রবিবার, ১১ মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

'বিদেশি সিনেমা মুক্তিতে আপত্তি নেই শিল্পী সমিতির'

শাহরুখ খান অভিনীত সিনেমা ‘পাঠান’ ঝড় বইছে বিশ্ব জুড়ে। এই সিনেমাটি বাংলাদেশে সাফটা চুক্তির আওতায় মুক্তি দিতে আবেদন করেছে বাংলাদেশের এক প্রযোজনা প্রতিষ্ঠান। এ নিয়ে তথ্য মন্ত্রনালয়ে সভা অনুষ্ঠিত হয়েছে এবং তথ্য মন্ত্রণালয় বানিজ্য মন্ত্রণালয়কে চিঠিও দিয়েছে।

তবে বাংলাদেশে সিনেমাটি মুক্তি নিয়ে পরিচালক, প্রযোজক, শিল্পী ও সাধারণ মানুষদের মাঝে উন্মাদনা ও শঙ্কার শেষ নেই। কেউ বলছেন ‘পাঠান’ মুক্তির পক্ষে আবার কেউ কেউ বিপক্ষে অবস্থান নিয়ে নানান যুক্তি হাতড়াচ্ছেন।

এমন অবস্থায় জানা গেলো ‘পাঠান’ সিনেমাটি বাংলাদেশে মুক্তিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কোনো আপত্তি নেই। শুধু পাঠান নয় বিদেশি ভাষার যেকোনো সিনেমা বাংলাদেশে মুক্তিতে শিল্পী সমিতির কোনো আপত্তি নেই। এমনটিই জানালেন জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ আহমেদ।

শনিবার (২৮ জানুয়ারি) এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির অফিসে আনুষ্ঠানিক এক সভায় এমন সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানান এই জনপ্রিয় চিত্রনায়ক।

এ সম্পর্কে রিয়াজ ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘বিদেশি ভাষার সিনেমা আসলে যদি আমাদের সিনেমা হল বাঁচে তবে সিনেমা আসুক। সেটা শুধু ‘পাঠান’ এর ক্ষেত্রেই যে বলছি তা নয়, অন্যান্য আরও সিনেমা আসুক। একটা সিনেমার দর্শক যদি মাত্র দুইজন থাকে পার্শ্ববর্তী দেশের সিনেমা এলে আমাদের জন্য যদি ভালো হয় তবে আমাদের কোনো আপত্তি নেই। পাকিস্তানে এক সময় এই চর্চা করে তাদের সিনেমার সুদিন এসেছে। এভাবে যদি আমাদের সিনেমার সুদিন আসে তাহলে কেনো আমাদের আপত্তি থাকবে।’

রিয়াজ আরও বলেন, ‘একটা পাঠান সিনেমা দিয়ে তো আর সিনেমার সুদিন ফিরে আসবে না। আমি চাই বছরে অন্তত দশটা বাইরের সিনেমা আসুক। হলের সংখ্যা বাড়লে হল মালিক বাঁচলে আমরা আরও সিনেমা বানাব। তবে বিদেশি সিনেমা যেন শর্ত সাপেক্ষে বাংলাদেশে মুক্তি দেওয়া হয় এই বিষয়েও মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

শিল্পী সমিতির সভায় উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা কিংবদন্তী চিত্রনায়ক আলমগীর, সভাপতি ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক নিপুণ আক্তার, সাইমন সাদিক, রিয়াজ আহমেদসহ কমিটির অন্যান্য সদস্যরা।

এএম/এএস

Header Ad
Header Ad

আলোচনার টেবিলে ভারত-পাকিস্তান, গুরুত্ব পাচ্ছে সিন্ধু চুক্তি ও কাশ্মির ইস্যু

ছবি কোলাজ: ঢাকাপ্রকাশ

দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান চলমান উত্তেজনার প্রেক্ষাপটে আলোচনায় বসতে সম্মত হয়েছে। আলোচনার বিষয়বস্তুতে থাকছে দীর্ঘদিনের আলোচিত সিন্ধু নদ পানি চুক্তি, কাশ্মির ইস্যু এবং সন্ত্রাসবাদ সংক্রান্ত বিষয়াদি।

শনিবার (১০ মে) দুই দেশের মধ্যে আকস্মিকভাবে যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপরই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম এক্স-এ দেওয়া এক পোস্টে বলেন, “ভারত ও পাকিস্তান একটি নিরপেক্ষ স্থানে নানা বিষয়ে বিস্তৃত আলোচনা করবে।”

এদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ স্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজকে জানান, ভারত ও পাকিস্তানের আলোচনায় মূলত তিনটি বিষয় স্থান পাবে—ভারতের স্থগিত করা সিন্ধু নদ পানি চুক্তি, কাশ্মির ইস্যু এবং সন্ত্রাসবাদ নিয়ে পারস্পরিক অভিযোগ। তবে আলোচনার নির্দিষ্ট তারিখ ও স্থান এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মিরের পেহেলগামে এক বন্দুকধারীর হামলায় ২৬ জন নিহত হন। ভারত এ হামলার জন্য পাকিস্তানকে পরোক্ষভাবে দায়ী করে। এর জেরে নয়াদিল্লি সিন্ধু নদ পানি চুক্তি স্থগিত করে, পাকিস্তানের নাগরিকদের জন্য ভিসা সুবিধা বাতিল করে এবং কূটনৈতিক সম্পর্ক নিম্ন পর্যায়ে নিয়ে যায়।

জবাবে পাকিস্তানও সিমলা চুক্তি স্থগিতসহ ভারতের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়। দুই দেশের সীমান্তে বাড়তে থাকে উত্তেজনা।

১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত সিন্ধু নদ পানি চুক্তি অনুযায়ী, পাকিস্তান সিন্ধু, ঝিলাম ও চেনাব নদীর পানি ব্যবহার করে আসছিল। অন্যদিকে ভারত পায় শতদ্রু, বিয়াস ও রবি নদীর পানি।

ভারতের চুক্তি স্থগিত করার সিদ্ধান্তের পর পাকিস্তানের কৃষকরা মারাত্মক বিপদের মুখে পড়ে। দেশটির প্রায় ৮০ শতাংশ কৃষিজমি এই নদীগুলোর পানির ওপর নির্ভরশীল।

গত ৫ মে ভারত হঠাৎ চেনাব নদীর পানি প্রবাহ বন্ধ করে দেয় এবং নিজেদের বাঁধগুলোতে পানি জমা করে। ফলে পাকিস্তানের নদীগুলোর পানি প্রবাহ কমে যায়। তবে পরদিনই ভারত সীমিত পরিমাণে পানি ছেড়ে দিলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একজন নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা জানান, বর্তমানে ঝিলাম, চেনাব ও সিন্ধুর পানি প্রবাহ স্বাভাবিক রয়েছে। তবে ভবিষ্যতের জন্য বিষয়টি উদ্বেগজনক।

বিশ্লেষকরা মনে করছেন, দুই দেশের আলোচনায় বসার পেছনে আন্তর্জাতিক চাপ ও কূটনৈতিক উদ্যোগ ভূমিকা রেখেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি পশ্চিমা দেশ এ অঞ্চলের উত্তেজনা প্রশমনে সক্রিয় ভূমিকা রাখছে।

Header Ad
Header Ad

বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের সময় চুয়াডাঙ্গা সীমান্তে ১৪ জন আটক

ছবি : ঢাকাপ্রকাশ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের সামনে থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ১৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ রবিবার (১১ মে) দুপুরে বিজিবির মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের পক্ষ থেকে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তাদেরকে থানায় সোপর্দ করা হয়েছে।

মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধীন জীবননগর বিওপির হাবিলদার মো. মনোয়ার হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে এদেরকে আটক করেন। আটককৃতদের মধ্যে ২ জন শিশু, ৩ জন নারী এবং ৯ জন পুরুষ রয়েছেন।

বিজিবি জানায়, রোরবার সকালে সীমান্ত ইউনিয়নের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ১৪ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- বাগেরহাট জেলার ঘাটবিল গ্রামের শাহাদত কাজীর ছেলে মোহাম্মদ হাসান কাজী (৩৭), মৃত মোশারফ কাজীর মেয়ে সেলিনা বেগম (৩৫), হাসান কাজীর ছেলে মোহাম্মদ সালমান কাজী (১৫), মো. শাকিব কাজী (১২), যশোর জেলার বসতপুর গ্রামের মৃত আব্দুর রব মুন্সির ছেলে মো. ইউনুস আলী (৩৬), বহিলাপোতা গ্রামের চান মিয়ার ছেলে মো. হোসেন আলী (৪৯), শাঁখারি পোতা গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে মো. আজিজুর রহমান (২৬), বহিলাপোতা গ্রামের মো. ইসলাম মোল্লার ছেলে মো. দেলোয়ার হোসেন (৩৮), কলসি গ্রামের মৃত আহমেদ সরদারের ছেলে মোসাম্মৎ আদরী (২৭), ঘীবা গ্রামের হাফিজুর রহমানের ছেলে মো. সোহেল হোসেন (১৮), চাচরা গ্রামের মোহাম্মদ তবিবুর রহমানের ছেলে মো. জাহিদুর রহমান (৫০), খুলনা জেলার মুক্তার আলী গাজীর মেয়ে নাজমা খাতুন (৩৬), নোয়াখালী জেলার ওয়াসেকপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে মো. ইলিয়াস (৩৭) এবং খাগড়াছড়ি জেলার হাতির খোদা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ ইউসুফ নবী (২৬)।

আটককৃত ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবির কাছে স্বীকার করেছে তারা ৬ মাস আগে বিভিন্ন সীমান্ত দিয়ে ভালো কাজের জন্য ভারতে প্রবেশ করেছিলেন। আটককৃতদেরকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।

জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, বিজিবি সদস্যরা রোববার দুপুরের পর ১৪ জন অবৈধ অনুপ্রবেশকারীকে থানায় সোপর্দ করেছে।

Header Ad
Header Ad

আ. লীগ নিষিদ্ধ চেয়ে প্রধান উপদেষ্টাকে বারবার পত্র দিয়েছে বিএনপি : মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়ে বিএনপি একাধিকবার প্রধান উপদেষ্টার কাছে লিখিতভাবে আবেদন করেছে।

রবিবার (১১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল বলেন, “১০ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় দেওয়া পত্রে আমরা এই দাবি জানিয়েছিলাম। সর্বশেষ ১৬ এপ্রিল দেওয়া চিঠিতেও পতিত ফ্যাসিবাদী সরকার ও সংশ্লিষ্টদের দ্রুত বিচার করে দেশের রাজনীতি থেকে তাদের অপসারণের দাবি জানানো হয়।”

তিনি জানান, “বিএনপি বারবারই বলেছে, আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব ও উচিত। আমরা প্রশাসনিক আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধের বিরুদ্ধে। তাই বিগত সরকারের আমলে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার সিদ্ধান্তেরও আমরা বিরোধিতা করেছিলাম।”

ফখরুল বলেন, “আমরা আনন্দিত যে বিলম্বে হলেও অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সেই সঙ্গে মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত করার ঘোষণাকেও আমরা স্বাগত জানাই।”

তিনি আরও বলেন, “যদি আমাদের আগের দাবিগুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করা হতো, তাহলে আজ চাপের মুখে সরকারকে বিব্রতকর সিদ্ধান্ত নিতে হতো না। আমরা আশা করি, ভবিষ্যৎ পদক্ষেপ নিতে অন্তর্বর্তীকালীন সরকার আরও বিচক্ষণতা ও সময়োচিত মনোভাব দেখাবে।”

সংবিধান সংস্কার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে ফখরুল বলেন, “জনগণ এখনো একটি সুনির্দিষ্ট রোডম্যাপের অপেক্ষায় আছে। এই দাবি বারবার উপেক্ষিত হওয়ায় জনমনে ক্ষোভ সৃষ্টি হচ্ছে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, এই ক্ষোভকে অবহেলা না করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।”

 

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

আলোচনার টেবিলে ভারত-পাকিস্তান, গুরুত্ব পাচ্ছে সিন্ধু চুক্তি ও কাশ্মির ইস্যু
বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের সময় চুয়াডাঙ্গা সীমান্তে ১৪ জন আটক
আ. লীগ নিষিদ্ধ চেয়ে প্রধান উপদেষ্টাকে বারবার পত্র দিয়েছে বিএনপি : মির্জা ফখরুল
টাঙ্গাইলে গ্রেফতার আতঙ্কে ভাইয়ের জানাজায় অংশ নেননি আ.লীগের দুই নেতা
বিরামপুরে ট্রেনে কাটা পড়ে বাবার মৃত্যু, ছেলে আহত
নতুন সংবিধান প্রণয়ন করতে অনেক সময় লাগবে: আসিফ নজরুল
রাজধানীতে বিদেশি অস্ত্র-বোমাসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার (ভিডিও)
আ.লীগের সম্পদ বাজেয়াপ্ত করে জনগণের কল্যাণে ব্যয়ের দাবি নুরুল হক নুরের
লুঙ্গি-গেঞ্জি-মাস্ক পরে ছদ্মবেশে বিমানবন্দরে যান আবদুল হামিদ
সরকারের সিদ্ধান্তের সঙ্গে বিএনপির কথা মিলে গেছে: এ্যানি
নিষিদ্ধ কোনো সংগঠনের কর্মকাণ্ড চলবে না: ডিআইজি
টানা চারদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, নাভিশ্বাস জনজীবনে
ধর্ষণে অন্তঃসত্ত্বা পঞ্চম শ্রেণির ছাত্রী, গ্রেপ্তার চাচা
লঞ্চে দুই তরুণীকে বেল্ট দিয়ে মারধর, নেহালসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা
ভারতে ব্লক পিনাকী, ইলিয়াস, কনক ও জুলকারনাইনের ইউটিউব চ্যানেল
চীন-পাকিস্তানের ঘনিষ্ঠতায় আফগানিস্তান, ভারতীয় প্রভাব নিয়ে উদ্বেগে নয়াদিল্লি
এলডিসি থেকে উত্তরণে দ্রুত-সমন্বিত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার
ভারত–পাকিস্তান যুদ্ধবিরতি: কবে শুরু হচ্ছে আইপিএল
‘আওয়ামী লীগ পালিয়েছে’ বলায় বিএনপির ৪ কর্মীকে কুপিয়ে জখম
রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশ