
পাঠকের কথা
বিধান চন্দ্র রায় এর কবিতা 'সাতাশ তুমি'

দাওয়ায় বসে জটলা করার
দিন গিয়েছে চলে
ঝাঁপি খোলার সুযোগ আসে
তুমি কাছে এলে ।
-
পিছন থেকে নাম ধরে আর
কেউ দেয় না ডাক
জমজমাটি বাড়ির উঠোন
কেউ দেয় না হাঁক ।
-
আবার তুমি আসবে কবে
ভাবছি বসে তাই
আড্ডা যেটুক হোয়াটসঅ্যাপে
যখন সময় পাই ।
-
তবুও তুমি জানান দিও
তোমার উপস্থিতি
দু-হাত দিয়ে সামলে রেখ
সকল পরিস্থিতি !!
ডিএসএস/
পাঠকের কথা নিয়ে আরও পড়ুন