রবিবার, ১১ মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

ওটিপি ছাড়াই ব্যাংক থেকে লোপাট হচ্ছে লক্ষ লক্ষ টাকা

ফাইল ছবি

মোবাইলের সিম অদলবদল করে ৫০ লক্ষ টাকা হারিয়েছেন দিল্লির এক জন আইনজীবী। সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদন অনুযায়ী, ওই আইনজীবী একটি অজানা নম্বর থেকে তিনটি মিসড কল পেয়েছিলেন।

এর পর তিনি ঘুরিয়ে ওই নম্বরে ফোন করার পর ফোনের ও পার থেকে বলা হয়, কুরিয়ারের জন্য তাঁকে ফোন করা হয়েছে। আইনজীবীর কাছ থেকে তাঁর বাড়ির ঠিকানাও নিয়ে নেওয়া হয়। ব্যক্তিগত আরও তথ্য বিস্তারিত ভাবে ভাগ করে নেওয়ার পরেই ওই ৩৫ বছর বয়সি মহিলা আইনজীবীর ফোনে দু’টি মেসেজ আসে। দেখা যায়, ওই আইনজীবীর অ্যাকাউন্ট থেকে তোলা হয়েছে ৫০ লক্ষ টাকা। এর পরেই পুলিশের দ্বারস্থ হন তিনি।

তদন্ত করতে গিয়ে প্রাথমিক ভাবে হতবাক হয়ে যান তদন্তকারী পুলিশ আধিকারিকেরাও। তাঁরা দেখেন, ওই মহিলা প্রতারকদেরকে কোনও ওটিপি দেননি। তা হলে কী ভাবে তাঁর অ্যাকাউন্ট থেকে ৫০ লক্ষ লোপাট হল?

পরে আরও তদন্ত করে দেখা যায়, ওই আইনজীবী আসলে সিম অদলবদল কেলেঙ্কারি (সিম সোয়াপিং স্ক্যাম)-এর শিকার।

 

সিম অদলবদল কেলেঙ্কারি বা জালিয়াতি আসলে কী?

প্রথমে প্রতারকেরা কারও সিম কার্ডের নাগাল পাওয়ার চেষ্টা করেন। এরপর সিম কার্ডের নেটওয়ার্কে কারচুপি করে সেই ফোন নম্বর নিজেদের কাছে থাকা সিম কার্ডের সঙ্গে লিঙ্ক করে ফেলা হয়।এক বার যদি প্রতারকেরা কারও ফোন নম্বরের নিয়ন্ত্রণ পেয়ে যায়, তা হলে তারা সেই নম্বরে ফোন করে বা মেসেজ পাঠায়।

ফোন বা মেসেজের পর যদি পাল্টা ফোন বা মেসেজ আসে তাহলে, যিনি ফোন করছেন, তাঁর মোবাইলটিও প্রতারকদের নাগালে চলে আসে। ফলে হ্যাকড হয়ে যাওয়া ফোনে যে মেসেজ আসে, সেই একই মেসেজ প্রতারকের ফোনেও আসে। সহজেই ব্যাঙ্কের পাঠানো ওটিপিও চলে আসে প্রতারকদের কাছে।

প্রতারকদের প্রতারণা করার প্যাঁচ-পয়জর যেমন আছে, তেমনি সেখান থেকে মুক্তির উপায়ও আছে।

কী ভাবে সিম অদলবদল কেলেঙ্কারি থেকে রক্ষা পাওয়া যাবে?

প্রাথমিক ভাবে, ফোনে এমন কারও সঙ্গে কথা বলা উচিত নয় যাঁর সঙ্গে কথা বলতে ভাল লাগছে না বা কথা বলে সুবিধের ঠেকছে না।যদি সিম কার্ড লক করা থাকে বা সিম কার্ডের বৈধতা সংক্রান্ত কোনও বার্তা আসে, তা হলে তৎক্ষণাৎ পরিষেবা প্রদানকারীর সঙ্গে যোগাযোগ করে নম্বরটি ব্লক করা উচিত। ফোনে যদি সিম লকের সুবিধা থাকে, তা হলে সেটি করে রাখাই শ্রেয়। সিম কার্ডের বৈধতা সংক্রান্ত বার্তা পেলে ইউপিআই এবং ইন্টারনেট ব্যাঙ্কিংও ব্লক করা উচিত।

প্রতারকদের ঠেকাতে নির্দিষ্ট সময়ের ব্যবধানে পাসওয়ার্ড পরিবর্তন করতে থাকা উচিত। পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টও নিয়মিত নজরে রাখা উচিত। অ্যাকাউন্ট থেকে টাকা লোপাট হলে অতি সত্বর ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

টাকা লেনদেনের অ্যাপ পেটিএম-এর প্রতিষ্ঠাতা বিজয় শেখর শর্মা সম্প্রতি বলেন ফোন বা ফোন নম্বরের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড। তবে এলেবেলে পাসওয়ার্ড দিলেও হবে না।

Header Ad
Header Ad

ভারতে যাওয়ার সময় দর্শনা চেকপোস্টে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

গ্রেফতার গোলাম মর্তুজা। ছবি: ঢাকাপ্রকাশ

ভারতে যাওয়ার সময় দর্শনা চেকপোস্টে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের নেতা গোলাম মতুর্জা। গ্রেফতার গোলাম মর্তুজা (৭২) চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার মিনাজপুর গ্রামের মৃত মেহের আলীর ছেলে।

রবিবার (১১ মে) সকাল সাড়ে ১০ টায় দর্শনা জয়নগর আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে গমনের সময় ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে দর্শনা থানা হেফাজতে প্রেরণ করে।

গ্রেফতার গোলাম মর্তুজা চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মিনাজপুর গ্রামের বাসিন্দা এবং মৃত মেহের আলীর ছেলে। তিনি ২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া ২০১৯-২০১৪ মেয়াদে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্বে ছিলেন তিনি।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোলাম মর্তুজার বিরুদ্ধে দর্শনা থানায় একটি এফআইআর (মামলার সাধারণ ডায়েরি) রয়েছে। সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি দর্শনা থানা হেফাজতে রয়েছেন।

Header Ad
Header Ad

‘সরকার শেখ হাসিনার পথেই হাঁটছে’: রিজভী

ছবি: সংগৃহীত

সরকারের সাম্প্রতিক আচরণ দেখে মনে হচ্ছে তারা শেখ হাসিনার পথেই হাঁটছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (১১ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে আয়োজিত শুভেচ্ছা শোভাযাত্রার শুরুতে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, মানুষ দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন চায়। কিন্তু সরকার এই বিষয়ে নীরব। এতে জনগণের মধ্যে সন্দেহ ও আশঙ্কা আরও ঘনীভূত হচ্ছে। সরকারের সাম্প্রতিক আচরণ দেখে মনে হচ্ছে, তারা আবারও শেখ হাসিনার পুরোনো কৌশলের পথেই এগিয়ে চলেছে।

তিনি বলেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনা শিশু-কিশোরদের হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছিল। তিনি লোক দেখানো নামাজের কথা বলতেন। এ দেশের মানুষ শেখ হাসিনা ও খালেদা জিয়ার পার্থক্য স্পষ্টভাবে দেখতে পেয়েছে। তারা বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা করে, কারণ তিনি ছিলেন প্রকৃত গণতন্ত্রের পক্ষে, আপসহীন এক নেতৃত্বের প্রতীক।

সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগ নিয়ে প্রশ্ন তুলে বিএনপির এই নেতা বলেন, ফ্যাসিবাদের প্রতিনিধি আবদুল হামিদ কীভাবে দেশ ত্যাগ করলেন? তার লাল পাসপোর্ট কি এখনও বৈধ? উপদেষ্টারা থাকতেও কেন এসব রোধ করা গেল না?

সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে রিজভী বলেন, সাতক্ষীরা ও কুড়িগ্রাম সীমান্ত দিয়ে অবাধে লোক ঢুকছে। অথচ সরকারের তরফে কোনো সুনির্দিষ্ট প্রতিরোধ নেই। ভারতের সঙ্গে যে বন্ধুত্ব, তা প্রকৃত বন্ধুত্ব নয়। তারা বাংলাদেশ সম্পর্কে আন্তর্জাতিকভাবে অপপ্রচার চালায়। অথচ বাংলাদেশ বরাবরই সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ, যা অনেক দেশের কাছেই ঈর্ষণীয়।

Header Ad
Header Ad

লা লিগার মোড় ঘুরাতে আজ এল ক্লাসিকোতে মুখোমুখি বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ

ছবি: সংগৃহীত

লা লিগার শিরোপা দৌড়ে আজ হতে পারে টার্নিং পয়েন্ট। মৌসুমের সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচ—এল ক্লাসিকোতে আজ রাতেই বার্সেলোনার মাঠে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। পয়েন্ট টেবিলে বার্সা রয়েছে চার পয়েন্ট এগিয়ে, তবে আজকের ম্যাচের ফলাফলই অনেকাংশে নির্ধারণ করে দিতে পারে কার হাতে উঠছে এবারের লা লিগার মুকুট।

এই মৌসুমে এর আগেই তিনবার মুখোমুখি হয়েছে বার্সা ও রিয়াল। তিনবারই জয়ের হাসি হেসেছে কাতালান ক্লাবটি—স্কোরলাইন ছিল যথাক্রমে ৪-০, ৫-২ ও ৩-২। তবে আজকের ম্যাচে ইতিহাস রিয়াল মাদ্রিদের পাশে। বার্সেলোনার মাঠে শেষ পাঁচ এল ক্লাসিকোর মধ্যে চারটিতেই জয় পেয়েছে লস ব্লাঙ্কোসরা। সবমিলিয়ে ক্লাসিকোর ইতিহাসেও এগিয়ে রিয়াল—১০৫ জয় তাদের, বার্সার ১০৩, ড্র হয়েছে ৫২টি ম্যাচ।

