শনিবার, ১৭ মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২
Dhaka Prokash

উদ্ভিজ্জ আমিষ রয়েছে যেসব খাবারে

মাছে ভাতে বাঙালি-বহুত পুরোনো কথা। কিন্তু দামের আগুনে বাজারের মাছ পাতে তোলা প্রায়ই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে মধ্যবিত্ত-নিম্নবিত্তদের জন্য। তবে বাঁচতে হলে তো আমিষ লাগবেই। খাবারের তালিকা থেকে আমিষ বাদ দেওয়া সম্ভব নয়। তাই বিকল্প চিন্তা ছাড়া উপায় কী? যদিও প্রাণিজ আমিষ ও উদ্ভিজ্জ আমিষ দুই ধরনের কাজ করে। তাই শরীরের জন্য দুই ধরনের আমিষই প্রয়োজন। তবে পকেটে না কুলালে কিছুই করার থাকে না। সেক্ষেত্রে আমিষের উদ্ভিজ্জ উৎসই ভরসা। উদ্ভিজ্জ আমিষে থাকে ফাইটোনিউট্রিয়েন্ট, কিছু অ্যান্টিঅক্সিডান্টস ও প্রচুর ফাইবার। ফাইবারের উপস্থিতির কারণে তা হজমের পক্ষে সহায়ক হয়। আসুন জেনে নিই উদ্ভিজ্জ আমিষের উৎসগুলো।

সবুজ মটর: আমরা জানি সব ধরনের মটরজাতীয় খাবার আমিষের ভালো উৎস। যেমন- ছোলা, ডাল, কিডনি-বিন মটরশুঁটি ইত্যাদি। এদের মধ্যে সবুজ মটর অন্যতম। এক কাপ মটরে যে পরিমাণ আমিষ থাকে তা প্রায় এক কাপ দুধের সমপরিমাণ। তাই তরকারি, সালাদ অথবা বিকালের নাস্তায় এক কাপ সবুজ মটর অন্তর্ভুক্ত করা যেতে পারে।

বীজজাতীয় খাবার: বীজজাতীয় খাবার নাস্তায় অন্তর্ভুক্ত করার মাধ্যমে প্রকৃতি থেকে প্রচুর পরিমাণে প্রোটিন ও আঁশ গ্রহণ করা যায়। চিয়া, কুমড়া, তিল ও সূর্যমুখীর বীজ প্রোটিনের ভালো উৎস। এগুলো যে কোনো খাবার পরিবেশনে, দুধজাতীয় খাবার তৈরি করতে ব্যবহার করতে পারেন। এ ছাড়া এমনিও খাওয়া যায়। এক টেবিল-চামচ বীজে দৈনিক প্রোটিন চাহিদার ১০ থেকে ২০ ভাগ পাওয়া যায়।

পালংশাক, ব্রোকলি, মূলজাতীয় খাদ্য: সবুজ শাকসবজি লৌহ, ক্যালসিয়াম ও ভিটামিনে সমৃদ্ধ। এটি প্রোটিনেরও ভালো উৎস। এক কাপ এসব সবজিতে চার থেকে পাঁচ গ্রাম আমিষ পাওয়া যায়। এসব সবজি রান্না করেও খাওয়া যায়, আবার সিদ্ধ করে সালাদের সঙ্গেও খেতে পারেন।

বাদাম ও বাদাম দিয়ে তৈরি দুধের খাবার: বাসায় তৈরি কাজু বাদাম ও কাঠবাদামের মাখন চীনাবাদামের মতোই প্রোটিনের ভালো উৎস। কাঠবাদামের দুধ সহজ প্রাপ্য ও এটি খুব সহজেই তৈরি করা যায়। আর এতসব ঝামেলা মনে হলে এমনেতিই বাদাম খেতে পারেন।

টফু: সয়ামিল্ক থেকে তেরি টফুও আমিষের এক ধরনের উৎস। টফু দিয়ে নানা রকমের খাবার তৈরি করা যায়। আধা কাপ টফুতে থাকে ২০ গ্রাম প্রোটিন যা সারাদিনে দেহের প্রয়োজনীয় প্রোটিনের প্রায় অর্ধেক। টফু নানা ভাবে খাওয়া যায়। মসলা ও সবজি দিয়ে, সালাদের উপাদান হিসেবে অথবা ভেজে সস দিয়ে পরিবেশন করেও টফু খাওয়া যায়।

এসএন

Header Ad
Header Ad

চট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৩

চট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় মধ্যরাতে ঝটিকা মিছিল করে আলোচনায় এসেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জুলধা ইউনিয়নের সুলতান বাপের বাড়ি এলাকায় এই সংক্ষিপ্ত মিছিল হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, প্রায় ১২-১৫ জন যুবক আচমকা এলাকায় ঢুকে 'জয় বাংলা', 'জয় বঙ্গবন্ধু', 'শেখ হাসিনা আসবে দেশে, বীরের বেশে'—এমন স্লোগানে কয়েক মিনিটের মধ্যে পুরো এলাকা কাঁপিয়ে তোলে। মিছিলটি প্রায় ৩-৪ মিনিট স্থায়ী হয় এবং পরে অংশগ্রহণকারীরা দ্রুত এলাকা ত্যাগ করে।

