব্রাহীম গ্রেফতার
সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন শক্তিশালী জাতীয় ঐক্য: উপদেষ্টা আসিফ
ভারতের হামলা থেকে রক্ষা পেল না মসজিদ, নারী-শিশুরা
৭ গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে বার্সাকে হারিয়ে ফাইনালে ইন্টার মিলান
পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা ‘ লজ্জাজনক’: ডোনাল্ড ট্রাম্প
কানাডাকে বিনিয়োগ সম্পর্ক শক্তিশালী করার আহ্বান প্রধান উপদেষ্টার
ভারতের ৫ যুদ্ধবিমান ভূপাতিত করলো পাকিস্তান, নিহত ৩
পাকিস্তানে মিসাইল ছুড়ল ভারত, শিশুসহ নিহত ৮
নৌ নিরাপত্তা নিশ্চিতকরণে সকল সংস্থাকে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার
বাংলাদেশের হয়ে খেলার জন্য ফিফার অনুমতি পেলেন শমিত সোম
পাকিস্তানে গোলাগুলিতে সেনা সদস্যসহ নিহত ৯
গুলিসহ এসআইয়ের পিস্তল চুরি, ক্লোজড চাঁদপুরে রাকিব
মালয়েশিয়ায় অবৈধ অবস্থানের অভিযোগে ১১৪ বাংলাদেশি আটক
টাঙ্গাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের, আহত ২
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের শ্বশুরবাড়িতে হামলা, লুটপাট ও ভাঙচুর, আটক ৪
পর্তুগাল দলে ডাক পেলেন রোনালদোর ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়র
নির্মাতা চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
চাকুরি ফেরত পেতে পুলিশের চাকুরিচ্যুত এসআইদের আর্তনাদ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আকাশি বিলে টর্নেডো