বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ | ২৯ জ্যৈষ্ঠ ১৪৩২
Dhaka Prokash

জবি ছাত্রীর আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার

জবি ছাত্রী প্রত্যাশা মজুমদার ও প্রেমিক ইয়াছিন। ছবি: সংগৃহীত

রাজধানীর লক্ষ্মীবাজারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সংগীত বিভাগের শিক্ষার্থী প্রত্যাশা মজুমদার অথৈর মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা প্রণব মজুমদার (৫৯) বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে সূত্রাপুর থানা মামলা করেন।

মামলায় ইয়াছিন মজুমদার (২৩) নামের এক তরুণকে অভিযুক্ত করা হয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

মামলায় বাদী অভিযোগ করেন, ‘ইয়াছিন দীর্ঘদিন ধরে অথৈকে উত্যক্ত করছিল। স্কুলজীবনে তাদের মধ্যে পরিচয় ছিল। আমার মেয়ে ঢাকা চলে এলে ইয়াছিন তাকে অনুসরণ করে ঢাকায় আসে এবং লালবাগ থানা এলাকায় এক রেস্টুরেন্টে চাকরি নেয়। তিনি আগের মতোই আমার মেয়েকে উত্যক্ত করতেন। পরবর্তীতে ইয়াছিন কৌশলে প্রেমের সম্পর্ক গড়ে।

একপর্যায়ে মিথ্যা অপবাদ দিয়ে অথৈকে মানসিকভাবে নির্যাতন করতে থাকে। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সংগীত উৎসবের অনুশীলন শেষে বাসায় ফেরার পথে ইয়াসিন অথৈকে গালমন্দ করে ও উৎসবে অংশ না নিতে চাপ দেয়। পরে রুমের দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার। ওই বাড়ির মালিকের স্ত্রী জ্যোৎস্না বেগম প্রথমে ঘটনাটি জানতে পারেন। এরপর ইয়াছিন মজুমদারসহ কয়েকজন অথৈকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এ বিষয়ে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘আমরা অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করেছি। কোর্টে চালান দিয়েছে। আইনানুগ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, ‘মামলায় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রশাসনকে বলেছি, আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিতে।’

এরআগে, গত মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে সূত্রাপুরের সোহরাওয়ার্দী কলেজের পেছনের একটি ভাড়া মেস থেকে প্রত্যাশা মজুমদার অথৈর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

সহপাঠীরা জানান, মঙ্গলবার বিকেলে অথৈর মেস থেকে তার প্রেমিক ইয়াসিন মজুমদার তাকে উদ্ধার করে প্রথমে ন্যাশনাল মেডিকেল ইন্সটিটিউট এবং পরে মিডফোর্ড হাসপাতালে নিয়ে যান।

Header Ad
Header Ad

ফিফা র‍্যাংকিংয়ে বড় লাফ বাংলাদেশের

ছবি: সংগৃহীত

নারী ফুটবলের র‍্যাংকিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যেখানে ৫ ধাপ এগিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। মার্চে প্রকাশিত র‍্যাংকিংয়ে ১৩৩ নম্বরে ছিল লাল-সবুজের প্রতিনিধিরা। বৃহস্পতিবার (১২) প্রকাশিত র‍্যাংকিংয়ে ১২৮ নম্বরে উঠে এসেছে পিটার বাটলারের শিষ্যরা।

 

ছবি: সংগৃহীত

বাংলাদেশের মেয়েরা মে মাসে নারী ফিফা উইন্ডোতে জর্ডানে ত্রিদেশীয় সিরিজ খেলেছে। স্বাগতিক জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে ড্র করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। যথাক্রমে ৩৯ ও ৫৯ ধাপ এগিয়ে থাকা ইন্দোনেশিয়া ও জর্ডানকে রুখে দেওয়ায় বাংলাদেশের র‌্যাঙ্কিং পয়েন্ট ১০৯২ থেকে বেড়ে ১০৯৯.৩৬ হয়েছে। এতেই ৫ ধাপ উন্নতি হয়েছে র‍্যাংকিংয়ে।

নারী র‍্যাংকিংয়ে শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এবারের র‍্যাংকিংয়ে সর্বোচ্চ ৭ ধাপ উন্নতি হয়েছে মিশরের। সবচেয়ে বেশি ৫ ধাপ অবনমন সংযুক্ত আরব আমিরাতের। র‍্যাংকিংয়ের শীর্ষ পাঁচে আছে যথাক্রমে যুক্তরাষ্ট্র, স্পেন, জার্মানি, ব্রাজিল ও ইংল্যান্ড।

 

ছবি: সংগৃহীত

চার ধাপ উন্নতি করে ব্রাজিলের মেয়েরা চার নম্বরে এবং এক ধাপ পিছিয়ে পাঁচে নেমেছে ইংল্যান্ড। দুই ধাপ পিছিয়ে জাপান সাত, এক ধাপ পিছিয়ে কানাডা আট এবং এক ধাপ এগিয়ে ফ্রান্সের মেয়েরা ১০ নম্বরে উঠেছে।

 

Header Ad
Header Ad

ভারতে বিধ্বস্ত সেই বিমানে ছিলেন গুজরাতের সাবেক মুখ্যমন্ত্রী

গুজরাতের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী । ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গুজরাটের আহমেদাবাদে যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। দেশটির বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার ওই বিমানে অন্তত ২৪২ যাত্রী ছিল। এই ঘটনায় বিমানের বহু যাত্রীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

দুর্ঘটনাগ্রস্ত ওই বিমানে রাজ্য়ের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপাণীও যাত্রী ছিলেন বলে জানা যাচ্ছে। আহমেদাবাদে থেকে লন্ডন যাচ্ছিল বিমানটি। জানা যাচ্ছে, লন্ডনে মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন তিনি। বিমানে আরও বেশ কয়েক জন ভিভিআইপি যাত্রীও ছিলেন বলে জানা যাচ্ছে।

বিজয়ের বাড়ির বাইরে তার সমর্থকদের ভিড় দেখা যাচ্ছে। তাঁর স্ত্রী অঞ্জলিও লন্ডনে রয়েছেন বলে জানা যাচ্ছে। স্ত্রীকে আনতেও যাচ্ছিলেন বিজয়।

বৃহস্পতিবার দুপুর ১টা বেজে ৩৯ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানে ২৪২ জন যাত্রী যাত্রী ছিলেন বলে জানা যাচ্ছে। কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে জানা যাচ্ছে। বসতি এলাকার বেশকিছু বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। আর সেই বিমানেই যাত্রী ছিলেন বিজয় রূপাণী। কয়েক জন শিশুও ছিল বিমানে। দুই পাইলট-সহ বিমানকর্মীর সংখ্যা ছিল ১২।

জানা যাচ্ছে, এদিন ২৩ নম্বর রানওয়ে থেকে উড়ানের কিছুক্ষণের মধ্যেই পাইলট বার্তা পাঠান। আর তার কয়েক সেকেন্ডের মধ্যেই তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায়। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক মেঘানি নগরের মতো জনবহুল এলাকা। যে বহুতলের উপর ভেঙে পড়ে বিমানটি, সেটি ভস্মীভূত হয়ে গিয়েছে। বিমান দুর্ঘটনার পর পরিস্থিতি সম্পর্কে জানতে মুখ্যমন্ত্রীকে ফোন করেন অমিত শাহ।

এয়ার ইন্ডিয়ার বিমানযাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ১ কানাডার এবং ৭ পর্তুগিজ ছিলেন। এই প্রথম কোনও বোয়িং ৭৮৭ বিমান দুর্ঘটনাগ্রস্ত হল।

Header Ad
Header Ad

মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৪, মোটরসাইকেল আরোহীই ২৫৬

ছবি কোলাজ: ঢাকাপ্রকাশ

গত মে মাসে সারা দেশে সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে ৬৫৮ জন মানুষের মৃত্যু হয়েছে, যার মধ্যে সড়ক দুর্ঘটনাতেই প্রাণ হারিয়েছেন ৬১৪ জন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১,২১০ জন।

বৃহস্পতিবার (১২ জুন) যাত্রী কল্যাণ সমিতির প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। সংগঠনটি দেশের বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিক এবং অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বিশ্লেষণ করে এই পরিসংখ্যান তৈরি করেছে।

