
খেলা
মিয়ানমারকে হারিয়ে নতুন রেকর্ড গড়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ

মিয়ানমারকে তাদেরই ঘরের মাঠে ২-১ গোলে হারিয়ে এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বাংলাদেশ নারী ফুটবল দল।
বুধবার (২ জুলাই) ইয়াঙ্গুনে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশ দলের হয়ে জোড়া গোল করেন পাহাড়ি কন্যা ঋতুপর্ণা চাকমা। তার অনবদ্য পারফরম্যান্সে র্যাংকিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা শক্তিশালী মিয়ানমারকে হারিয়ে বড় চমক দেখায় লাল-সবুজের প্রতিনিধিরা।
স্মরণযোগ্য এই জয়টি শুধু প্রতিপক্ষকে হারানোর আনন্দ নয়, বরং পুরনো রেকর্ড ভাঙার একটি প্রতীকী মুহূর্তও। ২০১৭ সালে একই শহরে অলিম্পিক বাছাইয়ে মিয়ানমারের কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ। সেই দলটিকে এবার তাদের মাঠেই হারিয়ে পুরনো দুঃখের মধুর প্রতিশোধও নিয়েছে ঋতুপর্ণারা।
ম্যাচের ১৮ মিনিটে ফ্রি-কিক থেকে ফিরতি বলে ঋতুপর্ণার নিখুঁত শটে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর দ্বিতীয়ার্ধে ৭১ মিনিটে তার আরেকটি দৃষ্টিনন্দন গোল বাংলাদেশকে ২-০ ব্যবধানে এগিয়ে নেয়। যদিও শেষ দিকে ৮৯ মিনিটে একটি গোল পরিশোধ করে মিয়ানমার, তবুও জয় রক্ষা করতে সক্ষম হয় পিটার বাটলারের শিষ্যারা।
এই জয়ে ‘সি’ গ্রুপে শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ। আগামী ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে জয় পেলেই প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে বাংলাদেশ। অন্যদিকে মিয়ানমারের পরবর্তী প্রতিপক্ষ বাহরাইন।
আগের দুই আসরে পাঁচটি ম্যাচ খেলে একটিও না জেতা বাংলাদেশ নারী দল এবার টানা দুই ম্যাচ জিতে প্রমাণ করেছে, তারা এখন আর পিছিয়ে নেই। সাহস, সংগঠিত খেলা ও ব্যক্তিগত নৈপুণ্যের দৃষ্টান্ত স্থাপন করে বাংলাদেশ আজ এক নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে। এখন অপেক্ষা শুধু শেষ ম্যাচ জয়ের, যা হলে চূড়ান্ত পর্বে বাংলাদেশ নাম লেখাবে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে।