রবিবার, ১১ মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

চা না দেওয়ায় অস্ত্রোপচার ফেলে চলে গেলেন চিকিৎসক

ছবি:সংগৃহীত

ভারতে চিকিৎসকদের বিরুদ্ধে এক তুচ্ছ কারণে চিকিৎসায় অবহেলার অভিযোগ উঠেছে। মহারাষ্ট্রের নাগপুরের একটি সরকারি হাসপাতালে চা না দেওয়ায় অস্ত্রোপচার ফেলে অপারেশন থিয়েটার থেকে চলে গেছেন চিকিৎসক।

গত ৩ নভেম্বর নাগপুরের মাউদা তহসিলের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে আটজন নারীর জন্মনিরোধক অস্ত্রোপচারের (ভ্যাসেকটমি) জন্য সময় নির্ধারিত ছিল। কিন্তু চারজনের অস্ত্রোপচার শেষ হলেও বাকি একজনের অ্যানেস্থেশিয়া দেওয়া অবস্থায় চিকিৎসক চলে যান।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, তেজরাং ভালাভি নামের ওই চিকিৎসক হাসপাতালের কর্মীদের কাছে এক কাপ চা চেয়েছিলেন। চা না দেওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে অস্ত্রোপচার সম্পন্ন না করে চলে যান। চিকিৎসক ভালাভি চলে যাওয়ার পর হাসপাতাল প্রশাসন জেলা মেডিকেল অফিসারের সাথে যোগাযোগ করেন। এরপর অন্য একজন চিকিৎসককে পাঠিয়ে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়।

এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। নাগপুর জেলা পরিষদের কর্মকর্তা সৌম্য শর্মা জানান, বিষয়টি তদন্ত করার জন্য একটি তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে চিকিৎসকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

জেলা পরিষদের ওই কর্মকর্তা আরও বলেন, ‘এই খবর আমাকে পঞ্চায়েত সমিতি জানিয়েছে। আমি অবিলম্বে নাগপুর জেলা পরিষদের স্বাস্থ্য কর্মকর্তাকে ফোন করে বাকি অপারেশনের জন্য চিকিৎসক পাঠাতে বলি। আমাকে বলা হয়, চা পাননি তাই অপারেশন না করে চলে গেছেন ডাক্তার। অবিলম্বে তদন্তের নির্দেশ দিয়েছি এবং তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। রিপোর্ট আসার পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটি একটি গুরুতর বিষয়। তুচ্ছ বিষয়ে অপারেশন ছেড়ে চলে যাওয়া চিকিৎসকদের বিরুদ্ধে আইপিসি আইন ৩০৪ ধারার অধীনে ব্যবস্থা নেওয়া উচিত।’

Header Ad
Header Ad

দুই পুত্রবধূকে সঙ্গে নিয়ে ভাইয়ের বাসায় খালেদা জিয়া

ছবি: সংগৃহীত

ছোট ভাই শামীম ইস্কান্দারের বাসায় পারিবারিক এক অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার পর শামীম ইস্কান্দারের গুলশান-২ এর বাসার যান তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, এটা একটা পারিবারিক অনুষ্ঠান।

দলীয় সূত্র জানায়, ক্যান্টনমেন্টের বাসা থেকে উচ্ছেদের পর শামীম ইস্কান্দরের বাসায় উঠেছিলেন খালেদা জিয়া।

ছবি: সংগৃহীত

আরও জানা যায়, ২০১৭ সালে ভাইয়ের বাসায় সর্বশেষ এসেছিলেন খালেদা জিয়া। এবার তিনি দুই পুত্রবধূকে সঙ্গে নিয়ে ভাইয়ের বাসায় এসেছেন।

প্রসঙ্গত, দেশে ফেরার পর থেকে বিশ্রামে ছিলেন বিএনপি চেয়ারপারসন। নিয়মিত তার স্বাস্থ্যের ফলোআপ করছেন চিকিৎসকরা। মঙ্গল ও বুধবার রাতে চিকিৎসকরা গুলশানের বাসায় গিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেছেন। তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। বর্তমানে আগের চেয়ে অনেকটা সুস্থবোধ করায় পারিবারিক এই অনুষ্ঠানে অংশ নিতে ছোট ভাইয়ের বাসায় যান তিনি।

দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে গত ৬ মে লন্ডন থেকে দেশে ফেরেন সাবেক এই প্রধানমন্ত্রী। এদিন তিনি সরাসরি গুলশানের বাসভবন ফিরোজায় যান।

Header Ad
Header Ad

যুদ্ধবিরতির ২৪ ঘণ্টা না যেতেই ভারত-পাকিস্তানকে ট্রাম্পের নতুন প্রস্তাব

ভারত-পাকিস্তানকে ট্রাম্পের নতুন প্রস্তাব। ছবি কোলাজ: ঢাকাপ্রকাশ

পেহেলগাম ইস্যুকে কেন্দ্র করে টানা ১৯ দিনের উত্তেজনা আর চারদিনের সামরিক সংঘাতের পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী, ভারত ও পাকিস্তান। এই যুদ্ধবিরতির মধ্যস্থতায় মুখ্য ভূমিকা পালন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (১০ মে) সন্ধ্যায় প্রথম যুদ্ধবিরতির ঘোষণা দেন ট্রাম্প নিজেই। পরে ভারত ও পাকিস্তান উভয় পক্ষ থেকেই বিষয়টি নিশ্চিত করা হয়। তবে যুদ্ধবিরতির ২৪ ঘণ্টা পার হতেই এবার দুই দেশের জন্য নতুন এক কূটনৈতিক প্রস্তাব নিয়ে এলেন ট্রাম্প।

