
হাসছ কেন তুমি?
০১ ফেব্রুয়ারি ২০২৩, ১০:২২ এএম | আপডেট: ২৪ মার্চ ২০২৩, ০৮:২৮ পিএম

হাসি পেলে করব তবে কী?
মিথ্যে মানুষ, হয় যদি তার নাম যুধিষ্ঠির
তাহলে কি হাসতে মানা?
ভণ্ড লোকে যখন বলে
তার চেয়ে কেউ সাচ্চা মানুষ নেই জামানায়
তাহলেও কি হাসতে মানা?
দাঁত কেলিয়ে হাসল যারা
নাম জানো কি তারা কারা?
হাসলে যদি হয় অপরাধ
কাঁদব কি তাই বসে বসে?
তোমরা যদি হও খুশি হও
কাঁদব তা'লে আরো জোসে।
হাসি পেলে হাসতে মানা
এই কথা তো নেইকো জানা, কেউ বলেনি আগে
আনন্দেতে হাসে সবাই, দুঃখে কাঁদে দুঃখী
তাই বলে কি যারা হাসে, সবাই কি আজ সুখী?
এসএন