রবিবার, ১১ মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী আজ।১৯৭৬ সালের এদিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (সাবেক পিজি হাসপাতাল) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ বিদ্রোহী সত্ত্বা। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনবিরোধী আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নজরুলের কবিতা-গান-চিন্তা সাধারণ মানুষকে উজ্জীবিত করেছিল। কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। সেখানেই তিনি চিরনিদ্রায় শায়িত।

বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পর ১৯৭২ সালের ২৪ মে স্বাধীন বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে ভারত সরকারের অনুমতি নিয়ে কবি নজরুলকে সপরিবারে ঢাকায় নিয়ে আসা হয়। তাকে দেওয়া হয় জাতীয় কবির মর্যাদা। বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের জন্য ১৯৭৪ সালের ৯ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় এক বিশেষ সমাবর্তনে কবিকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি দেয়। একই বছরের ২১ ফেব্রুয়ারি একুশে পদকে ভূষিত হন কবি।

কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসেবে সমধিক পরিচিত হলেও তিনি ছিলেন- একাধারে কবি, সঙ্গীতজ্ঞ, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, সাংবাদিক, চলচ্চিত্রকার, গায়ক ও অভিনেতা। তিনি বৈচিত্র্যময় অসংখ্য রাগ-রাগিণী সৃষ্টি করে বাংলা সঙ্গীতজগৎকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন।

নজরুল ছিলেন অসাম্প্রদায়িক চেতনার অগ্রসর মানুষ। ইসলামী গজলের পাশাপাশি লিখে গেছেন শ্যামা সংগীত। বাংলা সাহিত্য ও সংগীতে নতুন এক দিগন্ত উন্মোচিত হয় নজরুলের দেখানো পথ ধরে। শুধু কবিতা ও গানেই তিনি নিজেকে সীমাবদ্ধ রাখেননি; লিখেছেন নাটক-উপন্যাস, ছিলেন সাংবাদিক। সমৃদ্ধ করেছিলেন বাংলা শিশুসাহিত্যকেও।

নজরুলের সৃষ্টিকর্ম প্রসঙ্গে নজরুল বিশেষজ্ঞ অধ্যাপক রফিকুল ইসলাম লিখেছেন,‘নজরুল ইতিহাস ও সময় সচেতন মানুষ ছিলেন, যার প্রভাব তাঁর লেখায় স্পষ্টভাবে পাওয়া যায়। তুরস্কে কামাল পাশার নেতৃত্বে প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা, রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লব আর ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী আন্দোলনের তরঙ্গকে নজরুল তাঁর সাহিত্যে বিপুলভাবে ধারণ করেছেন। সেই সময়ে ধর্মান্ধ মুসলমানদের তিনি পুনর্জাগরণের ডাক দিয়েছেন এবং এক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল একজন বলিষ্ঠ নেতার মতো।’

নজরুল ছিলেন চির প্রেমের কবি। তিনি যৌবনের দূত। তিনি প্রেম নিয়েছিলেন, প্রেম চেয়েছিলেন। মূলত তিনি বিদ্রোহী, কিন্তু তার প্রেমিক রূপটিও প্রবাদপ্রতিম। তাই মানুষটি অনায়াসেই বলতে পারেন, ‘আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনায়।’

প্রেম, দ্রোহ, সাম্যবাদ ও জাগরণের কবি কাজী নজরুল ইসলামের কবিতা ও গান শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে সংগ্রামে জাতিকে উদ্বুদ্ধ করেছে। মুক্তিযুদ্ধে তাঁর গান ও কবিতা ছিল প্রেরণার উৎস। নজরুলের কবিতা, গান ও সাহিত্য কর্ম বাংলা সাহিত্যে নবজাগরণ সৃষ্টি করেছিল। তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার পথিকৃৎ লেখক। তাঁর লেখনি জাতীয় জীবনে অসাম্প্রদায়িক চেতনা বিকাশে ব্যাপক ভূমিকা পালন করে। তাঁর কবিতা ও গান মানুষকে যুগে যুগে শোষণ ও বঞ্চনা থেকে মুক্তির পথ দেখিয়ে চলছে।

কবি নজরুল ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, নজরুলের ২১ বছরের সাহিত্যিক জীবনে তিনি ২ হাজার ৬০০টি গান, ৬০০টি কবিতা, ৩টি বই এবং ৪৩টি প্রবন্ধ তৈরি করেছিলেন।