প্রতিবেদনে বলা হয়, শুধু মে মাসেই দেশের বিভিন্ন এলাকায় ৫৯৭টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ৬১৪ জন এবং আহত হন ১,১৯৬ জন। এ সময় রেলপথে ৪৮টি দুর্ঘটনায় ৩৫ জন নিহত এবং ১৪ জন আহত হন। পাশাপাশি নৌপথে ৭টি দুর্ঘটনায় ৯ জন নিহত ও ১০ জন নিখোঁজ রয়েছেন।

সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রাণ গেছে মোটরসাইকেল আরোহীদের। মে মাসে ২৩৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৫৬ জন, যা মোট সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে প্রায় ৪২ শতাংশ।

ভৌগোলিকভাবে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে- ১৩৯টি দুর্ঘটনায় ১৪৮ জন নিহত ও ২৭১ জন আহত। অপরদিকে সবচেয়ে কম দুর্ঘটনা হয়েছে বরিশাল বিভাগে, যেখানে ৩০টি দুর্ঘটনায় প্রাণ গেছে ৩০ জনের।

প্রতিবেদনে আরও জানানো হয়, দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন চালক ১৪২ জন, পথচারী ৯৫ জন, নারী ৫৯ জন, শিশু ৫৪ জন, শিক্ষার্থী ৬৬ জন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ৩ জন, চিকিৎসক ২ জন ও রাজনৈতিক দলের ৭ জন নেতাকর্মী।

পরিসংখ্যান অনুযায়ী, মে মাসে দুর্ঘটনার শিকার হওয়া যানবাহনের মধ্যে সবচেয়ে বেশি ছিল মোটরসাইকেল—মোট ২৯.৪১ শতাংশ। এরপর ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান ২২.৫৩ শতাংশ, বাস ১২.৪৮ শতাংশ, এবং ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক ১৪.১৭ শতাংশ।

দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে উঠে এসেছে গাড়িচাপা (৪৯.০৭%), মুখোমুখি সংঘর্ষ (২৪.৯৫%) এবং নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়া (২০.১০%)।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ফিফা র‍্যাংকিংয়ে বড় লাফ বাংলাদেশের
ভারতে বিধ্বস্ত সেই বিমানে ছিলেন গুজরাতের সাবেক মুখ্যমন্ত্রী
মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৪, মোটরসাইকেল আরোহীই ২৫৬
ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষ, আহত শতাধিক
ভারতে যেভাবে ২৪২ যাত্রীকে নিয়ে বিধ্বস্ত হলো বিমান (ভিডিও)
ঈদে দাওয়াতে না যাওয়ায় জামাইকে বেধড়ক মারধর, শ্বশুরবাড়ির হামলায় আহত মা ও ভগ্নিপতি
শ্রীলঙ্কা সিরিজে ভালো কিছু করতে মুখিয়ে আছেন শান্তরা
কানাডায় নয়, স্টারমার যুক্তরাজ্যেই আছেন: ভুল স্বীকার করলেন প্রেসসচিব
মৌলভীবাজার সীমান্তে এক মাসে ৩৩৭ জনকে পুশইন, রোহিঙ্গারাও রয়েছে তালিকায়
শিক্ষক নিবন্ধনে বাদ যাচ্ছে প্রিলি, থাকবে শুধু লিখিত-মৌখিক পরীক্ষা
টাঙ্গাইলে আপত্তিকর অবস্থায় পরকীয়া প্রেমিকসহ মহিলা লীগ নেত্রী আটক
৩১৭ জনকে চাকরি দিচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
টাঙ্গাইলে উদ্ধারকৃত ১১টি মর্টার শেল যমুনা নদীতে নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী
আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা, ২০০ জনের মৃত্যুর আশঙ্কা
বুবলীর কর্মকাণ্ড একদমই মাথায় নিও না: অপুকে শাকিব!
লন্ডনে আজ ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন ড. ইউনূস
ড. ইউনূস-তারেক রহমান বৈঠক উপলক্ষে লন্ডনে পৌঁছালেন আমীর খসরু
‘‘জাম খাবেন? জেনে নিন স্বাস্থ্য উপকারিতা’’
লালমনিরহাটে ফের ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর বাধায় ব্যর্থ বিএসএফ
শনিবার থেকে ঢাকার বিভিন্ন স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপির গণবিজ্ঞপ্তি