সোমবার, ২৪ মার্চ ২০২৫ | ১০ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

গণআন্দোলনে নিহতরা ‘জুলাই শহীদ’ ও আহতরা ‘জুলাই যোদ্ধা’ নামে স্বীকৃতি পাবে

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার গণআন্দোলনে নিহতরা ‘জুলাই শহীদ’ ও আহতরা ‘জুলাই যোদ্ধা’ নামে স্বীকৃতি পাবেন এ তথ্য জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা জানান, নিহত ও আহতরা এককালীন ভাতাসহ সরকারি সুযোগ-সুবিধা পাবেন। আহতদের তিন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ক্যাটাগরি করার দায়িত্বে ছিল স্বাস্থ্য মন্ত্রণালয়।

তিনি বলেন, “ডিসিরা অভিযোগ করেছেন, বিভিন্ন জায়গায় ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছেন- এদের ব্যাপারে জেলায় জেলায় মুক্তিযোদ্ধারা খুবই সোচ্চার। এদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য জেলা প্রশাসকদের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। এটাতে তারা সুনির্দিষ্ট নির্দেশনা চান।

ফারুক ই আজম জানান, নির্বাচিত সরকার আসবে জুলাই অভ্যুত্থানের চেতনা নিয়ে। তারা নিশ্চয় এই অধিদফতরের কার্যক্রম চালিয়ে যাবেন।

এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কাজের বিষয়টি মন্ত্রণালয়টির উপদেষ্টা ফারুক ই আজম জানান, দুর্যোগের পর মানুষের গৃহ নির্মাণে যে সামগ্রী দেয়া হয়, সে তথ্য এখন এলাকাভিত্তিক সংগ্রহ করে সংশ্লিষ্ট এলাকায় সরবরাহ করা হবে। কাজের গতি বাড়াতে এই উদ্যোগ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

Header Ad
Header Ad

টাঙ্গাইলে ১ হাজার কৃষক বিনামূল্যে পাচ্ছে সার তিল বীজ

ছবি : ঢাকাপ্রকাশ

গ্রীষ্মকালীন মৌসুমে তিল ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় টাঙ্গাইলের ভূঞাপুরে এক হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

প্রণোদনার মধ্যে- এক কৃষকের জন্য ১ কেজি তিল, ১০ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার।

সোমবার (২৪ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা কৃষি সম্প্রসারণ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এই প্রণোদনা বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. পপি খাতুন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মো. মোখলেছুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নাজমুল হাসান মামুন, উপজেলা যুবদলের আহবায়ক খন্দকার জুলহাস আলম প্রমুখ।

Header Ad
Header Ad

আজ বিশ্ব যক্ষ্মা দিবস

ছবি: সংগৃহীত

আজ বিশ্ব যক্ষ্মা দিবস, যার এবারের প্রতিপাদ্য ‘হ্যাঁ! আমরা যক্ষ্মা নির্মূল করতে পারি: প্রতিশ্রুতিবদ্ধ হন, বিনিয়োগ করুন, বিতরণ করুন’। ২০২৪ সালে দেশে ৫.২ শতাংশ শিশু যক্ষ্মা শনাক্ত হয়েছে, যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বলছে, বাস্তবে দেশে শিশু যক্ষ্মা রোগীর সংখ্যা ১০ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে ৩১৩,৬২৪ জন যক্ষ্মা রোগী শনাক্ত হয়েছে। তবে, ১৭ শতাংশ রোগী এখনো শনাক্ত হয়নি এবং তাদের এই অবস্থা যক্ষ্মা বিস্তারের বড় ঝুঁকি তৈরি করতে পারে।

বিশেষজ্ঞরা মনে করছেন, ২০৩৫ সালের মধ্যে যক্ষ্মা নির্মূলের লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে দ্রুত শনাক্ত না হওয়া রোগীদের চিকিৎসার আওতায় আনতে হবে। তবে গত কিছুদিনে মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) তাদের সহায়তা কমিয়ে দেওয়ায় যক্ষ্মা প্রতিরোধ কর্মসূচিতে নেতিবাচক প্রভাব পড়ছে, বিশেষ করে সচেতনতামূলক কার্যক্রমে।

ইউএসএআইডি’র সহায়তায় আইসিডিডিআরবি এবং ব্র্যাকসহ বিভিন্ন বেসরকারি সংস্থা যক্ষ্মা নিয়ন্ত্রণে গবেষণা ও সক্রিয় রোগী অনুসন্ধান প্রকল্প চালাচ্ছিল। তবে অর্থায়ন বন্ধ হয়ে যাওয়ায় এসব প্রকল্প থমকে গেছে, যা আগামীতে যক্ষ্মা নিয়ন্ত্রণে বিপদের কারণ হতে পারে।

স্বাস্থ্যখাতের সংশ্লিষ্টরা সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে যক্ষ্মা প্রতিরোধে নতুন উদ্যোগ গ্রহণ করা যায় এবং দাতা সংস্থাগুলোর সহায়তা নিশ্চিত করা যায়।

বিশ্ব যক্ষ্মা দিবসে, বাংলাদেশের যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি নিয়ে এই সংকটের মধ্যে সচেতনতা বৃদ্ধির বিকল্প উদ্যোগ প্রয়োজন, বলে বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন।

