বুধবার, ১৪ মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম

ছবি: সংগৃহীত

টানা দুই দফা কমানোর পর ফের দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ১৫৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে নতুন দরের কথা জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বৃহস্পতিবার থেকে নতুন দাম কার্যকর হবে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে।

এর আগে সোমবার ও মঙ্গলবার দুই দফায় কমানো হয় স্বর্ণের দাম। তার আগে গত ২০, ২২ ও ২৪ নভেম্বর তিন দফা স্বর্ণের দাম বাড়ানো হয়।

এদিকে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম ২,৫৭৮ টাকা, ২১ ক্যারেটের দাম ২,৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ২,১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১,৫৮৬ টাকা।

Header Ad
Header Ad

চট্টগ্রাম বন্দরকে বাদ দিয়ে অর্থনীতির অগ্রগতি অসম্ভব: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃদপিণ্ড উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “এই বন্দরকে বাদ দিয়ে দেশের অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচন সম্ভব নয়।”

বুধবার (১৪ মে) সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, “চট্টগ্রাম বন্দর নিয়ে আগে শুধু লেখালেখি করেছি। এবার সরেজমিনে দেখে কাজ শুরু করার সুযোগ পেয়েছি। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই বন্দরের সক্ষমতা বাড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, “প্রথম দিন থেকেই চেষ্টা করছি চট্টগ্রাম বন্দরের কাঠামোগত ও প্রযুক্তিগত উন্নয়ন ঘটিয়ে এটিকে একটি সত্যিকারের আন্তর্জাতিক মানের বন্দর হিসেবে গড়ে তোলার।”

বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে আন্তর্জাতিক সহযোগিতা ও বিদেশি অংশগ্রহণ প্রয়োজন বলে মন্তব্য করেন ড. ইউনূস। তিনি জানান, এ লক্ষ্যে সরকার বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

সকাল সোয়া ৯টার দিকে চট্টগ্রামে পৌঁছান ড. ইউনূস। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম চট্টগ্রাম সফর। সফরসূচি অনুযায়ী তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশগ্রহণ ও কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Header Ad
Header Ad

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র

মার্কিন পররাষ্ট্র দফতরের উপ মুখপাত্র টমি পিগট। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা এবং দলটির নিবন্ধন স্থগিত করার পর বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র দফতরের উপ মুখপাত্র টমি পিগট বলেছেন, “আমরা কোনো একক রাজনৈতিক দলকে সমর্থন করি না। যুক্তরাষ্ট্র একটি মুক্ত, গণতান্ত্রিক প্রক্রিয়া, ন্যায়সংগত ও আইনি আচরণে বিশ্বাস করে। একইসঙ্গে প্রতিটি ব্যক্তির মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে সমর্থন করি।”

মঙ্গলবার (১৩ মে) ওয়াশিংটন ডিসিতে নিয়মিত ব্রিফিংয়ে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমরা জানি যে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করেছে। তবে আমরা সব দেশের প্রতিই আহ্বান জানাই—তারা যেন মতপ্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ এবং সংগঠনের স্বাধীনতাকে সম্মান করে। এই নীতিগুলোই যুক্তরাষ্ট্রের অবস্থান।”

এর আগে সোমবার রাতেই আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সরকারি প্রজ্ঞাপনের পর দলটির নিবন্ধনও স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের বিরুদ্ধে সম্প্রতি মানবাধিকার লঙ্ঘন, গণতন্ত্র সংকোচন ও দুর্নীতির অভিযোগ উঠেছে, যার ভিত্তিতে অন্তর্বর্তী সরকার তদন্ত ও বিচার কার্যক্রম শুরু করেছে বলে জানা গেছে।

Header Ad
Header Ad

গাজায় যুদ্ধ বন্ধ নয়, কেবল অস্থায়ী যুদ্ধবিরতির ইঙ্গিত নেতানিয়াহুর

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে চলমান যুদ্ধ পুরোপুরি বন্ধ হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে তিনি বলেছেন, কিছু জিম্মির মুক্তির বিনিময়ে কেবল অস্থায়ী যুদ্ধবিরতির কথা বিবেচনায় আনা যেতে পারে।

