
জাতীয়
আইনি প্রক্রিয়া মেনেই আসিফ মাহমুদ অস্ত্রের লাইসেন্স পেয়েছেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অস্ত্রের লাইসেন্স পাওয়ার বিষয়টি নিয়ে উঠা প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, “তিনি সম্পূর্ণ আইনি প্রক্রিয়া মেনেই লাইসেন্স পেয়েছেন।”
বুধবার (২ জুলাই) সকালে রাজধানীর খামারবাড়িতে বিএআরসি মিলনায়তনে এক কৃষি বিষয়ক আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
আলোচনার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আসিফ মাহমুদের ক্ষেত্রে যেটি হয়েছে, সেটি ভুলবশত। তিনি লাইসেন্স থাকা অস্ত্র সঙ্গে রেখেছেন ঠিকই, কিন্তু ম্যাগাজিনও সঙ্গে ছিল—এটি তার ভুল হয়েছে, ইচ্ছাকৃত নয়।”
তিনি আরও বলেন, “মুরাদনগরের ঘটনার মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যেন পুনরায় না ঘটে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী এখন অত্যন্ত সতর্ক। যারা ওই ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে এরইমধ্যে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।”
সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “চাল আমদানি ও উৎপাদন দুটোই ভালো হয়েছে। দেশে মজুদও কম নয়। তারপরও বাজারে চালের দাম বেশি—এটি দুঃখজনক। এ পরিস্থিতি মোকাবেলায় গণমাধ্যমসহ সবার সহযোগিতা প্রয়োজন।”
দুর্নীতির প্রসঙ্গে তিনি বলেন, “যেখানে দুর্নীতি হচ্ছে, সেখানে কাউকে ছাড় দেওয়া হবে না। লাগাম টেনে ধরতে না পারলেও, ছাড় দেওয়ার সুযোগ নেই।”
আলোচনায় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, “জুন মাসের মধ্যে যেসব কৃষি প্রকল্পের কাজ শেষ হয়েছে, সেগুলোর বাস্তবায়ন কতটা কৃষকের উপকারে আসছে—তা নিয়ে সরকার পর্যালোচনা করছে। পাশাপাশি, জলবায়ু পরিবর্তন ও পানির অপচয় রোধে বৃষ্টির পানি সংরক্ষণ ও খাল খনন প্রকল্পেও কাজ চলছে।”