বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

তিতুমীরকে নয় রাজশাহী কলেজকে বিশ্ববিদ্যালয় করা উচিত : শিক্ষা উপদেষ্টা  

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। ছবিঃ সংগৃহীত

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ৭ কলেজকে নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য একটি কমিটি কাজ করছে। তবে তিতুমীর কলেজকে বিশেষ কোনো সুবিধা দেয়ার সুযোগ নেই।

রোববার (২ ফেব্রুয়ারি) একনেক মিটিং শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

শিক্ষা উপদেষ্টা বলেন, আন্দোলন করা ভালো। তবে জনদুর্ভোগের বিষয়টি মাথায় রেখে শিক্ষার্থীদের কর্মসূচি দিতে হবে। তিতুমীর কলেজের অনেক শিক্ষার্থী ক্লাসে ফিরে যেতে চায়। তারা জনদুর্ভোগ চায় না। শিক্ষার্থীদের একসময় পরীক্ষায় বসতে হবে। পড়ালেখা না করে পরীক্ষা দিলে তাদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হবে। এ সময় শিক্ষার্থীদের দাবি মুখে সরকার কোনো অযৌক্তিক কোনো সিদ্ধান্ত নেবে না বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, এই মুহূর্তে রাজশাহী কলেজকে বিশ্ববিদ্যালয় করা উচিত বলে আমি মনে করি। কারণ এটি বাংলাদেশের সবচেয়ে পুরনো কলেজ। সাত কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় একে অপরকে চায় না। তাই এই কলেজগুলোকে নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় করার প্রক্রিয়া চলছে। তবে এর মধ্যে দাবি বাস্তবায়নে সময় বেঁধে দেয়া কাঙ্ক্ষিত নয়।

Header Ad
Header Ad

গাজীপুরে ছেলেকে গলা কেটে হত্যার পর থানায় হাজির বাবা

ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে মাদকাসক্ত ছেলেকে গলা কেটে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন এক বাবা। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ৩টার দিকে শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের নানাইয়া আটিপাড়ার গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত মো. আনোয়ার হোসেন (২৮) শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের নানাইয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রাত ৩টার দিকে পারিবারিক দ্বন্দ্বে মোহাম্মদ আলী তার ছেলে আনোয়ার হোসেনকে গলা কেটে হত্যা করেন। এতে ঘটনাস্থলেই ছেলের মৃত্যু হয়। এ ঘটনার পরই বাবা মোহাম্মদ আলী শ্রীপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন এবং হত্যার বিষয়টি স্বীকার করেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মণ্ডল জানান, আসামি নিজেই থানায় এসে হত্যার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Header Ad
Header Ad

রমনা বটমূলে বোমা হামলা: হাইকোর্টের রায় ৮ মে

ছবি: সংগৃহীত

দুই যুগ আগে রাজধানীর রমনা বটমূলে পয়লা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আপিলের ওপর রায়ের জন্য আগামী ৮ মে তারিখ ধার্য করেছেন হাইকোর্ট।

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার রায়ের এ তারিখ ধার্য করেন।

এর আগে আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আপিলের ওপর শুনানি শেষ গত ১৮ ফেব্রুয়ারি হাইকোর্ট মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন। আজ বিষয়টি আদেশের জন্য আদালতের কার্যতালিকায় ওঠে। আদালত রায় ঘোষণার জন্য তারিখ ধার্য করেন।

২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে পয়লা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলা হয়। এতে ঘটনাস্থলেই ৯ জন নিহত হন। পরে হাসপাতালে মারা যান একজন। এ ঘটনায় করা মামলা রমনায় বোমা হামলা মামলা হিসেবে পরিচিত পায়।

মামলায় বিচারিক আদালতের রায়ের পর ২০১৪ সালে আসামিদের ডেথ রেফারেন্স অনুমোদনের জন্য হাইকোর্টে আসে। অন্যদিকে কারাগারে থাকা দণ্ডিত আসামিরা জেল আপিল ও নিয়মিত আপিল করেন। ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য গত বছরের ৮ ডিসেম্বর হাইকোর্টের ওই বেঞ্চের কার্যতালিকায় ওঠে। পেপারবুক উপস্থাপনের মধ্যে দিয়ে শুনানি শুরু হয়।

আদালতে আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও সরওয়ার আহমেদ। দুই আসামির পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির শুনানি করেন, সঙ্গে ছিলেন আইনজীবী যায়েদ বিন আমজাদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আসিফ ইমরান।

রাজধানীর রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ২০১৪ সালের ২৩ জুন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিন রায় দেন। রায়ে মুফতি হান্নানসহ আটজনের মৃত্যুদণ্ড এবং ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