ঘটনার পরপরই কর্ণফুলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। এসময় ফারহান (২২) নামে এক যুবকসহ মোট তিনজনকে আটক করা হয়।

কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শরীফ বিষয়টি নিশ্চিত করে বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযান পরিচালনা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তিনজনকে আটক করেছি। এ বিষয়ে তদন্ত চলছে।”

উল্লেখ্য, বাংলাদেশ ছাত্রলীগকে সাম্প্রতিক সময়ে সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হয়, যার পর এই ধরনের প্রকাশ্য কার্যক্রম প্রশাসনের কড়া নজরদারিতে রয়েছে।

Header Ad
Header Ad

দুই বছর টেস্ট না খেলা রোস্টন চেজকে অধিনায়ক করল ওয়েস্ট উইন্ডিজ

রোস্টন চেজ। ছবি: সংগৃহীত

টেস্ট দলে দীর্ঘদিন অনুপস্থিত ছিলেন রোস্টন চেজ। কিন্তু ১৩টি টেস্টে স্কোয়াডের বাইরে থাকা এই অলরাউন্ডারকেই এবার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড দিলো সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব—টেস্ট দলের অধিনায়কত্ব।

আগামী ২৫ জুন ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু হতে যাওয়া নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের সিরিজকে সামনে রেখে চমকপ্রদ এ সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (CWI)। শুধু অধিনায়কই নয়, তার ডেপুটি হিসেবে আনা হয়েছে বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকানকে।

রোস্টন চেজ সবশেষ টেস্ট খেলেছিলেন ২০২৩ সালের মার্চে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে। এর পর দল থেকে বাদ পড়ে ১৩টি টেস্ট দেখেছেন বাইরে বসে। তবু ৪৯ ম্যাচের অভিজ্ঞতা, ব্যাটে ৫ সেঞ্চুরি ও ৮৫ উইকেটের পারফরম্যান্স বিবেচনায় নেতৃত্বের ভার তার কাঁধেই তুলে দিয়েছে বোর্ড। ফলে অধিনায়ক হিসেবে মাঠে নামতে যাচ্ছেন ক্যারিয়ারের ৫০তম টেস্টে।

বোর্ডের ব্যাখ্যায় উঠে এসেছে, নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে তারা প্রার্থীদের মানসিকতা, আচরণ ও উপযোগিতা যাচাইয়ে একটি ‘বিস্তারিত মূল্যায়ন প্রক্রিয়া’ সম্পন্ন করেছে। সেই মূল্যায়নে চেজই পেয়েছেন সর্বোচ্চ নম্বর। তার সঙ্গে নেতৃত্বের দৌড়ে ছিলেন জন ক্যাম্পবেল, জশুয়া ডি সিলভা, টেভিন ইমল্যাচ, জাস্টিন গ্রিভস ও সহ-অধিনায়ক ওয়ারিকান নিজেও।

এর আগে চেজ ওয়েস্ট ইন্ডিজের হয়ে একটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়কত্ব করলেও টেস্টে এই দায়িত্ব এবারই প্রথম। আর এ সিদ্ধান্ত এমন এক সময় এলো, যখন মার্চের শেষদিকে টেস্ট দলের দায়িত্ব ছেড়েছেন দীর্ঘ সময়ের অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। তাঁর অধীনে ৩৯ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে মাত্র ১০টি।

এছাড়া সীমিত ওভারের ক্রিকেটেও পরিবর্তন এসেছে। টি-টোয়েন্টি অধিনায়ক রভম্যান পাওয়েলকে সরিয়ে দিয়ে শাই হোপকে দেওয়া হয়েছে ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টির দায়িত্বও।

Header Ad
Header Ad

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড, খালাস ৩

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ড মামলার প্রধান আসামি হিটু শেখ। ছবি: সংগৃহীত

মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ড মামলায় প্রধান আসামি হিটু শেখকে (বোনের শ্বশুর) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। শনিবার (১৭ মে) সকালে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক এম জাহিদ হাসান এ রায় ঘোষণা করেন। এ রায়ে তার স্ত্রী জাহেদা বেগম এবং সন্তান সজীব শেখ ও রাতুল শেখকে খালাস দেওয়া হয়েছে।

এর আগে গত ১৩ এপ্রিল আলোচিত মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ। ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্যে দিয়ে শুরু হয় বিচার কার্যক্রম। সাক্ষ্যগ্রহণ শুরু হয় ২৭ এপ্রিল। এ মামলায় রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন ২৯ জন। ছুটির দিন বাদে টানা শুনানি করে ১২ কার্যদিবসে শেষ হয় বিচার।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, আসামির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি, মেডিকেল অ্যাভিডেন্স ও সাক্ষীদের জবানবন্দিতে আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে।

মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর জানান, এ মামলার প্রধান আসামি হিটু শেখের ১৬৪ ধারায় স্বীকারোক্তি, মেডিকেল রিপোর্ট, পারিপার্শ্বিক সাক্ষ্য এবং মামলার মৌখিক ও দালিলিক সাক্ষ্য দ্বারা রাষ্ট্রপক্ষ মামলা প্রমাণ করতে পেরেছে।

ফলে একটি নিষ্পাপ শিশুকে যেভাবে অমানবিক পাশবিক নির্যাতনে হত্যা করা হয়েছে, তার জন্য আসামিদের আদালত সর্বোচ্চ সাজা দেবে, যা বাংলাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে।

এর আগে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও বাদীপক্ষের আইনজীবী বলেন, মাগুরায় আট বছরের শিশুর সঙ্গে বর্বর পাশবিক ঘটনায় সারা দেশ প্রতিবাদে ফেটে পড়ে। মাগুরা জেলা আইনজীবী সমিতির সদস্যরাও এ ঘৃণ্য ঘটনার দ্রুত বিচার দাবি জানায়।

মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে এসে গত ৬ মার্চ ধর্ষণের শিকার হয় শিশু আছিয়া। এ ঘটনার পর মাগুরাসহ সারা দেশের মানুষ প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে। গত ৮ মার্চ পুলিশের অভিযুক্ত এ চারজনকেই আসামি করে সদর থানায় মামলা করেন শিশুর মা আয়েশা আক্তার।

ধর্ষণের ঘটনার পর শিশুকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ফরিদপুর মেডিকেল এবং পরে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ মারা যায় শিশুটি।

এ ঘটনার পর পুলিশের রিমান্ড চলাকালে মামলার মূল আসামি হিটু শেখ ১৫ মার্চ মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। যেখানে এ ঘটনায় সে একাই জড়িত বলে স্বীকারোক্তি দেয়।

গত ১৩ এপ্রিল চাঞ্চল্যকর এ মামলাটির তদন্তকারী কর্মকর্তা মাগুরা সদর থানার ওসি (তদন্ত) আলাউদ্দিন সরদার শিশুটির মায়ের করা মামলায় অভিযুক্ত চার আসামি আছিয়ার বোনের শ্বশুর হিটু শেখ, বোনের শাশুড়ি জাহেদা বেগম, বোনজামাই সজীব শেখ ও সজীবের বড় ভাই রাতুল শেখের বিরুদ্ধে অভিযোগ এনে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

২৩ এপ্রিল চার্জ গঠনের মাধ্যমে এ মামলার বিচার কার্যক্রম শুরু হয়। ২৭ এপ্রিল থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে ২৭ এপ্রিল বাদীসহ তিনজনের সাক্ষ্য প্রদানের মাধ্যমে সাক্ষীর কার্যক্রম শুরু হয়ে ৭ মে অষ্টম কার্যদিবসের মধ্যে সাক্ষ্য পর্ব শেষ হয়।

৮ মে আসামিদের ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের পরীক্ষা সম্পন্ন করা হয়। এ ছাড়া ১২ ও ১৩ মে যুক্তিতর্ক শেষে ১৭ মে রায় ঘোষণার দিন ধার্য করে আদালত।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

চট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৩
দুই বছর টেস্ট না খেলা রোস্টন চেজকে অধিনায়ক করল ওয়েস্ট উইন্ডিজ
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড, খালাস ৩
৪০ রোহিঙ্গাকে সাগরে ফেলে দিল ভারত! জাতিসংঘের তীব্র উদ্বেগ
বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ
দুপুরের মধ্যে ৫ জেলায় ঝড়ের শঙ্কা, হতে পারে বজ্রসহ বৃষ্টি
মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ
ইসরায়েলের হামলায় গাজায় একদিনে আরও ১১৫ ফিলিস্তিনি নিহত
মিঠাপুকুরে প্রবাসীর জমি বেদখলের অপচেষ্টা, বসতঘরে হামলা-লুটপাট
মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা, দিয়েছে দেশে ফেরার সুযোগ
ঈদের ছুটি সমন্বয়ে শনিবার খোলা থাকবে আর্থিক প্রতিষ্ঠান, দাপ্তরিক ও শিক্ষাপ্রতিষ্ঠান
বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায় : হাসনাত আব্দুল্লাহ
সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৬৬২ জন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব দাবি মেনে নিয়েছে সরকার
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ
বোতল নিক্ষেপকারী শিক্ষার্থীকে বাসায় দাওয়াত দিলেন তথ্য উপদেষ্টা
এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ
পেটে বাচ্চাসহ গরু জবাই করে বিক্রি, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে সাত কলেজ