রাজধানী

হাজারীবাগ বাজারে ট্যানারি গোডাউনে ভয়াবহ আগুন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ :১৭ জানুয়ারি ২০২৫, ০৩:০৯ এএম

হাজারীবাগ বাজারে ট্যানারি গোডাউনে ভয়াবহ আগুন
হাজারীবাগ বাজারে ট্যানারি গোডাউনে ভয়াবহ আগুন। ছবি: সংগৃহীত

রাজধানীর হাজারীবাগ বাজারের একটি ট্যানারি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানান, আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ শুরু করে। পরে পরিস্থিতি বিবেচনায় আরও চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, "আগুনের কারণ এখনও স্পষ্ট নয়। তবে আমাদের টিম পরিস্থিতি সামাল দিতে কাজ করছে।"

অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ট্যানারি গোডাউনের ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্ত চলছে।