রাজনীতি

সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য সংসদের সিদ্ধান্ত প্রয়োজন: আমীর খসরু


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ :০২ জুলাই ২০২৫, ১০:২২ পিএম

সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য সংসদের সিদ্ধান্ত প্রয়োজন: আমীর খসরু
ছবি: সংগৃহীত

সংখ্যানুপাতিক (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন - পিআর) পদ্ধতিতে নির্বাচন করতে হলে তা নিয়ে সংসদের সিদ্ধান্ত জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এমন মৌলিক রাজনৈতিক পরিবর্তনের জন্য প্রয়োজন জনগণের ভোটে নির্বাচিত একটি সংসদ।

বুধবার (২ জুলাই) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠকে সভাপতিত্বকালে তিনি এসব কথা বলেন। সভায় বাংলাদেশ জন অধিকার পার্টি (বিজেপি), আমজনতার দল ও গণতান্ত্রিক বাম দলের নেতারা অংশ নেন।

আমীর খসরু বলেন, “আমাদের ঘোষিত ৩১ দফা রূপরেখায় সংখ্যানুপাতিক নির্বাচনের কোনো প্রস্তাব নেই। এটি একটি বড় রাজনৈতিক ও সাংবিধানিক পরিবর্তন। এটি নিয়ে এখন আলোচনা অপ্রাসঙ্গিক। এ ধরনের পরিবর্তন বাস্তবায়ন করতে হলে প্রয়োজন জনগণের ভোটে নির্বাচিত ভবিষ্যৎ সংসদের সম্মতি।”

তিনি আরও বলেন, “সব রাজনৈতিক দলে সব বিষয়ে ঐকমত্য হবে—এমনটা আশা করা যায় না। এটি বাকশাল নয়। যেসব বিষয়ে ঐকমত্য হবে, সেগুলো আমরা সম্মিলিতভাবে সংস্কারের মাধ্যমে বাস্তবায়ন করবো। আর যেগুলোতে মতানৈক্য থাকবে, সেগুলো প্রতিটি দলকে জনগণের কাছে গিয়ে উপস্থাপন করতে হবে।”

এ সময় আলোচনায় অংশ নিয়ে বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, “সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি দেশের বাস্তবতায় খুব একটা কার্যকর নয়। বরং এর আড়ালে জাতীয় নির্বাচনের সময়সূচি পিছিয়ে দেওয়ার কোনো রাজনৈতিক পরিকল্পনা আছে কি না, তা খতিয়ে দেখা দরকার।”

তিনি আরও বলেন, “জুলাই সনদ” যদি কোনো দল একতরফাভাবে প্রকাশ করে, তবে সেটি দলীয় মতামত হিসেবে বিবেচিত হবে, জাতীয় ঐকমত্য হিসেবে নয়।”

উল্লেখ্য, সম্প্রতি রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থাকে ঘিরে। তবে বিএনপির পক্ষ থেকে পুনঃব্যক্ত করা হলো, এ ধরনের কাঠামোগত পরিবর্তন দলীয় এজেন্ডা নয় এবং এটি বাস্তবায়নে ভবিষ্যতের গণভিত্তিক পার্লামেন্টের প্রয়োজন রয়েছে।