বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১
Dhaka Prokash

ভালো পোশাক-আষাকের গল্প

ভালো আচরণের ভালো দৃষ্টান্ত হলো পোশাক-টম ফোর্ড, নিউ ইয়র্কের ফ্যাশন হাউজ টম ফোর্ডের প্রতিষ্ঠাতা।

১. পোশাকের মাধ্যমে একটি ভালো শারিরীক উপস্থাপন একটি গুরুত্বপূণ এবং কার্যকর উপায় হলো মানুষের দৃষ্টি কাড়া ও তাদের মধ্যে ছাপ ফেলে দেওয়ার।
২. প্রথম দর্শনে এভাবে তৈরি হয় প্রথম প্রস্তুতি। এটি ভালো মনোযোগ কাড়ার মাধ্যমে যে কোনো মানুষের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হয় এবং যেকোনো ধরণের ব্যবসায়িক চুক্তিতে সহজভাবে আগানো যায়।
৩. ভালো পোশাক পরা মানুষটি সবসময় ভালো আচরণ করেন সাধারণত। তার মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়।
৪. পোশাক পরার ক্ষেত্রে নিজের মধ্যে কঠিন আচরণ তৈরি হয় এমন কোনো পোষাক পরা উচিত নয়। শরীরের ত্বকের সঙ্গে মিলিয়ে পোশাক পরা ভালো। খেয়াল রাখতে হবে অন্যেরও যেন আপনার পোষাক ভালো লাগে। নিজের কাছে স্বাচ্ছন্দ্যের মনে হয়।
৫. ভালো পোশাকের সঙ্গে মিলিয়ে ভালো জুতাও পরা ভালো। জুতো রং এবং ধরণ দেখে কেনা উচিত। যে ধরণের রঙ ভালো লাগে, পরতে আরামদায়ক হয়, সেই ধরণের জুতো পরা ভালো।
৬. ফরমাল, পরিষ্কার ও পলিশ করা জুতোর প্রতি সবসময় মনোযোগ থাকা প্রয়োজন।
৭. পোশাকের ক্ষেত্রে সেটি যেন শরীরের সঙ্গে ভালোভাবে ফিট করে খেয়াল রাখতে হবে। আপনার দেহের চেয়ে বড় ও অন্য রকমের প্যান্ট পরা উচিত নয়। সাধারণ কোনো পোষাক কিন্তু শরীরের সঙ্গে মানানসই, ফিট করেছে তেমন পোশাক পরার জন্য বেছে নেওয়া ভালো।
৮. অনেকে সানগ্লাস পরতে ভালোবাসেন। এটি মানুষের পছন্দের কাজ, শখ। এমন কোনো সানগ্লাস পরা প্রয়োজনীয় নয়, যেটি আপনার নাকের নিচে চলে আসে একটু পর পর, মুখের সঙ্গে মানানসই নয়। আপনাকে সিরিয়াস দেখাবে, সেটি সানগ্লাস না হওয়াই ভালো।
৯. আপনার পোশাকের সঙ্গে মিলিয়ে সানগ্লাস পরা আরো ভালো। যেটি ফিট করে ভালো সেটি দারুণ।
১০. পোশাকের ক্ষেত্রে সঠিক কালারটি নির্বাচন করা উত্তম। আপনাকে এই রঙ উপস্থাপন করে। ফলে নিজের দিকে খেয়াল রেখে পোষাকের রঙ বেছে নেওয়া ভালো।
১১. অনেকের কালো রঙ প্রিয়। এই রঙটি শক্তিশালী। রঙের মধ্যে প্রতিনিধিত্বকারী। লাল মনোযোগ আকর্ষণকারী, নীল ভালোবাসা তৈরি করে, সাদা শুভ্রতার প্রতীক, হলুদ আলোকিত রঙ। ফলে রঙ বাছাই করাও একজন ভালো পোশাক পরা মানুষের কাজ।
১২. আবার এমন কোনো রঙ পোশাকের ক্ষেত্রে বেছে নেওয়া ভালো নয় যেটি দৃষ্টিকটু। অন্যের চোখে লাগে। ফলে সাধারণভাবে গ্রহণযোগ্য ও ভালো লাগার রঙ বেছে নেওয়া প্রয়োজন।
১৩. হাসা মানুষের খুব প্রয়োজনীয় কাজ। কোনোভাবেই এটি খারাপ কাজ নয়। ফলে ভালো পোশাক পরে চলাফেরার সময় মুখে হাসি থাকাও প্রয়োজন। তাতে আপনার এবং অন্যের মন ভালো থাকে।
১৪. পারফিউম দেওয়া কাজের কাজ। তাতে ঘামের গন্ধ, বিরক্তি উৎপাদন হয় না। আবার সুবাস ছড়িয়ে মুগ্ধ করে সবাইকে। ফলে ভালো পোষাক পরলেন, ভালো জুতো আছে পায়ে কিন্তু পারফিউম নেই কোনো শরীরে এ কাজের কাজ নয়। তাই বেরুনোর আগে পারফিউম দিতে ভুলবেন না। অভ্যাস করতে করতে হয়ে যাবে যারা নিয়মিত নন বা কখনো দেন না।
১৫. ভালো আচরণের জন্য ভালো পোশাক, নিজেকে ভালোভাবে উপস্থাপনের জন্য নিজের পরিচ্ছেদের অংশ হলো ভালো পারফিউম দিয়ে চলা। কাজের দিনগুলোকে আপনাকে গ্রহণযোগ্য করে রাখবে।
১৬. যে ব্যাগটি বহন করছেন সেটির প্রতিও মনোযোগ দিন। সেখানে আছে ফাইল, খাবার, টুকিটাকি দরকারী নানা কিছু। এমন কোনো ব্যাগ বহন করবেন না যেটি আপনার প্রয়োজনের চেয়ে বড় বা অনেক ছোট। আবার মানানসই নয়, দেখতে ভালো নয় এমন কোনো ব্যাগ না নিয়ে চলাফেরাই ভালো।
১৭. বড় ব্যাগ ভারী হয়। আবার সেখানে ছোট, ছোট জিনিশ আছে আপনার। ব্যাগ চেইন খুলে কাজ করছেন তাতে মানুষের বাজে মনোযোগ কাড়ার সম্ভাবনা থাকে। আবার গাদাগাদি করা ছোট ব্যাগ আপনার র্নিবুদ্ধিতার পরিচয় বহন করতে পারে।

ছবি : অনলাইন।

টাঙ্গাইলে পঁচা মাংস বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

ফাইল ছবি

টাঙ্গাইলে পঁচা মাংস বিক্রির অপরাধে মো. নূর নবী নামে এক মাংস ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে টাঙ্গাইলে পৌর শহরের বটতলা বাজারে জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম বিনতে আজিজের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম বিনতে আজিজ জানান, পঁচা মাংস বিক্রি করায় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ এর ২৪ (১) ধারায় ওই মাংস ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও তার থেকে ৩৫ কেজি মাংস জব্দ করা হয়।

‘উপজেলা ভোটে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ণ হতে পারে’

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ফাইল ছবি

উপজেলা ভোটে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, নির্বাচনের সময় আবেগ-অনুভূতির কারণে কিছুটা বিশৃঙ্খলা হয়। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করতে হবে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষ্যে সব বিভাগীয় কমিশনার, রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক, জেলা প্রশাসক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক শুরু করে ইসি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে সভায় নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত আছেন।

যেকোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু করতে হবে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনের সময় আবেগ-অনুভূতির জন্য কিছুটা বিশৃঙ্খলা হয়। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করতে হবে। এই নির্বাচনে ব্যর্থ হলে বিগত সংসদ নির্বাচনে যে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে তা ক্ষুণ্ন হতে পারে। বাংলাদেশে গণতন্ত্র আছে তা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রমাণ করতে হবে।

প্রথম ধাপের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল ও বাছাইয়ের সময় শেষ। এই ধাপে বৈধ প্রার্থী এক হাজার ৭৮৬ জন, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল, নিষ্পত্তি, প্রার্থিতা প্রত্যাহার, প্রতীক বরাদ্দ সব প্রক্রিয়া শেষ হয়েছে। প্রথম ধাপে ১৫২ উপজেলায় ভোটগ্রহণ হবে ৮ মে।

এই ধাপের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নিয়োগ করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদন নিষ্পত্তি করবেন আপিল কর্তৃপক্ষ হিসেবে জেলা প্রশাসক।

দ্বিতীয় ধাপের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল ২১ এপ্রিল শেষ হয়েছে, মনোনয়নপত্র বাছাই হয়েছে ২৩ এপ্রিল, আপিল গ্রহণ চলছে ২৪-২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি হবে ২৭-২৯ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ প্রতীক বরাদ্দ ২ মে। আর ১৬১ উপজেলায় ভোটগ্রহণ হবে ২১ মে।