নজরুলের ছদ্মনাম ছিলো 'ধূমকেতু'। নজরুলের আবির্ভাবও ধূমকেতুর মতোই। হঠাৎ হঠাৎ জ্বলে উঠেছেন আবার হারিয়ে গেছেন, কিন্তু আশপাশ উজ্জ্বল করে বারবার ফিরে এসেছেন। এখনো ফিরে আসেন। দুনিয়ার সকল শোষণ-নিপীড়নের বিরুদ্ধে আজও বিদ্রোহ করে চলেছেন নজরুল।

কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে- ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদসংলগ্ন কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, দোয়া মাহফিল এবং আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ বেতার, টেলিভিশন ও বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচারের উদ্যোগ নিয়েছে।

এ উপলক্ষে শনিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় কবি নজরুল ইনস্টিটিউট ধানমন্ডির রবীন্দ্র সরোবরে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। বাংলাদেশ বেতার, টেলিভিশন ও বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচারের উদ্যোগ নিয়েছে।

Header Ad
Header Ad

যুদ্ধবিরতির ২৪ ঘণ্টা না যেতেই ভারত-পাকিস্তানকে ট্রাম্পের নতুন প্রস্তাব

ভারত-পাকিস্তানকে ট্রাম্পের নতুন প্রস্তাব। ছবি কোলাজ: ঢাকাপ্রকাশ

পেহেলগাম ইস্যুকে কেন্দ্র করে টানা ১৯ দিনের উত্তেজনা আর চারদিনের সামরিক সংঘাতের পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী, ভারত ও পাকিস্তান। এই যুদ্ধবিরতির মধ্যস্থতায় মুখ্য ভূমিকা পালন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (১০ মে) সন্ধ্যায় প্রথম যুদ্ধবিরতির ঘোষণা দেন ট্রাম্প নিজেই। পরে ভারত ও পাকিস্তান উভয় পক্ষ থেকেই বিষয়টি নিশ্চিত করা হয়। তবে যুদ্ধবিরতির ২৪ ঘণ্টা পার হতেই এবার দুই দেশের জন্য নতুন এক কূটনৈতিক প্রস্তাব নিয়ে এলেন ট্রাম্প।

রোববার (১১ মে) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে তিনি লেখেন, “দুই দেশের নেতারা বুঝেছেন যে আগ্রাসন থামানো উচিত—এটাই বড় অগ্রগতি। এই সংঘর্ষে বহু নিরীহ প্রাণহানি হতে পারত। কিন্তু যুদ্ধবিরতিতে সম্মত হয়ে তারা যে পরিপক্বতা দেখিয়েছে, তা প্রশংসনীয়।”

পোস্টে ট্রাম্প আরও উল্লেখ করেন, দীর্ঘদিনের কাশ্মীর সমস্যার শান্তিপূর্ণ সমাধানে তিনি ভারত ও পাকিস্তানের সঙ্গে একযোগে কাজ করতে আগ্রহী। “এই সংকট থেকে একটি স্থায়ী সমাধানের পথ খুঁজে বের করার লক্ষ্যে আমরা দুই দেশের সঙ্গেই কাজ করতে প্রস্তুত,” বলেন তিনি।

তবে মার্কিন প্রেসিডেন্টের এই নতুন প্রস্তাবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি নয়াদিল্লি বা ইসলামাবাদ।

Header Ad
Header Ad

মেসির দুর্দান্ত গোলেও রক্ষা হয়নি, মিনেসোটার কাছে বিধ্বস্ত ইন্টার মায়ামি

ছবি: সংগৃহীত

লিওনেল মেসির দারুণ এক গোলও ইন্টার মায়ামিকে বড় পরাজয়ের হাত থেকে বাঁচাতে পারেনি। মেজর লিগ সকারের (এমএলএস) গুরুত্বপূর্ণ এক ম্যাচে মিনেসোটা ইউনাইটেডের কাছে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত হয়েছে মায়ামি।

রোববার (১১ মে) সকালে অনুষ্ঠিত এই ম্যাচটি যুক্তরাষ্ট্রে মেসির দল ইন্টার মায়ামির হয়ে এখন পর্যন্ত সবচেয়ে বড় পরাজয় হিসেবে রেকর্ড হয়ে গেছে। এর আগে সর্বোচ্চ তিনবার ৩-১ ব্যবধানে হেরেছিল তারা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মিনেসোটা। ৩২তম মিনিটেই লংওয়ানের গোলে এগিয়ে যায় তারা। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে অ্যান্টনি মার্কানিকের হেডে ব্যবধান দ্বিগুণ হয়।

দ্বিতীয়ার্ধে ফিরে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ঝাঁপিয়ে পড়ে মেসিরা। অবশেষে ৬৫তম মিনিটে জর্দি আলবার পাস থেকে বক্সে বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের জোরালো শটে দারুণ এক গোল করেন আর্জেন্টাইন মহাতারকা। টানা দ্বিতীয় ম্যাচে গোল পেলেন তিনি, যদিও আগের চার ম্যাচে ছিলেন গোলবঞ্চিত।