মঙ্গলবার (১৩ মে) রাতে আহত ইসরায়েলি সেনাদের সঙ্গে সাক্ষাৎকালে নেতানিয়াহু বলেন, “হামাসকে নির্মূল করা এবং আমাদের সব জিম্মিকে মুক্ত করা—এই দুই কাজ একসঙ্গে চলবে। হামাস যদি বলে—‘আমরা আরও ১০ জন মুক্তি দিতে চাই’, তবু আমরা যুদ্ধ বন্ধ করব না।”

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, জোটসঙ্গীদের আশ্বস্ত করে নেতানিয়াহু আরও বলেছেন, “হামাস যদি অস্ত্র ত্যাগ না করে, তবে ইসরায়েল কেবল একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে যেতে পারে—তাও নির্দিষ্ট শর্তে, যেমন বন্দি বিনিময়।”

তিনি আরও জানান, “আগামী কয়েক দিনের মধ্যে আমরা পূর্ণ শক্তি নিয়ে হামাসকে পরাজিত করতে অভিযান শুরু করব। আমাদের সেনারা ইতোমধ্যে গাজায় মোতায়েন রয়েছে।”

এর আগে সোমবার নেতানিয়াহুর দপ্তর এক বিবৃতিতে জানায়, সম্ভাব্য যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি নিয়ে আলোচনা করতে একটি আলোচক দল কাতারে পাঠানো হয়েছে। দলটি মার্কিন সহযোগিতায় দোহায় অবস্থান করবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।

উল্লেখ্য, গাজায় ইসরায়েলি অভিযানে হাজার হাজার ফিলিস্তিনি নিহত ও লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। আন্তর্জাতিক মহল ক্রমাগত যুদ্ধবিরতির আহ্বান জানালেও নেতানিয়াহু তার আগ্রাসন চালিয়ে যাওয়ার ঘোষণায় অনড় রয়েছেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

চট্টগ্রাম বন্দরকে বাদ দিয়ে অর্থনীতির অগ্রগতি অসম্ভব: প্রধান উপদেষ্টা
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র
গাজায় যুদ্ধ বন্ধ নয়, কেবল অস্থায়ী যুদ্ধবিরতির ইঙ্গিত নেতানিয়াহুর
সাম্য হত্যায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিতের দাবি এনসিপি নেতা হাসনাতের
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতকে সার্বভৌমত্ব প্রতি সম্মান জানানোর কথা বললেন প্রেস সচিব
ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আটক ২
গ্যাস কূপ খননে গতি আনতে রিগ কিনছে বাংলাদেশ: চলছে প্রস্তুতি, বাড়ছে সম্ভাবনা
সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী নিহত
আবারও বাড়ল স্বর্ণের দাম
নওগাঁ জেলা যুবদলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন
কৃষি সচিবের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়নি, বাকৃবিতে ফের রেলপথ অবরোধ
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আবারও বন্দুকযুদ্ধ, নিহত ৩
জাপান যেতে আগ্রহীদের জন্য সুখবর, জেনেন নিন খুঁটিনাটি
জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবি জুলাই ঐক্যের
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় উদ্বিগ্ন ভারত, দ্রুত নির্বাচনের তাগিদ
খাদ্য অধিদপ্তরে ১৭৯১ পদে বিশাল নিয়োগ, আবেদন অনলাইনে
চুয়াডাঙ্গায় ভুট্টাখেত থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘শক্তি’, বাংলাদেশে আঘাত হানবে কবে?
ভারতের পেট্রাপোলে বিজিবি-বিএসএফের সীমান্ত বৈঠক অনুষ্ঠিত
এনবিআর বিলুপ্ত প্রসঙ্গে যা জানালেন অর্থ উপদেষ্টা