মুফতি হান্নান ছাড়া মৃত্যুদণ্ডে দণ্ডিত ব্যক্তিরা হলেন আকবর হোসেন, আরিফ হাসান, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর ভাই মো. তাজউদ্দিন, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, আবু বকর ওরফে হাফেজ সেলিম হাওলাদার, আবদুল হাই ও শফিকুর রহমান। তবে সিলেটে গ্রেনেড হামলার মামলায় মুফতি হান্নানের মৃত্যুদণ্ড ইতিমধ্যে কার্যকর হয়েছে।

বিচারিক আদালতের রায়ে যাবজ্জীবন দণ্ডিত ব্যক্তিরা হলেন শাহাদাতউল্লাহ জুয়েল, সাব্বির, শেখ ফরিদ, আব্দুর রউফ, ইয়াহিয়া ও আবু তাহের।

কোনো ফৌজদারি মামলায় বিচারিক আদালতের রায়ে কোনো আসামির মৃত্যুদণ্ড হলে তা কার্যকরে হাইকোর্টের অনুমোদন লাগে। এটি ডেথ রেফারেন্স মামলা হিসেবে পরিচিত। পাশাপাশি দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে আসামিদের জেল আপিল, নিয়মিত আপিল ও বিবিধ আবেদন করার সুযোগ রয়েছে। ডেথ রেফারেন্স এবং এসব আপিল ও আবেদনের ওপর সাধারণত একসঙ্গে শুনানি হয়ে থাকে।

মামলায় বিচারিক আদালতের রায়ের পর আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদনের (ডেথ রেফারেন্স) জন্য রায়সহ নথিপত্র হাইকোর্টে আসে, যা ২০১৪ সালে ডেথ রেফারেন্স মামলা হিসেবে নথিভুক্ত হয়। এরপর শুনানির পূর্বপ্রস্তুতি হিসেবে পেপারবুক (মামলার বৃত্তান্ত) তৈরি করা হয়। অন্যদিকে কারাগারে থাকা আসামিরা পৃথক আপিল ও জেল আপিল করেন।

হত্যা মামলায় পেপারবুক (মামলার বৃত্তান্ত) প্রস্তুতসহ আনুষঙ্গিক প্রক্রিয়ার পর ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল ২০১৬ সালে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে প্রথম শুনানির জন্য ওঠে। শুনানিও শুরু হয়। পরে কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়। এ নিয়ে আলোচিত এই মামলায় আট আসামির ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আপিল হাইকোর্টের তিনটি বেঞ্চের কার্যতালিকায় উঠলেও শুনানি শেষে মামলাটি নিষ্পত্তি হয়নি। এরপর আসামিদের ডেথ রেফারেন্স ও আপিল হাইকোর্টের ওই দ্বৈত বেঞ্চে শুনানির জন্য গত বছরের ৮ ডিসেম্বর কার্যতালিকায় ওঠে। এর ধারাবাহিকতায় শুনানি শেষে এ মামলায় আগামী ৮ মে রায় হতে যাচ্ছে।

 

Header Ad
Header Ad

রেফারিকে আক্রমণ করে ৬ ম্যাচ নিষিদ্ধ রুডিগার

ছবি: সংগৃহীত

রেফারির দিকে তেড়ে যাওয়া এবং কিছু একটা ছুড়ে মারার পর বড় শাস্তি অনেকটা নিশ্চিতই ছিল আন্তোনিও রুডিগারের। এমনকি শাস্তি নিশ্চিত জেনে আগেভাগে হাঁটুর অস্ত্রোপচারও সেরে ফেলেছিলেন রিয়াল মাদ্রিদ সেন্টার ব্যাক। অপেক্ষা ছিল শুধু কত দিনের শাস্তি হচ্ছে, সেটা জানার।

গতকাল রাতে জানা গেল তা-ও। কোপা দেল রের ফাইনালের ঘটনায় ৬ ম্যাচ নিষিদ্ধ হচ্ছেন রুডিগার। একই সময়ে লাল কার্ড দেখেছিলেন রুডিগারের সতীর্থ জুড বেলিংহাম ও লুকাস ভাসকেজও। এই দুজনের মধ্যে ভাসকেজ দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হলেও প্রমাণ না মেলায় বাতিল করা হয়েছে বেলিংহামের লাল কার্ড। ফলে কোনো নিষেধাজ্ঞার মধ্যে পড়তে হচ্ছে না এই ইংলিশ মিডফিল্ডারকে।

গত শনিবার রাতে কোপা দেল রের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে রিয়াল মাদ্রিদ তখন ৩-২ গোলে পিছিয়ে। এমন শ্বাসরুদ্ধকর সময়ে কিলিয়ান এমবাপ্পের ফ্রি-কিকের দাবি খারিজ করে দেন রেফারি রিকার্দো দে বুর্গোস। রেফারির এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি রিয়াল ডিফেন্ডার আন্তোনিও রুডিগার। বেঞ্চে থাকা এই ডিফেন্ডার রীতিমতো তেড়ে যান রেফারির দিকে।

