
সারাবিশ্ব
মার্কিন যুক্তরাষ্ট্রে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ইয়লো কাউন্টির এসপার্টো এলাকায় একটি আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশপাশের এলাকা কেঁপে ওঠে এবং তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সময় মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যা ৬টার কিছু পর, স্যাক্রামেন্টো শহর থেকে প্রায় ৪০ মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত এসপার্টো এলাকায় এ বিস্ফোরণ ঘটে। এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
ইয়লো কাউন্টি শেরিফ অফিস এক বিবৃতিতে জানায়, বিস্ফোরণের পর দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়ে এবং চারপাশে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। এসপার্টো ফায়ার প্রটেকশন ডিস্ট্রিক্টের প্রধান কার্টিস লরেন্স জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনী রাতভর কাজ করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথমে একটি তীব্র বিস্ফোরণের শব্দ পাওয়া যায়, এরপর একের পর এক আতশবাজির মতো বিকট শব্দে আকাশ আলোয় ঝলমল করে ওঠে। এ ঘটনায় আতঙ্কিত হয়ে বহু মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য ছুটতে থাকেন।
বিস্ফোরণের কারণে আশপাশের বেশ কয়েকটি সড়ক তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়। একযোগে বিপুল সংখ্যক ফোন কল আসে জরুরি সেবাদানকারী সংস্থাগুলোর কাছে।
ইয়লো কাউন্টি অফিস অব ইমার্জেন্সি সার্ভিস নিশ্চিত করেছে, বিস্ফোরণস্থলটি একটি বাণিজ্যিক আতশবাজি উৎপাদন ও সংরক্ষণের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল।
ক্যালিফোর্নিয়া ফায়ার ডিপার্টমেন্ট (Cal Fire) এই অগ্নিকাণ্ডকে ‘ওকডেল ফায়ার’ নামে চিহ্নিত করেছে। আগুন আশপাশের ঝোপঝাড় ও বনাঞ্চলে ছড়িয়ে পড়ে, বিশেষ করে হাইওয়ে ১৬ এবং ওকডেল র্যাঞ্চ লেন এলাকায়। ইতোমধ্যে অন্তত ৭৮ একর বনভূমি পুড়ে গেছে বলে জানা গেছে।
শেরিফ অফিস জানায়, বিস্ফোরণের পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিস্ফোরণস্থলের চারপাশের প্রায় এক মাইল এলাকাজুড়ে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয়দের ওই এলাকা থেকে দূরে থাকতে এবং জরুরি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
তবে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিস্ফোরণের কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।