
জাতীয়
শাহজালালে ৭১ আরোহীসহ নিরাপদে অবতরণ করল চাকা খুলে পড়া বিমান

কক্সবাজার থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের পেছনের চাকা উড্ডয়নের সময় খুলে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে বিমানের পাইলটের দক্ষতা ও দ্রুত সিদ্ধান্তের ফলে সেটি সফলভাবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। এ সময় বিমানে থাকা ৭১ জন যাত্রী, যাদের মধ্যে নারী ও শিশুও ছিল, সবাই নিরাপদে ছিলেন।
শুক্রবার (১৬ মে) দুপুর আনুমানিক আড়াইটার কিছু পর ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বিমানবন্দরের একটি নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
জানা যায়, বাংলাদেশ বিমানের ৪৩৬-৮ ফ্লাইটটি দুপুর ১টা ২০ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানের পেছনের একটি চাকা খুলে পড়ে যায়। বিষয়টি টের পেয়ে পাইলট তৎক্ষণাৎ ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে অবহিত করেন এবং জরুরি অবতরণের জন্য অনুমতি চান।
এ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে শাহজালাল বিমানবন্দরে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়। রানওয়েতে প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিসের ইউনিট ও অ্যাম্বুলেন্সসহ অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা। যথাযথ নির্দেশনা অনুসরণ করে পাইলট দক্ষতার সঙ্গে বিমানটি অবতরণ করান।
বিমানের কারিগরি বিশেষজ্ঞদের মতে, পেছনের এক চাকাতেও যদি অন্য সবকিছু সচল থাকে, তবে বিমান জরুরি অবতরণ করতে সক্ষম হয়। এ ঘটনার ক্ষেত্রেও তাই হয়েছে।
এদিকে এ ঘটনা জানাজানি হলে যাত্রীদের স্বজনদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। তবে সবার নিরাপদে অবতরণে স্বস্তি ফিরে এসেছে। বিমানের যাত্রী ও সংশ্লিষ্টদের দ্রুত উদ্ধার ও সেবায় বিমানবন্দর কর্তৃপক্ষ ও নিরাপত্তা সংস্থাগুলোর তাৎক্ষণিক ভূমিকা ছিল প্রশংসনীয়।
ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হতে পারে বলে বিমানবন্দর সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে।