লা লিগার শিরোপা দৌড়ে আজ হতে পারে টার্নিং পয়েন্ট। মৌসুমের সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচ—এল ক্লাসিকোতে আজ রাতেই বার্সেলোনার মাঠে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। পয়েন্ট টেবিলে বার্সা রয়েছে চার পয়েন্ট এগিয়ে, তবে আজকের ম্যাচের ফলাফলই অনেকাংশে নির্ধারণ করে দিতে পারে কার হাতে উঠছে এবারের লা লিগার মুকুট।
এই মৌসুমে এর আগেই তিনবার মুখোমুখি হয়েছে বার্সা ও রিয়াল। তিনবারই জয়ের হাসি হেসেছে কাতালান ক্লাবটি—স্কোরলাইন ছিল যথাক্রমে ৪-০, ৫-২ ও ৩-২। তবে আজকের ম্যাচে ইতিহাস রিয়াল মাদ্রিদের পাশে। বার্সেলোনার মাঠে শেষ পাঁচ এল ক্লাসিকোর মধ্যে চারটিতেই জয় পেয়েছে লস ব্লাঙ্কোসরা। সবমিলিয়ে ক্লাসিকোর ইতিহাসেও এগিয়ে রিয়াল—১০৫ জয় তাদের, বার্সার ১০৩, ড্র হয়েছে ৫২টি ম্যাচ।

এটি হবে লা লিগার ১৯০তম এল ক্লাসিকো, যেখানে বাজি কখনও এতটা উঁচুতে ছিল না। চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে পড়ার পর বার্সেলোনার ফোকাস এখন পুরোপুরি ঘরোয়া লিগের শিরোপায়। কোচ হান্স ফ্লিক জানালেন, তারা কেবল তিন পয়েন্টের লক্ষ্যেই মাঠে নামবে। "শিরোপার চিন্তা নয়, আমরা শুধু জিততে চাই। এল ক্লাসিকোর মতো ম্যাচে শতভাগ দিতে হয়, আমরা সেটাই করব," বলেন ফ্লিক।
ফর্ম ও আত্মবিশ্বাস দুই-ই রয়েছে বার্সার পক্ষে। চলতি মৌসুমে ক্লাসিকোতে তিন জয়ের মধ্যে দুটি ম্যাচেই তারা শিরোপা জিতেছে (সুপার কাপ ও কোপা দেল রে)। আজকের জয় তাদের আরও এক ধাপ এগিয়ে দেবে লা লিগা জয়ের পথে।
তবে রিয়ালও পিছিয়ে থাকছে না। শিরোপা দৌড়ে টিকে থাকতে হলে এই ম্যাচে জয় ছাড়া কোনো পথ খোলা নেই আনচেলত্তির দলের জন্য। যদিও জয় পেলেও এক পয়েন্টে পিছিয়ে থাকবে তারা। আজকের ম্যাচ শেষে রিয়ালের প্রতিপক্ষ মায়োর্কা, সেভিয়া ও সোসিয়াদাদ—যাদের বিপক্ষে রিয়াল আগের দেখায় একটিতে ড্র ও বাকিতে জয় পেয়েছে। অপরদিকে বার্সা খেলবে এস্পানিওল, ভিয়ারিয়াল ও বিলবাওয়ের বিপক্ষে—তিনজনকেই তারা প্রথম লেগে হারিয়েছে।

দলে ফেরার সম্ভাবনা রয়েছে ডিফেন্ডার আলেহান্দ্রো বাল্দের, যদিও রবার্ট লেভানডফস্কিকে শুরুর একাদশে না রাখার ইঙ্গিত দিয়েছেন ফ্লিক। রিয়ালের কোচ আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে গুঞ্জনও চলছে—এই মৌসুমের শেষেই তার বিদায় অনেকটাই নিশ্চিত বলে মনে করা হচ্ছে।
সব মিলিয়ে, আজ রাতে ক্যাম্প ন্যুতে জমে উঠতে চলেছে ‘লা লিগার ফাইনাল’। জয় যেই পাবে, লিগ শিরোপা তার কাছেই সবচেয়ে বেশি হাতছানি দেবে।