জাতীয়

বাতিল হলো ‘ইন্টারনেট ব্ল্যাকআউট’ কর্মসূচি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ :০৩ জুলাই ২০২৫, ০২:৩৬ পিএম

বাতিল হলো ‘ইন্টারনেট ব্ল্যাকআউট’ কর্মসূচি
বাতিল হলো ‘ইন্টারনেট ব্ল্যাকআউট’ কর্মসূচি, জানালেন ফারুকী। ছবি: সংগৃহীত

জুলাই ‘পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে ঘোষিত ‘ইন্টারনেট ব্ল্যাকআউট’ কর্মসূচি বাতিল করেছে সরকার। বৃহস্পতিবার (৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

ফেসবুক পোস্টে ফারুকী জানান, জুলাই কোমেমোরেশন প্রোগ্রামের অংশ হিসেবে ঘোষিত এক মিনিটের ‘ইন্টারনেট ব্ল্যাকআউট’ কর্মসূচি নিয়ে আয়োজকদের মধ্যে শুরু থেকেই কিছুটা দ্বিধা ছিল। তিনি লিখেন, “এই একটি কর্মসূচি আমরা একাধিকবার বাদ দিয়েছি, আবার যুক্ত করেছি। আমাদের অনেকেই মনে করছিলেন, ‘এক মিনিট ইন্টারনেট ব্ল্যাকআউট’ হয়তো খুব ভালো আইডিয়া নয়।”

পরে নানা আলোচনা ও মতবিনিময়ের ভিত্তিতে আবারও কর্মসূচিটি অন্তর্ভুক্ত করা হয় বলে জানান ফারুকী। তবে সর্বশেষ পর্যালোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কর্মসূচিটি বাতিল করা হবে। তিনি লেখেন, “আপনাদের মতামতের জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। নিজেদের মধ্যে দ্রুত সভা করে সিদ্ধান্ত নিয়েছি—এক মিনিট প্রতীকী ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি থাকছে না। সংশোধিত স্লাইড শেয়ার করা হচ্ছে। এর বাইরে সব কর্মসূচি অপরিবর্তিত থাকছে।”

এর আগে, গত বছরের ছাত্র-জনতার আন্দোলনের স্মরণে আগামী ১৮ জুলাই ২০২৫ তারিখে রাত ৯টায় এক মিনিটের জন্য মোবাইল ইন্টারনেট বন্ধ রাখার প্রতীকী কর্মসূচির ঘোষণা দিয়েছিল সরকার। এই সিদ্ধান্তের পেছনে ছিল ২০২৪ সালের ১৮ জুলাই রাত ৯টায় আওয়ামী লীগ সরকারের হঠাৎ সারা দেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার ঘটনার প্রতীকী প্রতিবাদ, যা সে সময় ব্যাপক জনআলোচনার জন্ম দেয়।

'জুলাই ফায়ার'-এর চেতনাকে পুনরুজ্জীবিত করতে ঘোষিত এই অনুষ্ঠানমালায় অন্যান্য কর্মসূচি পূর্বঘোষিত সূচি অনুযায়ী বহাল থাকছে। ফারুকী শেষ করেন এ বার্তা দিয়ে—“Let’s reconnect, regroup and reignite the very July fire.”