যুদ্ধবিরতির তথ্য নিশ্চিত করলো ভারত-পাকিস্তান, সামরিক অভিযান বন্ধ

ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি (বামে) এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার। ছবি কোলাজ: ঢাকাপ্রকাশ
চারদিনের টানা উত্তেজনা ও হামলা-পাল্টা হামলার অবসান ঘটিয়ে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান। শনিবার (১০ মে) বিকেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট দিয়ে দুই প্রতিবেশী দেশের এই সিদ্ধান্তের কথা জানান।
ট্রাম্প লিখেন, “দীর্ঘ এক রাতের আলোচনার পর, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান তাৎক্ষণিক ও পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।”
এরপরই দুই দেশের পক্ষ থেকেও যুদ্ধবিরতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়। ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি জানান, বিকেল ৫টা থেকে ভারতীয় সেনাবাহিনী স্থল, আকাশ ও জলপথে সব ধরনের সামরিক অভিযান বন্ধ করেছে। পাকিস্তানের ডিজিএমও বিকেল ৩টা ৩৫ মিনিটে ফোন করে ভারতের ডিজিএমও-কে যুদ্ধবিরতির প্রস্তাব দেন। দুই পক্ষ সিদ্ধান্ত নেয়, সব ধরনের গুলি ও গোলাবর্ষণ বন্ধ থাকবে।
আগামী ১২ মে আরও বিস্তারিত আলোচনার জন্য দুই দেশের সামরিক কর্মকর্তারা আবার ফোনে কথা বলবেন।
এদিকে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার এক্স-এ দেওয়া পোস্টে লেখেন, “শান্তি ও স্থিতিশীলতা রক্ষার লক্ষ্যে পাকিস্তান সবসময় দায়িত্বশীল ভূমিকা রাখে, তবে সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে কোনো আপস নয়।”
গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। এরপর ভারত পাকিস্তানকে দায়ী করে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পাকিস্তানও পাল্টা জবাব দেয়। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আন্তর্জাতিক মহল শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে আসছিল।