এই ধাপের নির্বাচনে অতিরিক্ত জেলা প্রশাসকদের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ভোটারের সংখ্যা ৫ লাখের বেশি যেখানে সেখানে একাধিক সহকারিী রিটার্নিং অফিসার নিয়োজিত থাকবেন।

তৃতীয় ধাপের তফসিল অনুযায়ী, মনোনয়ন ফরম জমার শেষ তারিখ ২ মে, মনোনয়ন যাচাই-বাছাই ৫ মে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৬- ৮ মে। আপিল নিষ্পত্তি ৯ থেকে ১১ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ১৩ মে এবং ভোট ২৯ মে। এই ধাপে ১১২ উপজেলায় ভোট হবে।

এই ধাপে রিটার্নিং কর্মকর্তা হিসেবে অতিরিক্ত জেলা ও অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং অতিরিক্ত জেলা প্রশাসকদের নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ৫ জুন চতুর্থ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

চতুর্থ ধাপের তফসিল অনুযায়ী, আগামী ৫ জুন দেশের ৫৪ উপজেলায় চতুর্থ ধাপের ভোটগ্রহণ হবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এর সঙ্গে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার প্রার্থীর মৃত্যুতে স্থগিত হওয়া ভোটও এ ধাপে অনুষ্ঠিত হবে, ফলে মোট ৫৫ উপজেলায় ভোট হবে। চতুর্থ ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৯ মে, মনোনয়ন যাচাই-বাছাই ১২ মে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৩-১৫ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ মে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২০ মে।

চতুর্থ ধাপের ৯টি উপজেলায় ভোট হবে ইভিএমে। বাকিগুলো ব্যালট পেপারের ভোটগ্রহণ করা হবে।

শপথ নিলেন আপিল বিভাগের নতুন ৩ বিচারপতি

ছবি: সংগৃহীত

শপথ নিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পাওয়া তিন বিচারপতি। তারা হলেন- বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তাদের শপথবাক্য পাঠ করান। এসময় আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী।

এর আগে বুধবার (২৪ এপ্রিল) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তিনজন বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের নিয়োগ দিয়ে ওইদিন প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।

আইন সচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের, হাইকোর্ট বিভাগে কর্মরত তিনজন বিচারককে তাদের শপথ গ্রহণের তারিখ হতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক নিয়োগ করেছেন।

বর্তমানে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে পাঁচজন বিচারপতি রয়েছেন। নতুন তিন বিচারপতি নিয়োগ দেওয়ায় আপিল বিভাগের বিচারপতির সংখ্যা দাঁড়াল আটজনে।

 

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলে পঁচা মাংস বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
‘উপজেলা ভোটে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ণ হতে পারে’
শপথ নিলেন আপিল বিভাগের নতুন ৩ বিচারপতি
তীব্র গরমে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস
মনোনয়ন প্রত্যাহার না করা মন্ত্রী-এমপির স্বজনদের সময়মত ব্যবস্থা
মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠাল বিজিবি
বিশ্বজুড়ে চলমান যুদ্ধ বন্ধে বিশ্বনেতাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
আরও ৩ দিন হিট অ্যালার্ট জারি
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প আসছে বাংলাদেশের পর্দায়
শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ, আহত ৫
মুক্তি পেল ইমতু রাতিশ ও অলংকার এর 'বরিশাইল্লা সং'
জরুরি সাংগঠনিক নির্দেশনা দিলো ছাত্রলীগ
সাহিত্য চর্চার আড়ালে শিশু পর্নোগ্রাফি বানাতেন টিপু কিবরিয়া
সাজেকে শ্রমিকবাহী ট্রাক খাদে পড়ে নিহত ৬
ধাওয়া খেয়ে গরু ও গাড়ি রেখে পালালো চোর, গাড়িতে আগুন দিল জনতা
আর্জেন্টাইন ফুটবলার কার্লোস তেভেজ হাসপাতালে ভর্তি
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এফডিসিতে মানববন্ধন
রাজবাড়ীতে হিটস্ট্রোকে স্কু‌লশিক্ষকের মৃত্যু
প্রসূতির পেটে গজ ও ফুল রেখে সেলাইয়ের অভিযোগ, তদন্ত কমিটি গঠন
তাপদাহ কমে গেলে লোডশেডিং থাকবে না: বিদ্যুৎ সচিব