দুপুরের মধ্যে ৫ জেলায় ঝড়ের শঙ্কা, হতে পারে বজ্রসহ বৃষ্টি

ফাইল ছবি
দেশের পাঁচ জেলার ওপর দিয়ে আজ শনিবার (১৭ মে) ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ কারণে সংশ্লিষ্ট জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
শনিবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টায়, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
রবিবার (১৮ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও একই রকম আবহাওয়া বিরাজ করতে পারে। উল্লিখিত বিভাগগুলোতে ছড়িয়ে ছিটিয়ে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে উত্তরাঞ্চলে।
সোমবার (১৯ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও বলা হয়েছে, দেশের বেশ কিছু অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
