সারাদেশ

সিলেটে ফের করোনা কেড়ে নিল প্রাণ, ৫ দিনে দ্বিতীয় মৃত্যু


সারাদেশ ডেস্ক
প্রকাশ :০২ জুলাই ২০২৫, ০৩:২৯ পিএম

সিলেটে ফের করোনা কেড়ে নিল প্রাণ, ৫ দিনে দ্বিতীয় মৃত্যু
ছবি: সংগৃহীত

সিলেট বিভাগে আবারও করোনাভাইরাস সংক্রমণের সতর্ক সংকেত দেখা যাচ্ছে। যদিও সংক্রমণের হার তুলনামূলকভাবে কম, তবে মৃত্যুর মিছিলে যুক্ত হলো আরও একটি নাম। পাঁচ দিনের ব্যবধানে সিলেটে দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মারা যাওয়া ব্যক্তি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার বাসিন্দা। বয়স ছিল প্রায় ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে গত ২১ জুন তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বুধবার (২ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় বিভাগের ৪১টি নমুনা পরীক্ষার মধ্যে একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর ফলে সিলেট জেলায় এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জনে। এ পর্যন্ত জেলায় মোট ৪২২টি নমুনা সংগ্রহ করা হয়েছে পরীক্ষার জন্য।

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. মিজানুর রহমান বলেন, “মারা যাওয়া ব্যক্তি হাসপাতালে ভর্তি ছিলেন ২১ জুন থেকে। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ২টার দিকে তিনি মারা যান।”

উল্লেখ্য, এর আগে গত ২৬ জুন সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়। এ নিয়ে সিলেট জেলায় মোট করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২ জনে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনার সংক্রমণ কমে এলেও এ ভাইরাসের বিপদ এখনো কাটেনি। তাই জনসাধারণকে সতর্কতা অবলম্বনের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন তারা।