Header Ad
Header Ad

বগুড়ায় অপহরণ ও মুক্তিপণ আদায়: পালানোর সময় আটক ৫ পুলিশ সদস্য

ছবি: সংগৃহীত

বগুড়ার ধুনট থেকে দুই ব্যক্তিকে অপহরণ করে তিন লক্ষাধিক টাকা মুক্তিপণ আদায়ের পর পালানোর চেষ্টাকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার পাঁচ সদস্যসহ ছয়জনকে আটক করেছে হাইওয়ে পুলিশ। আটককৃতদের কাছ থেকে নগদ দুই লাখ টাকা ও পুলিশের একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।

ঘটনাটি ঘটে রোববার (২৪ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের শাজাহানপুর উপজেলার বীরগ্রাম এলাকায়। কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ এ অভিযান চালায়। বিষয়টি বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার এসআই শাহিন মোহাম্মদ অনু ইসলাম, কনস্টেবল রিপন মিয়া, আবুল কালাম আজাদ, মাহবুব আলম, বাশির আলী এবং মাইক্রোবাস চালক মেহেদী হাসান।

পুলিশ সুপার জানান, আরএমপির ওই পাঁচ সদস্য কর্তৃপক্ষকে না জানিয়ে ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের দীঘরকান্দি গ্রামের রাব্বী ও জাহাঙ্গীর নামের দুই ব্যক্তিকে ক্যাসিনো খেলার অভিযোগে আটক করেন। তাদের মাইক্রোবাসে তুলে শেরপুর উপজেলার মির্জাপুর এলাকায় গাড়ি থামিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। দর-কষাকষির পর নগদ দুই লাখ টাকা এবং বিকাশ ও নগদ অ্যাপের মাধ্যমে আরও এক লাখ ৩০ হাজার টাকা আদায় করার পর তাদের ছেড়ে দেওয়া হয়।

বগুড়া জেলা পুলিশ বিষয়টি জানতে পেরে শেরপুর ও শাজাহানপুর থানার পুলিশ মাইক্রোবাসটি আটক করার চেষ্টা করে। ব্যর্থ হলে হাইওয়ে পুলিশের সহায়তায় শাজাহানপুর থানার বীরগ্রাম এলাকায় মাইক্রোবাসটি আটক করা হয়।

আটককৃতরা নিজেদেরকে আরএমপির গোয়েন্দা শাখার সদস্য বলে দাবি করলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া যায়, তারা অনুমতি ছাড়াই বগুড়ায় এসেছিলেন।

পুলিশ সুপার আরও জানান, ধুনট উপজেলার বাসিন্দা ও আরএমপি গোয়েন্দা শাখায় কর্মরত কনস্টেবল ওয়াহাব ছুটি নিয়ে দুই দিন আগে বাড়িতে আসেন। তার তথ্যের ভিত্তিতেই আটক পাঁচজন ধুনটে আসেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

আটককৃতদের হাইওয়ে পুলিশ ধুনট থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় ভুক্তভোগীদের একজন বাদী হয়ে অপহরণ মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলে ১ হাজার কৃষক বিনামূল্যে পাচ্ছে সার তিল বীজ
আজ বিশ্ব যক্ষ্মা দিবস
বগুড়ায় অপহরণ ও মুক্তিপণ আদায়: পালানোর সময় আটক ৫ পুলিশ সদস্য
ঈদের কেনাকাটা করতে গিয়ে ভুয়া মেজর আটক
ভারত থেকে এলো আরও সাড়ে ১১ হাজার টন চাল
সুদমুক্ত ক্ষুদ্রঋণ পাচ্ছেন ইমাম-মুয়াজ্জিনরা
হাজার হাজার মানুষের বিক্ষোভে উত্তাল তুরস্ক, চাপে এরদোয়ান
বিএনপির স্বাধীনতা দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা
গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাস নেতা ও তার স্ত্রী নিহত
তামিমের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা
প্রেমিকের যোগসাজশে স্বামীকে হত্যা, একই সঙ্গে কারাগারে থাকতে চাইলেন প্রেমিকা
ট্রেনে ঈদযাত্রা শুরু, জেনে নিন বিভিন্ন রুটের বিস্তারিত সময়সূচি
শাকিব খানকে নকল করলেন সালমান খান! ‘সিকান্দার’ নিয়ে তুমুল বিতর্ক
তামিমের হার্টে রিং পরিয়েছেন ডাক্তাররা, রাখা হয়েছে সিসিইউতে
সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ
আমরা দেশপ্রেমিক সেনাদের ভালোবাসি: হাসনাত
মাঠে হার্ট অ্যাটাক, লাইফ সাপোর্টে তামিম ইকবাল
কানাডার নির্বাচন ২৮ এপ্রিল, ক্ষমতা যাবে কার হাতে?
নিখোঁজের ২৬ ঘণ্টা পর নদী থেকে মরদেহ উদ্ধার  
ব্যারিস্টার ফুয়াদ গ্রেফতারের খবর ভুয়া: এবি পার্টির চেয়ারম্যান