এটি হবে লা লিগার ১৯০তম এল ক্লাসিকো, যেখানে বাজি কখনও এতটা উঁচুতে ছিল না। চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে পড়ার পর বার্সেলোনার ফোকাস এখন পুরোপুরি ঘরোয়া লিগের শিরোপায়। কোচ হান্স ফ্লিক জানালেন, তারা কেবল তিন পয়েন্টের লক্ষ্যেই মাঠে নামবে। "শিরোপার চিন্তা নয়, আমরা শুধু জিততে চাই। এল ক্লাসিকোর মতো ম্যাচে শতভাগ দিতে হয়, আমরা সেটাই করব," বলেন ফ্লিক।

ফর্ম ও আত্মবিশ্বাস দুই-ই রয়েছে বার্সার পক্ষে। চলতি মৌসুমে ক্লাসিকোতে তিন জয়ের মধ্যে দুটি ম্যাচেই তারা শিরোপা জিতেছে (সুপার কাপ ও কোপা দেল রে)। আজকের জয় তাদের আরও এক ধাপ এগিয়ে দেবে লা লিগা জয়ের পথে।

তবে রিয়ালও পিছিয়ে থাকছে না। শিরোপা দৌড়ে টিকে থাকতে হলে এই ম্যাচে জয় ছাড়া কোনো পথ খোলা নেই আনচেলত্তির দলের জন্য। যদিও জয় পেলেও এক পয়েন্টে পিছিয়ে থাকবে তারা। আজকের ম্যাচ শেষে রিয়ালের প্রতিপক্ষ মায়োর্কা, সেভিয়া ও সোসিয়াদাদ—যাদের বিপক্ষে রিয়াল আগের দেখায় একটিতে ড্র ও বাকিতে জয় পেয়েছে। অপরদিকে বার্সা খেলবে এস্পানিওল, ভিয়ারিয়াল ও বিলবাওয়ের বিপক্ষে—তিনজনকেই তারা প্রথম লেগে হারিয়েছে।

দলে ফেরার সম্ভাবনা রয়েছে ডিফেন্ডার আলেহান্দ্রো বাল্দের, যদিও রবার্ট লেভানডফস্কিকে শুরুর একাদশে না রাখার ইঙ্গিত দিয়েছেন ফ্লিক। রিয়ালের কোচ আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে গুঞ্জনও চলছে—এই মৌসুমের শেষেই তার বিদায় অনেকটাই নিশ্চিত বলে মনে করা হচ্ছে।

সব মিলিয়ে, আজ রাতে ক্যাম্প ন্যুতে জমে উঠতে চলেছে ‘লা লিগার ফাইনাল’। জয় যেই পাবে, লিগ শিরোপা তার কাছেই সবচেয়ে বেশি হাতছানি দেবে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ভারতে যাওয়ার সময় দর্শনা চেকপোস্টে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
‘সরকার শেখ হাসিনার পথেই হাঁটছে’: রিজভী
লা লিগার মোড় ঘুরাতে আজ এল ক্লাসিকোতে মুখোমুখি বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ
দুই পুত্রবধূকে সঙ্গে নিয়ে ভাইয়ের বাসায় খালেদা জিয়া
যুদ্ধবিরতির ২৪ ঘণ্টা না যেতেই ভারত-পাকিস্তানকে ট্রাম্পের নতুন প্রস্তাব
মেসির দুর্দান্ত গোলেও রক্ষা হয়নি, মিনেসোটার কাছে বিধ্বস্ত ইন্টার মায়ামি
‘এই মোটু’ বলে কটাক্ষ, রেগে গিয়ে গুলি
গেজেটের পরই আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি
আবারও শাহবাগ অবরোধ
বিশ্ব মা দিবস আজ
আইনের মাধ্যমে আ.লীগ নিষিদ্ধের প্রক্রিয়া ইতিবাচক মনে করে বিএনপি
ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই
জুলাই ঘোষণাপত্র ৩০ কর্মদিবসের মধ্যে
‘লীগ ধর, জেলে ভর’: হাসনাত আব্দুল্লাহ
যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন নিয়ে ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি অভিযোগ
অবশেষে ছোট সাজ্জাদের আলোচিত স্ত্রী তামান্না গ্রেফতার
আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা
আমরা ফ্লাই করার ২০ মিনিট পর এয়ারপোর্টে মিসাইল পড়ে: রিশাদ
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: এক ঘণ্টার মধ্যে কাশ্মীরে আবারও ড্রোন হামলা
ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি নিয়ে প্রধান উপদেষ্টার বিবৃতি