শনিবার, ১৭ মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২
Dhaka Prokash

বাংলাদেশে সহিংস ঘটনার স্বচ্ছ তদন্ত চান জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ছবি: সংগৃহীত

বাংলাদেশে সাম্প্রতিক সব সহিংস ঘটনায় পূর্ণ, স্বাধীন, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের ওপর জোর দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। গতকাল সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিবের দপ্তরের উপ-মুখপাত্র ফারহান হক একথা জানান।

তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছেন মহাসচিব এবং মানবাধিকারের প্রতি পূর্ণ সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন।’

পরিস্থিতি শান্ত করা এবং অন্তর্বর্তীকালীন সরকারের সহায়তায় সংসদ নির্বাচন করার ব্যবস্থা গ্রহণের প্রচেষ্টাকে মহাসচিব স্বাগত জানিয়েছেন বলেও উল্লেখ করেন উপ-মুখপাত্র।

তিনি জানান, সংসদীয় নির্বাচনের দিকে দেশটি যাচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তর্ভুক্তিমূলক হওয়ার আহ্বান জানিয়ে মহাসচিব নারী, যুব সম্প্রদায় এবং সমাজের সবার কথা শোনারও আহ্বান জানিয়েছেন।

এদিকে আজ মঙ্গলবার ভোরে নিউইয়র্কে এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, ‘বাংলাদেশ যখন সংসদ নির্বাচনের দিকে এগুচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারকে আগামী সপ্তাহগুলোতে নারী, যুবক এবং জনগণের পাশাপাশি সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের কণ্ঠস্বরকে বিবেচনায় নেওয়া উচিত বলে মনে করি।’

Header Ad
Header Ad

পল্লী বিদ্যুতে ২,১৫০ জনের বিশাল নিয়োগ, এইচএসসি পাসেই আবেদন

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতিগুলোয় ২ টি শূন্য পদে ২,১৫০ জনকে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১৫ মে থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০২ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড।
পদের সংখ্যা: ০২টি।
লোকবল নিয়োগ: ২,১৫০ জন।

পদের নাম: বিলিং সহকারী (অন-প্রবেশন)।

পদসংখ্যা: ৬৯০।
বেতন: পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) বেতন কাঠামো ২০১৬ অনুযায়ী নির্ধারিত হবে বেতন। অন-প্রবেশনকালীন নির্ধারিত বেতন হবে ১৮,৩০০ টাকা, তৎসহ বিধি অনুযায়ী অন্যান্য ভাতাও মিলবে। অন-প্রবেশন মেয়াদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে পবিস বেতন কাঠামো ২০১৬ অনুযায়ী ১৯,২২০ টাকা বেতন স্কেলে নির্ধারিত হবে মাসিক বেতন।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমান পরীক্ষায় জিপিএ ৫.০০–এর মধ্যে ৩.০০–সহ উত্তীর্ণ হতে হবে।

পদের নাম: মিটার রিডার কাম-ম্যাসেঞ্জার।

পদসংখ্যা: ১৪৬০।
বেতন: পবিস বেতন কাঠামো ২০১৬ অনুযায়ী ১৪,৭০০ টাকা। এ ছাড়া চুক্তির নিয়মানুযায়ী অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন।
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

আবেদন ফি: ১ নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ টেলিটকের সার্ভিস চার্জসহ ১১২ টাকা। ২ নং পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ৫৬ টাকা টেলিটকের প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
বয়সসীমা: ১৮ বছরের কম বয়সী ব্যক্তিদের আবেদন করার প্রয়োজন নেই। প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন
আবেদনের শেষ সময়: ০২ জুন ২০২৫ পর্যন্ত আবেদন করা যাবে।

Header Ad
Header Ad

চট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৩

চট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় মধ্যরাতে ঝটিকা মিছিল করে আলোচনায় এসেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জুলধা ইউনিয়নের সুলতান বাপের বাড়ি এলাকায় এই সংক্ষিপ্ত মিছিল হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, প্রায় ১২-১৫ জন যুবক আচমকা এলাকায় ঢুকে 'জয় বাংলা', 'জয় বঙ্গবন্ধু', 'শেখ হাসিনা আসবে দেশে, বীরের বেশে'—এমন স্লোগানে কয়েক মিনিটের মধ্যে পুরো এলাকা কাঁপিয়ে তোলে। মিছিলটি প্রায় ৩-৪ মিনিট স্থায়ী হয় এবং পরে অংশগ্রহণকারীরা দ্রুত এলাকা ত্যাগ করে।

ঘটনার পরপরই কর্ণফুলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। এসময় ফারহান (২২) নামে এক যুবকসহ মোট তিনজনকে আটক করা হয়।

কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শরীফ বিষয়টি নিশ্চিত করে বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযান পরিচালনা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তিনজনকে আটক করেছি। এ বিষয়ে তদন্ত চলছে।”