রোববার (১১ মে) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে তিনি লেখেন, “দুই দেশের নেতারা বুঝেছেন যে আগ্রাসন থামানো উচিত—এটাই বড় অগ্রগতি। এই সংঘর্ষে বহু নিরীহ প্রাণহানি হতে পারত। কিন্তু যুদ্ধবিরতিতে সম্মত হয়ে তারা যে পরিপক্বতা দেখিয়েছে, তা প্রশংসনীয়।”

পোস্টে ট্রাম্প আরও উল্লেখ করেন, দীর্ঘদিনের কাশ্মীর সমস্যার শান্তিপূর্ণ সমাধানে তিনি ভারত ও পাকিস্তানের সঙ্গে একযোগে কাজ করতে আগ্রহী। “এই সংকট থেকে একটি স্থায়ী সমাধানের পথ খুঁজে বের করার লক্ষ্যে আমরা দুই দেশের সঙ্গেই কাজ করতে প্রস্তুত,” বলেন তিনি।

তবে মার্কিন প্রেসিডেন্টের এই নতুন প্রস্তাবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি নয়াদিল্লি বা ইসলামাবাদ।

Header Ad
Header Ad

মেসির দুর্দান্ত গোলেও রক্ষা হয়নি, মিনেসোটার কাছে বিধ্বস্ত ইন্টার মায়ামি

ছবি: সংগৃহীত

লিওনেল মেসির দারুণ এক গোলও ইন্টার মায়ামিকে বড় পরাজয়ের হাত থেকে বাঁচাতে পারেনি। মেজর লিগ সকারের (এমএলএস) গুরুত্বপূর্ণ এক ম্যাচে মিনেসোটা ইউনাইটেডের কাছে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত হয়েছে মায়ামি।

রোববার (১১ মে) সকালে অনুষ্ঠিত এই ম্যাচটি যুক্তরাষ্ট্রে মেসির দল ইন্টার মায়ামির হয়ে এখন পর্যন্ত সবচেয়ে বড় পরাজয় হিসেবে রেকর্ড হয়ে গেছে। এর আগে সর্বোচ্চ তিনবার ৩-১ ব্যবধানে হেরেছিল তারা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মিনেসোটা। ৩২তম মিনিটেই লংওয়ানের গোলে এগিয়ে যায় তারা। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে অ্যান্টনি মার্কানিকের হেডে ব্যবধান দ্বিগুণ হয়।

দ্বিতীয়ার্ধে ফিরে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ঝাঁপিয়ে পড়ে মেসিরা। অবশেষে ৬৫তম মিনিটে জর্দি আলবার পাস থেকে বক্সে বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের জোরালো শটে দারুণ এক গোল করেন আর্জেন্টাইন মহাতারকা। টানা দ্বিতীয় ম্যাচে গোল পেলেন তিনি, যদিও আগের চার ম্যাচে ছিলেন গোলবঞ্চিত।

মেসির সেই গোলে মায়ামির সমর্থকরা কিছুটা আশাবাদী হলেও খুব দ্রুতই সেই আশা ভেঙে যায়। ৬৮ মিনিটে আত্মঘাতী গোল করে ব্যবধান বাড়িয়ে দেন মায়ামির ডিফেন্ডার মার্সেলো উইগান্ট। এরপর মাত্র দুই মিনিট পর, দূরপাল্লার এক চোখধাঁধানো শটে চতুর্থ গোলটি করেন মিনেসোটার রবিন লুদ।

এই পরাজয়ের পর ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় চার নম্বরে আছে ইন্টার মায়ামি। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে কলম্বাস ক্রু।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

দুই পুত্রবধূকে সঙ্গে নিয়ে ভাইয়ের বাসায় খালেদা জিয়া
যুদ্ধবিরতির ২৪ ঘণ্টা না যেতেই ভারত-পাকিস্তানকে ট্রাম্পের নতুন প্রস্তাব
মেসির দুর্দান্ত গোলেও রক্ষা হয়নি, মিনেসোটার কাছে বিধ্বস্ত ইন্টার মায়ামি
‘এই মোটু’ বলে কটাক্ষ, রেগে গিয়ে গুলি
গেজেটের পরই আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি
আবারও শাহবাগ অবরোধ
বিশ্ব মা দিবস আজ
আইনের মাধ্যমে আ.লীগ নিষিদ্ধের প্রক্রিয়া ইতিবাচক মনে করে বিএনপি
ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই
জুলাই ঘোষণাপত্র ৩০ কর্মদিবসের মধ্যে
‘লীগ ধর, জেলে ভর’: হাসনাত আব্দুল্লাহ
যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন নিয়ে ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি অভিযোগ
অবশেষে ছোট সাজ্জাদের আলোচিত স্ত্রী তামান্না গ্রেফতার
আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা
আমরা ফ্লাই করার ২০ মিনিট পর এয়ারপোর্টে মিসাইল পড়ে: রিশাদ
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: এক ঘণ্টার মধ্যে কাশ্মীরে আবারও ড্রোন হামলা
ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি নিয়ে প্রধান উপদেষ্টার বিবৃতি
সিগারেটের দাম বাড়ানোর দাবি তরুণ চিকিৎসকদের
বেনাপোলে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু
শেখ হাসিনার সহকারী প্রেস সচিব বিটু ও সাবেক এমপি শামীমা গ্রেপ্তার