মেসির সেই গোলে মায়ামির সমর্থকরা কিছুটা আশাবাদী হলেও খুব দ্রুতই সেই আশা ভেঙে যায়। ৬৮ মিনিটে আত্মঘাতী গোল করে ব্যবধান বাড়িয়ে দেন মায়ামির ডিফেন্ডার মার্সেলো উইগান্ট। এরপর মাত্র দুই মিনিট পর, দূরপাল্লার এক চোখধাঁধানো শটে চতুর্থ গোলটি করেন মিনেসোটার রবিন লুদ।

এই পরাজয়ের পর ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় চার নম্বরে আছে ইন্টার মায়ামি। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে কলম্বাস ক্রু।

Header Ad
Header Ad

‘এই মোটু’ বলে কটাক্ষ, রেগে গিয়ে গুলি

ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের গোরখপুর জেলায় এক যুবককে ‘মোটু’ বলে কটাক্ষ করায়, দুই ব্যক্তিকে গুলি করে আহত করার অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (৮ মে) এই ঘটনা ঘটলেও শুক্রবার (৯ মে) অভিযোগ দায়ের হওয়ার পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযুক্ত যুবকের নাম অর্জুন চৌহান। তিনি খাজনি থানার অন্তর্গত বেলঘাট এলাকার বাসিন্দা। তিনি তাঁর কাকুর সঙ্গে একটি মন্দিরের কাছে অনুষ্ঠিত ভোজে অংশ নিতে গিয়েছিলেন। সেখানেই একই এলাকার অন্য দুই ব্যক্তি — অনিল চৌহান ও শুভম চৌহান — তাঁকে ‘মোটু’ বলে কটাক্ষ করেন এবং তাঁর ওজন নিয়ে বিদ্রূপ করতে থাকেন।

পুলিশ সুপার (দক্ষিণ) জিতেন্দ্র কুমার জানান, অপমানজনিত ক্ষোভ থেকে অর্জুন চৌহান ও তাঁর বন্ধু আসিফ খান পরদিন বৃহস্পতিবার, ওই দু’জনকে হাইওয়েতে অনুসরণ করেন। প্রথমে ব্যর্থ হলেও পরে টেনুয়া টোল প্লাজার কাছে তাদের গাড়ি আটকিয়ে, গাড়ি থেকে নামিয়ে এনে গুলি চালান বলে অভিযোগ।

পথচারীরা আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যান, সেখান থেকে তাঁদের জেলা মেডিকেল কলেজে রেফার করা হয়। বর্তমানে দুজনেই বিপদমুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শুভম চৌহানের পিতার লিখিত অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং অভিযুক্ত অর্জুন চৌহানকে শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে অস্ত্র আইনসহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

যুদ্ধবিরতির ২৪ ঘণ্টা না যেতেই ভারত-পাকিস্তানকে ট্রাম্পের নতুন প্রস্তাব
মেসির দুর্দান্ত গোলেও রক্ষা হয়নি, মিনেসোটার কাছে বিধ্বস্ত ইন্টার মায়ামি
‘এই মোটু’ বলে কটাক্ষ, রেগে গিয়ে গুলি
গেজেটের পরই আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি
আবারও শাহবাগ অবরোধ
বিশ্ব মা দিবস আজ
আইনের মাধ্যমে আ.লীগ নিষিদ্ধের প্রক্রিয়া ইতিবাচক মনে করে বিএনপি
ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই
জুলাই ঘোষণাপত্র ৩০ কর্মদিবসের মধ্যে
‘লীগ ধর, জেলে ভর’: হাসনাত আব্দুল্লাহ
যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন নিয়ে ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি অভিযোগ
অবশেষে ছোট সাজ্জাদের আলোচিত স্ত্রী তামান্না গ্রেফতার
আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা
আমরা ফ্লাই করার ২০ মিনিট পর এয়ারপোর্টে মিসাইল পড়ে: রিশাদ
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: এক ঘণ্টার মধ্যে কাশ্মীরে আবারও ড্রোন হামলা
ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি নিয়ে প্রধান উপদেষ্টার বিবৃতি
সিগারেটের দাম বাড়ানোর দাবি তরুণ চিকিৎসকদের
বেনাপোলে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু
শেখ হাসিনার সহকারী প্রেস সচিব বিটু ও সাবেক এমপি শামীমা গ্রেপ্তার
জনগণ আর পলাতক অপশক্তির পুনর্বাসন চায় না: তারেক রহমান