উল্লেখ্য, বাংলাদেশ ছাত্রলীগকে সাম্প্রতিক সময়ে সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হয়, যার পর এই ধরনের প্রকাশ্য কার্যক্রম প্রশাসনের কড়া নজরদারিতে রয়েছে।

Header Ad
Header Ad

দুই বছর টেস্ট না খেলা রোস্টন চেজকে অধিনায়ক করল ওয়েস্ট উইন্ডিজ

রোস্টন চেজ। ছবি: সংগৃহীত

টেস্ট দলে দীর্ঘদিন অনুপস্থিত ছিলেন রোস্টন চেজ। কিন্তু ১৩টি টেস্টে স্কোয়াডের বাইরে থাকা এই অলরাউন্ডারকেই এবার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড দিলো সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব—টেস্ট দলের অধিনায়কত্ব।

আগামী ২৫ জুন ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু হতে যাওয়া নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের সিরিজকে সামনে রেখে চমকপ্রদ এ সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (CWI)। শুধু অধিনায়কই নয়, তার ডেপুটি হিসেবে আনা হয়েছে বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকানকে।

রোস্টন চেজ সবশেষ টেস্ট খেলেছিলেন ২০২৩ সালের মার্চে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে। এর পর দল থেকে বাদ পড়ে ১৩টি টেস্ট দেখেছেন বাইরে বসে। তবু ৪৯ ম্যাচের অভিজ্ঞতা, ব্যাটে ৫ সেঞ্চুরি ও ৮৫ উইকেটের পারফরম্যান্স বিবেচনায় নেতৃত্বের ভার তার কাঁধেই তুলে দিয়েছে বোর্ড। ফলে অধিনায়ক হিসেবে মাঠে নামতে যাচ্ছেন ক্যারিয়ারের ৫০তম টেস্টে।

বোর্ডের ব্যাখ্যায় উঠে এসেছে, নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে তারা প্রার্থীদের মানসিকতা, আচরণ ও উপযোগিতা যাচাইয়ে একটি ‘বিস্তারিত মূল্যায়ন প্রক্রিয়া’ সম্পন্ন করেছে। সেই মূল্যায়নে চেজই পেয়েছেন সর্বোচ্চ নম্বর। তার সঙ্গে নেতৃত্বের দৌড়ে ছিলেন জন ক্যাম্পবেল, জশুয়া ডি সিলভা, টেভিন ইমল্যাচ, জাস্টিন গ্রিভস ও সহ-অধিনায়ক ওয়ারিকান নিজেও।

এর আগে চেজ ওয়েস্ট ইন্ডিজের হয়ে একটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়কত্ব করলেও টেস্টে এই দায়িত্ব এবারই প্রথম। আর এ সিদ্ধান্ত এমন এক সময় এলো, যখন মার্চের শেষদিকে টেস্ট দলের দায়িত্ব ছেড়েছেন দীর্ঘ সময়ের অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। তাঁর অধীনে ৩৯ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে মাত্র ১০টি।

এছাড়া সীমিত ওভারের ক্রিকেটেও পরিবর্তন এসেছে। টি-টোয়েন্টি অধিনায়ক রভম্যান পাওয়েলকে সরিয়ে দিয়ে শাই হোপকে দেওয়া হয়েছে ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টির দায়িত্বও।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

পল্লী বিদ্যুতে ২,১৫০ জনের বিশাল নিয়োগ, এইচএসসি পাসেই আবেদন
চট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৩
দুই বছর টেস্ট না খেলা রোস্টন চেজকে অধিনায়ক করল ওয়েস্ট উইন্ডিজ
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড, খালাস ৩
৪০ রোহিঙ্গাকে সাগরে ফেলে দিল ভারত! জাতিসংঘের তীব্র উদ্বেগ
বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ
দুপুরের মধ্যে ৫ জেলায় ঝড়ের শঙ্কা, হতে পারে বজ্রসহ বৃষ্টি
মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ
ইসরায়েলের হামলায় গাজায় একদিনে আরও ১১৫ ফিলিস্তিনি নিহত
মিঠাপুকুরে প্রবাসীর জমি বেদখলের অপচেষ্টা, বসতঘরে হামলা-লুটপাট
মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা, দিয়েছে দেশে ফেরার সুযোগ
ঈদের ছুটি সমন্বয়ে শনিবার খোলা থাকবে আর্থিক প্রতিষ্ঠান, দাপ্তরিক ও শিক্ষাপ্রতিষ্ঠান
বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায় : হাসনাত আব্দুল্লাহ
সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৬৬২ জন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব দাবি মেনে নিয়েছে সরকার
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ
বোতল নিক্ষেপকারী শিক্ষার্থীকে বাসায় দাওয়াত দিলেন তথ্য উপদেষ্টা
এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ
পেটে বাচ্চাসহ গরু জবাই করে বিক্রি, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