
গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ
২৪ মে ২০২৩, ০৯:৪৬ এএম | আপডেট: ০২ জুন ২০২৩, ১২:৩৭ এএম

গুচ্ছভুক্ত দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক ও বিবিএ প্রথম বর্ষে শিক্ষার্থীদের মানবিক বিভাগের ‘বি’ ইউনিটের সমন্বিত ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় পাসের হার ৫৬ দশমিক ৩২ শতাংশ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ভর্তি কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক মঙ্গলবার (২৪ মে) রাতে ফলাফল প্রকাশের বিষয়টি জানিয়েছেন। এরই মধ্যে সংশ্লিষ্ট ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ফলাফল দেখতে পারবেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক জানান, ‘বি’ ইউনিটে সর্বোচ্চ নম্বর ৯৩.২৫ এবং সর্বনিম্ন নম্বর মাইনাস (-) ১১.২৫।
‘প্রথম স্থান অধিকার করেছেন সিসরাত জাহান। তার রোল ৩০৯১৪৭ ও কেন্দ্র জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং তার কলেজ ছিল কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ।’
তিনি আরও জানান, ‘বি’ ইউনিটে মোট পরীক্ষার্থী আবেদন করেন ৯৬ হাজার ৪৩৪ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৯৪ হাজার ৬৪১ জন, যা মোট আবেদনকারীর ৯৮ দশমিক ১৪ শতাংশ। এছাড়া অনুপস্থিত ছিলেন এক হাজার ৭৯৩ জন অর্থাৎ ১ দশমিক ৮৬ শতাংশ।
ড. মো. ইমদাদুল হক জানান, ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৫৩ হাজার ২৯৬ জন। যা পরীক্ষায় অংশগ্রহণকারীর ৫৬ দশমিক ৩২ শতাংশ। এ ছাড়াও অকৃতকার্য হয়েছেন ৪১ হাজার ৩৩৮ জন। অর্থাৎ পরীক্ষার্থীদের ৪৩ দশমিক ৬৮ শতাংশ। অকৃতকার্য সবাই ৩০ এর কম নম্বর পেয়েছেন। এদিকে ৭ জন পরীক্ষার্থীর খাতা বাতিল হয়েছে। এদের মধ্যে ২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার, রোল নম্বর ভুল লিখায় ৪ জনের খাতা বাতিল ও সেট নম্বর ভুল লিখায় একজনের খাতা মূল্যায়ন করা হয়নি।
গুচ্ছভুক্ত টেকনিক্যাল সাব-কমিটির একাধিক সূত্র জানায়, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৯০ ও এর বেশি পেয়েছেন দুইজন, ৮০ ও এর বেশি পেয়েছেন ১০৩ জন, ৭৫ ও এর বেশি পেয়েছেন ৩৪৫ জন, ৭০ ও এর বেশি পেয়েছেন ৯৯১ জন, ৬৫ ও এর বেশি পেয়েছেন ২ হাজার ৩৩৩ জন, ৬০ ও এর বেশি পেয়েছেন ৪ হাজার ৮৪১ জন, ৫৫ ও এর বেশি পেয়েছেন ৮ হাজার ৯৮৫ জন, ৫০ ও এর বেশি পেয়েছেন ১৪ হাজার ৯৭০ জন, ৪৫ ও ওর বেশি পেয়েছেন ২২ হাজার ৫৮৩ জন, ৪০ ও এর বেশি পেয়েছেন ৩১ হাজার ৭৩৬ জন, ৩৫ ও এর বেশি পেয়েছেন ৪২ হাজার ৪৫ জন এবং ৩০ ও এর বেশি পেয়েছেন ৫৩ হাজার ২৯৬ জন।
এর আগে গত ২০ মে দেশের ২২টি পাবলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সর্বমোট ১৯টি কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা নেওয়া হয়েছে।
আরএ/