উজবেকিস্তানে প্রাচীনতম উৎসব ‘নওরোজ’ পালিত

২২ মার্চ ২০২৩, ০৯:৩২ পিএম | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৩, ০৩:১৪ এএম


উজবেকিস্তানে প্রাচীনতম উৎসব ‘নওরোজ’ পালিত

পার্শিয়ানদের নতুন বছর ‘নওরোজ’। ৩ হাজার বছরেরও পুরোনো নববর্ষটি অন্ধকারের উপর বসন্তের বিজয়ের প্রথম দিন হিসেবে পালন করা হয় বিভিন্ন দেশে। বসন্তের প্রথম এই দিনটি মধ্য এশিয়ার ইরান, আফগানিস্তান, আজারবাইজান, তুরস্ক, তাজিকিস্তান, তুকমেনিস্তান, কাজাকস্তান, কুদিস্তানসহ ভারত, পাকিস্তানের ফার্সিভাষীরা পালন করেন।

‘নওরোজের মূল্যবোধগুলো ও দর্শনের মাধ্যমে উজবেকিস্তান সামনের দিকে এগিয়ে একটি নতুন সমাজ তৈরিতে অঙ্গীকারাবদ্ধ’- বলেছেন দেশটির প্রেসিডেন্ট শাফকেত মিরজাইওয়েফ। তিনি মঙ্গলবার (২১ মার্চ) তার দেশের বহু শতকের পুরোনো বসন্তের সরকারি ছুটির দিনটি রাষ্ট্রীয়ভাবে পালনের বাণীতে এসব বলেন।

নববর্ষের ভাষণে তিনি আরও উল্লেখ করেছেন, ‘আমরা বড় আকারের প্রকল্পগুলো আরও দ্রুত করব, যেগুলো আমরা শুরু করেছিলাম আমাদের অর্থনীতি ও সামাজিক কাঠামো ও সেই সঙ্গে সমাজের অন্যান্য ক্ষেত্রের ব্যাপক উন্নয়নের জন্য।’

২০১৬ সালে শাফকেত মিরজাইওয়েফ মধ্য এশিয়ার উজবেক আদিবাসী মুসলিমদের দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তিনি এরপর থেকে অর্থনৈতিক সংস্কার সাধনের জন্য দফায়, দফায় অনেকগুলো উন্নয়ন প্রক্রিয়া গ্রহণ করেছেন। নিজের দেশকে তিনি বিদেশি বিনিয়োগের জন্য উন্মুক্ত করে দিয়েছেন।

উজবেকরা নওরোজকে ‘নাভরোজ’ বলে ডাকেন। তারা ব্যাপকভাবে জাতিসংঘের ‘২১ মার্চ দ্য ইন্টারন্যাশনাল ডে অব নাভরোজ’ পালন করেন। নাভরোজের মানে হলো ‘নতুন দিন’। দিবসটি প্রাচীনতম এই উৎসবের ইউনেসকোর স্বীকৃতি।

ওএফএস/


বিয়ের আসর থেকে বর উঠে যাওয়ায় কনের আত্মহত্যা

০২ ডিসেম্বর ২০২৩, ০৯:৩১ পিএম | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৭ পিএম


বিয়ের আসর থেকে বর উঠে যাওয়ায় কনের আত্মহত্যা
ছবি: সংগৃহীত

খুলনার পাইকগাছায় লগ্ন পেরিয়ে গেলে বিয়ে না করে বর চলে যাওয়ায় আত্মহত্যা করেছেন মিতু মণ্ডল (১৯) নামের এক তরুণী। শুক্রবার (২ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার লতা ইউনিয়নের মুনকিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ সময় মিতুর বাবা তাকে নামিয়ে পাইকগাছা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিতু মণ্ডল মারা যান। এ ঘটনায় মৃত্যুর প্ররোচনায় থানায় মামলা হয়েছে।

মিতু মণ্ডলের বাবা ঠাকুরদাশ মণ্ডল বলেন, আমার মেয়ের সঙ্গে বটিয়াঘাটা উপজেলার কায়ুমখালীর কৃষ্ণ মণ্ডলের ছেলে সুদিপ্ত মণ্ডলের (২২) গত সোমবার বিয়ের দিন ধার্য ছিল। বিয়েতে সঠিক সময়ে ছেলেপক্ষ না আসায় লগ্ন পেরিয়ে যায়। পরের লগ্নে বিয়ে দিতে চাইলে ছেলের বাবা রাজি হননি। পরে ছেলের বাবার সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায় ছেলে বিয়ের আসর থেকে চলে যায়। মেয়ে এতে মানসিকভাবে ভেঙে পড়ে। এ কারণে গত শুক্রবার বিকাল ৫টার দিকে গলায় রশি পেঁচিয়ে ঘরের আড়ায় ঝুলে পড়ে। তাকে নামিয়ে পাইকগাছা হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সে মারা যায়।

পাইকগাছা থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, গলায় রশি পেঁচিয়ে একটি মেয়ে আত্মহত্যা করে। তার লাশের ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মৃত্যুর প্ররোচণায় থানায় বরের বাবা কৃষ্ণ মণ্ডল ও বর সুদিপ্ত মণ্ডলের নামে মামলা হয়েছে।


১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করবে আওয়ামী লীগ

০২ ডিসেম্বর ২০২৩, ০৯:০৭ পিএম | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৪ পিএম


১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করবে আওয়ামী লীগ
ফাইল ছবি

আগামী ১০ ডিসেম্বর (রোববার) রাজধানীতে সমাবেশের ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দক্ষিণ গেটে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এ সমাবেশ করবে।

শনিবার (২ ডিসেম্বর) রাতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ ডিসেম্বর বিকাল ৩টায় মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস ও পেট্রোল বোমা হামলায় নিহত ও আহত ক্ষতিগ্রস্ত পরিবার দ্রুত বিচারের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির কেন্দ্রীয় নেতারা।


ঢাকায় রিজভীর নেতৃত্বে বিএনপির মশাল মিছিল

০২ ডিসেম্বর ২০২৩, ০৮:৫২ পিএম | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৫ পিএম


ঢাকায় রিজভীর নেতৃত্বে বিএনপির মশাল মিছিল
ছবি: সংগৃহীত

সরকার পতনের দাবিতে চলমান এক দফা আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল রোববার সারাদেশে সর্বাত্মক ৪৮ ঘণ্টার অবরোধ সফল করতে রাজধানীতে মশাল মিছিল করেছে বিএনপি।

শনিবার আগারগাঁওয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রিজভীর নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, মানিকগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ড. খন্দকার বাবলু, যুবদল কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নাদিয়া পাঠান পাপন, রামপুরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর নিলুফা ইয়াসমিন নিলু, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি তারেকুর জামান তারেক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি রাফিজুল হাই রাফিজ, এ বি এম মাহমুদ সর্দার, যুগ্মসাধারণ সম্পাদক ডা. আউয়াল প্রমুখ।

অনুসরণ করুন