খেলা

সড়ক দুর্ঘটনায় লিভারপুল ফরোয়ার্ড দিয়োগো জোটা নিহত, ভাইও মৃত


স্পোর্টস ডেস্ক
প্রকাশ :০৩ জুলাই ২০২৫, ০২:৪৩ পিএম

সড়ক দুর্ঘটনায় লিভারপুল ফরোয়ার্ড দিয়োগো জোটা নিহত, ভাইও মৃত
ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়োগো জোটা। ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়োগো জোটা এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (স্থানীয় সময়) স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামোরা শহরের A-৫২ মহাসড়কে ঘটে এই দুর্ঘটনা। জোটার সঙ্গে তার ছোট ভাইও নিহত হন। মৃত্যুকালে জোটার বয়স ছিল ২৮ এবং তার ভাইয়ের বয়স ছিল ২৬ বছর।

স্পেনের প্রভাবশালী ক্রীড়ামাধ্যম Marca জানিয়েছে, দুর্ঘটনার পর জোটা ও তার ভাই যাতায়াত করছিলেন এমন একটি গাড়িতে আগুন ধরে যায় এবং সেই আগুন পার্শ্ববর্তী গাছপালায় ছড়িয়ে পড়ে। দুর্ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গাড়িটি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।

জামোরা প্রদেশের স্থানীয় প্রশাসনের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, “Palacios de Sanabria এলাকায় A-৫২ মহাসড়কে একটি ভয়াবহ দুর্ঘটনায় ২ জন তরুণ প্রাণ হারিয়েছেন। রিওনেগ্রো দেল পুয়েন্তে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। নিহতদের বয়স ছিল যথাক্রমে ২৮ ও ২৬ বছর। আমরা তাদের আত্মার শান্তি কামনা করি।”

পর্তুগালের পোর্তো শহরে জন্ম নেওয়া দিয়োগো জোটা নিজের ফুটবল ক্যারিয়ার শুরু করেন পাসোস দে ফেরেইরার যুব দলে। ২০১৬ সালে তিনি যোগ দেন আতলেতিকো মাদ্রিদের সঙ্গে, তবে মাঠে সুযোগ না পেয়ে ২০১৭ সালে চলে যান ইংলিশ ক্লাব উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সে। সেখানে নিজের অসাধারণ দক্ষতা ও গতি দিয়ে নজর কাড়েন।

২০২০ সালে তিনি নাম লেখান লিভারপুলে। কোচ ইয়ুর্গেন ক্লপের অধীনে জোটা ক্যারিয়ারের সেরা সময় কাটান। তিনি ক্লাবটির হয়ে প্রিমিয়ার লিগ, এফএ কাপ এবং লিগ কাপ জয়ের স্বাদ পেয়েছেন। দ্রুতই তিনি হয়ে ওঠেন লিভারপুল সমর্থকদের অত্যন্ত প্রিয় একজন খেলোয়াড়।

জোটার অকাল মৃত্যুতে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। লিভারপুল ক্লাব, পর্তুগাল জাতীয় দল এবং ভক্তরা তার স্মৃতিতে শোক প্রকাশ করছেন। তার মৃত্যু ফুটবল অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।