স্প্যানিশ বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সেই সময় রেফারিকে লক্ষ্য করে কিছু একটা ছোড়াও হয়। ধারণা করা হচ্ছে, ডাগআউটে বক্সের মধ্যে থাকা বরফ ছুড়ে মারা হয়েছে রেফারিকে এবং সেটি রুডিগারই ছুড়েছিলেন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে লাল কার্ড দেখানো হয় রুডিগারকে। একটু পর লাল কার্ড দেখেন বেলিংহাম ও ভাসকেজও।

নিজের রিপোর্টে রেফারি রিকার্দো দে বুর্গোস বেনগোচেয়া বলেছেন, এরই মধ্যে মাঠ থেকে তুলে নেওয়া রুডিগারকে ১২০তম মিনিটে ‘একটি বস্তু ছোড়ার জন্য’ লাল কার্ড দেখানো হয় এবং ‘তাকে কোচিং স্টাফের বিভিন্ন সদস্য দ্বারা আক্রমণাত্মক মনোভাব দেখানোর সময় নিবৃত্ত করতে হয়।’

রেফারির এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই মূলত তদন্তের পর শাস্তি দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। তারা জানিয়েছে, ‘রেফারির বিরুদ্ধে হিংসাত্মক আচরণের জন্য রুডিগারকে ছয় ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।’

অন্য দিকে বেলিংহামের বিরুদ্ধেও রেফারির দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে তেড়ে আসার অভিযোগ আনা হয় রেফারির প্রতিবেদনে। কিন্তু যদিও আরএফইএফ জানিয়েছে, রিয়াল মাদ্রিদ এমন ভিডিও প্রমাণ দিয়েছে, যা এ অভিযোগকে ভুল প্রমাণ করেছে।

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) শাস্তি সাধারণত যে টুর্নামেন্টে অপরাধ করা হয়, সে টুর্নামেন্টের জন্যই কার্যকর। তবে চার বা এর বেশি ম্যাচের নিষেধাজ্ঞা হলে সেটা লা লিগাতেও কার্যকর হবে। এ জন্যই রুডিগার যে ছয় ম্যাচ নিষিদ্ধ হয়েছেন, সব কটিই কার্যকর হবে লিগ ম্যাচে।

অর্থাৎ রুডিগারের শাস্তি আগামী মৌসুম পর্যন্ত গড়াবে। যেখানে এই মৌসুমে বাকি থাকা ৫ লিগ ম্যাচের পর আগামী মৌসুমের প্রথম ম্যাচেও মাঠের বাইরে থাকতে হবে এই জার্মান ডিফেন্ডারকে। অন্য দিকে ভাসকেজের শাস্তি কার্যকর হবে শুধু কোপা দেল রের পরবর্তী দুটি ম্যাচে। ভাসকেজের শাস্তি নিয়ে অবশ্য রিয়ালের দুশ্চিন্তার কিছু নেই, এ মৌসুম শেষেই যে রিয়াল ছাড়বেন তিনি।

 

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

গাজীপুরে ছেলেকে গলা কেটে হত্যার পর থানায় হাজির বাবা
রমনা বটমূলে বোমা হামলা: হাইকোর্টের রায় ৮ মে
রেফারিকে আক্রমণ করে ৬ ম্যাচ নিষিদ্ধ রুডিগার
বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করবেন প্রধান উপদেষ্টা
৪০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আসছে
১৯ দিন পর কারামুক্ত আলোচিত মডেল মেঘনা আলম
কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৪
উত্তরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে হামলার ঘটনায় মামলা
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স
বাংলাদেশ এখন আর আইএমএফ ও বিশ্বব্যাংকের ওপর নির্ভরশীল নয়: অর্থ উপদেষ্টা
সেনাবাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দিলেন মোদি, দক্ষিণ এশিয়ায় উত্তেজনা তুঙ্গে
সারাদেশে শিলাবৃষ্টির আভাস, নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা
'বাংলাদেশি' সন্দেহে আটক সাড়ে ৬ হাজার, অধিকাংশই ভারতীয় মুসলিম
দীপ্ত টিভির সংবাদ বিভাগ বন্ধে সরকারের কোনো নির্দেশনা নেই: তথ্য উপদেষ্টা
এই মুহূর্তে ইমরানকে দরকার পাকিস্তানের, মুক্তি ও সর্বদলীয় বৈঠক নিয়ে আলোচনা!
টাঙ্গাইলে এলজিইডিতে দুদকের অভিযানে অর্থ আত্মসাতের পাওয়া গেছে প্রমাণ ( ভিডিও)
লক্ষাধিক নতুন রোহিঙ্গাকে আশ্রয়ের অনুরোধ জানাল জাতিসংঘ
ডাকাত দেখে আতঙ্কে অসুস্থ গৃহকর্তা, পানি খাইয়ে সেবা করল ডাকাতরা, পরে লুট
‘মানবিক করিডর’ নিয়ে নানা প্রশ্ন : স্পষ্ট করলেন প্রেসসচিব
ভারতীয় ড্রোন ভূপাতিত করল পাকিস্তান সেনাবাহিনী