ভারত-পাকিস্তান ‘যুদ্ধবিরতিতে’ সম্মত হয়েছে: ট্রাম্প

ছবি কোলাজ: ঢাকাপ্রকাশ
দীর্ঘদিনের শত্রুতা ও সাম্প্রতিক সামরিক উত্তেজনার মধ্যে অবশেষে পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান। এই ঐতিহাসিক ঘোষণাটি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার (১০ মে) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উভয় দেশের মধ্যে রাতভর আলোচনা শেষে তারা যুদ্ধবিরতিতে রাজি হয়েছে।
তিনি লিখেছেন, “যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ এক রাতের আলোচনার পর আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, ভারত ও পাকিস্তান পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। নিজেদের অসাধারণ বুদ্ধিমত্তা ও দায়িত্বশীলতার জন্য দুই দেশকে অভিনন্দন।”
ট্রাম্পের ঘোষণার কিছুক্ষণ পরেই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার সাংবাদিকদের জানান, যুদ্ধবিরতির সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হচ্ছে।
তিনি বলেন, “পাকিস্তান সবসময় এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা চেয়েছে, তবে কখনোই আমাদের সার্বভৌমত্ব নিয়ে আপস করিনি।”
অন্যদিকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এক বিবৃতিতে বলেন, “স্থল, আকাশ ও সমুদ্রপথে সব ধরনের গুলিবর্ষণ ও সামরিক অভিযান স্থগিত করা হয়েছে। আজ (শনিবার) বিকাল ৫টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।”
কাশ্মীরের পেহেলগামে ২২ এপ্রিলের হামলায় ২৬ জন ভারতীয় পর্যটক নিহত হওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে। ভারত হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে। এরপর থেকেই সীমান্ত এলাকায় পাল্টাপাল্টি গোলাগুলি ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়।
ভারত প্রথমে ‘অপারেশন সিঁদুর’ নামে পাকিস্তানের অভ্যন্তরে আঘাত হানে, যেখানে বেশ কয়েকটি লক্ষ্যবস্তু ধ্বংসের দাবি করে তারা। এর প্রতিক্রিয়ায় পাকিস্তান চালায় অপারেশন বুনইয়ানুম মারসুস, যেখানে ভারতের এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ভেঙে ফেলার দাবি করে ইসলামাবাদ।
